গণঅভ্যুত্থান স্মরণে ডিএসসিসি’র মাসব্যাপী পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

বাসস
প্রকাশ: ১২ জুলাই ২০২৫, ১২:৩০
ছবি : সংগৃহীত

ঢাকা, ১২ জুলাই, ২০২৫ (বাসস): ছাত্র-জনতার গণঅভ্যুত্থান স্মরণে জুলাই মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান পরিচালনা করছে।

শনিবার ডিএসসিসি অঞ্চল-৫ এর অভয় দাস লেন, নারিন্দা, ওয়ারী এবং আশপাশের এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী। তার সঙ্গে ছিলেন করপোরেশনের প্রশাসক মো. শাহজাহান মিয়া।  

ভোর ৬টায় শুরু হওয়া এই অভিযানে ডিএসসিসির বর্জ্য ব্যবস্থাপনা বিভাগ ও স্বাস্থ্য বিভাগের ছয় শতাধিক কর্মী এবং স্থানীয় জনগণ অংশ নেন। পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে ড্রেন, নর্দমা ও ফুটপাতের ময়লা পরিষ্কার করা হয় এবং মশার ওষুধ ছিটানো হয়। পাশাপাশি জনসচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসেবে স্থানীয় বাসিন্দাদের অংশগ্রহণে একটি র‌্যালিও করা হয়।

পরিচ্ছন্নতা অভিযানের সময় সাংবাদিকদের ব্রিফ করেন সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী। তিনি বলেন, নগর পরিচ্ছন্নতায় সবচেয়ে বেশি প্রয়োজন সবার একসঙ্গে কাজ করা। শুধু সিটি করপোরেশন বা সরকারের একার পক্ষে টেকসই ফল পাওয়া সম্ভব নয়।

বর্ষাকাল সিটি করপোরেশনের জন্য বড় চ্যালেঞ্জ উল্লেখ করে তিনি বলেন, জলাবদ্ধতা দূরীকরণ ও ডেঙ্গু নিয়ন্ত্রণে এ অভিযান অব্যাহত থাকবে।

ডিএসসিসির প্রশাসক মো. শাহজাহান মিয়া বলেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থান স্মরণে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন জুলাই মাসব্যাপী ডেঙ্গু নিয়ন্ত্রণে বিশেষ মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করছে।

নগরবাসী, ডিএসসিসি ও গণমাধ্যমের সমন্বিত প্রচেষ্টায় ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। শাহজাহান মিয়া বলেন, বিগত বিশেষ পরিচ্ছন্নতা অভিযানের ইতিবাচক ফল ইতোমধ্যে দৃশ্যমান হতে শুরু করেছে।

পরিচ্ছন্নতা অভিযানে আরো উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. জহিরুল ইসলাম, সচিব মুহাম্মদ শফিকুল ইসলামসহ সব বিভাগীয় প্রধান ও স্থানীয় নেতারা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নারায়ণগঞ্জে ট্রাক চাপায় একব্যক্তি নিহত 
দীর্ঘদিন পর মানুষ এখন স্বাধীনভাবে কথা বলতে পারছে: আব্দুল হালিম
টেকসই সাপ্লাই চেইনের জন্য অংশীদারিত্ব জোরদারে বিজিএমইএ এবং ব্র্যান্ড ফোরামের বৈঠক
রোহিঙ্গা সংকট সমাধানে নতুন সম্মেলন আয়োজনের প্রস্তাব এপিএইচআরের
ছাত্রজনতার অভ্যুত্থানকালে হামলার ঘটনায় রাজশাহীতে ৯টি মামলার চার্জশিট দিয়েছে পুলিশ 
জাতির সেবায় সদা প্রস্তুত ৬০ লাখ আনসার-ভিডিপি : কুমিল্লায় মহাপরিচালক
ক্ষমতার লোভে আওয়ামী লীগ একের পর এক ভুয়া ভোট করেছিল : ড. মঈন খান
সাদা পাথর এলাকায় মঙ্গলবার পর্যন্ত ১৭ লাখ ঘনফুট পাথর প্রতিস্থাপন
সিরাজগঞ্জ ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু
মুন্সীগঞ্জে জেলা প্রশাসক গোল্ড কাপ টুর্নামেন্টে মিরকাদিম চ্যাম্পিয়ন
১০