গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন চায় বিএনপি : সৈয়দ এমরান সালেহ প্রিন্স

বাসস
প্রকাশ: ১২ জুলাই ২০২৫, ১০:৩৯
ছবি : সংগৃহীত

ময়মনসিংহ, ১২ জুলাই, ২০২৫ (বাসস): বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, বাস্তবমুখী কর্মসূচি নিয়ে জনগণের মন জয় করে গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন এবং শহীদদের রক্তের ঋণ পরিশোধ করতে চায় বিএনপি।

শুক্রবার ময়মনসিংহ জেলার হালুয়াঘাটের যুগলী ইউনিয়ন বিএনপির ওয়ার্ড সম্মেলন এবং নেতাকর্মীদের সদস্য নবায়ন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

বিএনপির যুগ্ম মহাসচিব বলেন, বিএনপি জনগণের রাজনীতির মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠা করবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান রাজনীতিকে নেতাদের ড্রইংরুম থেকে বের করে গ্রামীণ জনপদে নিয়ে গিয়ে জবাবদিহিতা ও জনসম্পৃক্ততা নিশ্চিত করেছিলেন। তিনি পায়ে হেঁটে গ্রামেগঞ্জে ঘুরে জাতীয়তাবাদী রাজনীতি প্রতিষ্ঠা করেছেন।

তিনি আরো বলেন, দমন-নিপীড়ন ও ফ্যাসিবাদ মোকাবিলা করেও বিএনপি শহীদ জিয়ার সেই রাজনীতি সাহসের সঙ্গে বহন করে চলেছে।

নতুন রাজনৈতিক দলগুলোর বিষয়ে এমরান সালেহ প্রিন্স বলেন, তারা রাজনীতির নতুন বন্দোবস্তের কথা বললেও, পুরোনো বন্দোবস্তের আদলে বয়ান দিয়ে উত্তেজনা সৃষ্টির চেষ্টা করছেন।

তিনি আরো বলেন, বিএনপি গণ-অভ্যুত্থানসহ বিগত ১৫ বছরের শহীদদের রক্তের ঋণ পরিশোধ করতে দ্রুত রাজনৈতিক সংস্কার ও বিচার প্রক্রিয়া সম্পন্ন করে সুষ্ঠু নির্বাচন চায়।

সম্মেলনে যুগলী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ক্বারী আবুল কাশেম সভাপতিত্ব করেন এবং সদস্য সচিব কৃষক আব্দুস সাত্তার সঞ্চালনা করেন। এ সময় আরো বক্তব্য দেন হালুয়াঘাট উপজেলা বিএনপির আহ্বায়ক আসলাম মিয়া বাবুল, সদস্য সচিব আবু হাসনাত বদরুল কবীর, যুগ্ম আহ্বায়ক আলী আশরাফ, কাজী ফরিদ আহমেদ পলাশ ও চেয়ারম্যান শফিকুর রহমান প্রমুখ।

বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেইজে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মীরসরাইয়ে সড়ক দূর্ঘটনায় দুই শিক্ষার্থীর মৃত্যু
ফিলিস্তিন রাষ্ট্রদূতের নৈশভোজে অংশ নিয়েছেন বিএনপির নেতারা
লেবাননের ভেতরে দেয়াল নির্মাণ করেছে ইসরাইল : জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী
কপ৩০ জলবায়ু সম্মেলনের প্রবেশপথ অবরোধ করল আদিবাসী বিক্ষোভকারীরা
আইএমএফ প্রতিনিধি দলের সঙ্গে এনসিপি নেতৃবৃন্দের বৈঠক
শেখ হাসিনা দেশে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছেন : ডা. জাহিদ
সিলেটে হত্যা মামলার আসামি গ্রেফতার
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৫ জন রাজধানীতে গ্রেফতার 
রাঙ্গামাটিতে দুই দিনব্যাপী পার্বত্য চট্টগ্রাম লেখক সম্মেলন
লুক্সেমবার্গের গ্র্যান্ড ডিউকের কাছে পরিচয়পত্র পেশ করলেন বাংলাদেশের রাষ্ট্রদূত
১০