গণঅভ্যুত্থান স্মরণে ডিএসসিসি’র মাসব্যাপী পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

বাসস
প্রকাশ: ১২ জুলাই ২০২৫, ১২:৩০
ছবি : সংগৃহীত

ঢাকা, ১২ জুলাই, ২০২৫ (বাসস): ছাত্র-জনতার গণঅভ্যুত্থান স্মরণে জুলাই মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান পরিচালনা করছে।

শনিবার ডিএসসিসি অঞ্চল-৫ এর অভয় দাস লেন, নারিন্দা, ওয়ারী এবং আশপাশের এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী। তার সঙ্গে ছিলেন করপোরেশনের প্রশাসক মো. শাহজাহান মিয়া।  

ভোর ৬টায় শুরু হওয়া এই অভিযানে ডিএসসিসির বর্জ্য ব্যবস্থাপনা বিভাগ ও স্বাস্থ্য বিভাগের ছয় শতাধিক কর্মী এবং স্থানীয় জনগণ অংশ নেন। পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে ড্রেন, নর্দমা ও ফুটপাতের ময়লা পরিষ্কার করা হয় এবং মশার ওষুধ ছিটানো হয়। পাশাপাশি জনসচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসেবে স্থানীয় বাসিন্দাদের অংশগ্রহণে একটি র‌্যালিও করা হয়।

পরিচ্ছন্নতা অভিযানের সময় সাংবাদিকদের ব্রিফ করেন সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী। তিনি বলেন, নগর পরিচ্ছন্নতায় সবচেয়ে বেশি প্রয়োজন সবার একসঙ্গে কাজ করা। শুধু সিটি করপোরেশন বা সরকারের একার পক্ষে টেকসই ফল পাওয়া সম্ভব নয়।

বর্ষাকাল সিটি করপোরেশনের জন্য বড় চ্যালেঞ্জ উল্লেখ করে তিনি বলেন, জলাবদ্ধতা দূরীকরণ ও ডেঙ্গু নিয়ন্ত্রণে এ অভিযান অব্যাহত থাকবে।

ডিএসসিসির প্রশাসক মো. শাহজাহান মিয়া বলেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থান স্মরণে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন জুলাই মাসব্যাপী ডেঙ্গু নিয়ন্ত্রণে বিশেষ মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করছে।

নগরবাসী, ডিএসসিসি ও গণমাধ্যমের সমন্বিত প্রচেষ্টায় ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। শাহজাহান মিয়া বলেন, বিগত বিশেষ পরিচ্ছন্নতা অভিযানের ইতিবাচক ফল ইতোমধ্যে দৃশ্যমান হতে শুরু করেছে।

পরিচ্ছন্নতা অভিযানে আরো উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. জহিরুল ইসলাম, সচিব মুহাম্মদ শফিকুল ইসলামসহ সব বিভাগীয় প্রধান ও স্থানীয় নেতারা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মীরসরাইয়ে সড়ক দূর্ঘটনায় দুই শিক্ষার্থীর মৃত্যু
ফিলিস্তিন রাষ্ট্রদূতের নৈশভোজে অংশ নিয়েছেন বিএনপির নেতারা
লেবাননের ভেতরে দেয়াল নির্মাণ করেছে ইসরাইল : জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী
কপ৩০ জলবায়ু সম্মেলনের প্রবেশপথ অবরোধ করল আদিবাসী বিক্ষোভকারীরা
আইএমএফ প্রতিনিধি দলের সঙ্গে এনসিপি নেতৃবৃন্দের বৈঠক
শেখ হাসিনা দেশে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছেন : ডা. জাহিদ
সিলেটে হত্যা মামলার আসামি গ্রেফতার
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৫ জন রাজধানীতে গ্রেফতার 
রাঙ্গামাটিতে দুই দিনব্যাপী পার্বত্য চট্টগ্রাম লেখক সম্মেলন
লুক্সেমবার্গের গ্র্যান্ড ডিউকের কাছে পরিচয়পত্র পেশ করলেন বাংলাদেশের রাষ্ট্রদূত
১০