নরসিংদীর ১৫ ব্যক্তি পেলেন শিল্পকলা একাডেমি গুণীজন সম্মাননা

বাসস
প্রকাশ: ১২ জুলাই ২০২৫, ১৩:৪৩
নরসিংদী জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে শুক্রবার সন্ধ্যায় বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মাননা প্রদান করা হয়। ছবি : বাসস

নরসিংদী, ১২ জুলাই, ২০২৫ (বাসস): জেলা শিল্পকলা একাডেমি  জেলা পর্যায়ে বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ প্রতিবছর পাঁচজন ব্যক্তিকে সম্মাননা প্রদান করে।

এরই অংশ হিসেবে ২০২২, ২০২৩ ও ২০২৪ এই তিন বছরে মোট ১৫ জন ব্যক্তিকে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা পদকে ভূষিত করেছে।

জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে গতকাল শুক্রবার সন্ধ্যায় শিল্পকলা একাডেমির হলরুমে আনুষ্ঠানিকভাবে এই সম্মাননা প্রদান করা হয়।

জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু তাহের মোহাম্মদ শামসুজ্জামানের সভাপতিত্বে জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুণীজনদের মাঝে মেডেল, সনদপত্র ও নগদ অর্থ তুলে দেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি তোফাজ্জল হোসেন মাস্টার,  শিবপুর উপজেলা বিএনপি'র সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা আবুল হারিচ রিকাবদার (কালা মিয়া), নরসিংদী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আলী ও জেলা কালচারাল কর্মকর্তা রুনা লায়লা।

জেলা শিল্পকলা একাডেমি গুণীজন সম্মাননা প্রাপ্ত ব্যক্তিরা  হলেন, ২০২২ সালে সংগীতে দুলাল সাহা, আঞ্চলিক সৃজনশীল সাংস্কৃতিক গবেষণায় ইমদাদুল ইসলাম খোকন, লোকসংস্কৃতিতে মো. ফজল মিয়া, যাত্রাশিল্পে মো. মোস্তফা ভূইয়া এবং নাট্যকলায় মোহাম্মদ আলী আকন্দ। ২০২৩ সালে সংগীতে কাজল গোস্বামী, নাট্যকলায় আনিসুর রহমান শিপলু, আঞ্চলিক সৃজনশীল সাংস্কৃতিক গবেষণায় মো. নুরুল ইসলাম নুরচান, যাত্রা শিল্পে মো. হাসান এবং লোক সংস্কৃতিতে মো. ইসমাইল সরকার।  ২০২৪ সালে সংগীতে লিটন চন্দ্র শর্মা চারুকলায় মোহাম্মদ মেহেদী হাসান, যাত্রাশিল্পে শিউলি বেগম, লোকসংস্কৃতিতে ঝর্না রানী বর্মন এবং ফটোগ্রাফিতে মোহাম্মদ শরীফ ইকবাল রাসেল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নারায়ণগঞ্জে ট্রাক চাপায় একব্যক্তি নিহত 
দীর্ঘদিন পর মানুষ এখন স্বাধীনভাবে কথা বলতে পারছে: আব্দুল হালিম
টেকসই সাপ্লাই চেইনের জন্য অংশীদারিত্ব জোরদারে বিজিএমইএ এবং ব্র্যান্ড ফোরামের বৈঠক
রোহিঙ্গা সংকট সমাধানে নতুন সম্মেলন আয়োজনের প্রস্তাব এপিএইচআরের
ছাত্রজনতার অভ্যুত্থানকালে হামলার ঘটনায় রাজশাহীতে ৯টি মামলার চার্জশিট দিয়েছে পুলিশ 
জাতির সেবায় সদা প্রস্তুত ৬০ লাখ আনসার-ভিডিপি : কুমিল্লায় মহাপরিচালক
ক্ষমতার লোভে আওয়ামী লীগ একের পর এক ভুয়া ভোট করেছিল : ড. মঈন খান
সাদা পাথর এলাকায় মঙ্গলবার পর্যন্ত ১৭ লাখ ঘনফুট পাথর প্রতিস্থাপন
সিরাজগঞ্জ ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু
মুন্সীগঞ্জে জেলা প্রশাসক গোল্ড কাপ টুর্নামেন্টে মিরকাদিম চ্যাম্পিয়ন
১০