নরসিংদীর ১৫ ব্যক্তি পেলেন শিল্পকলা একাডেমি গুণীজন সম্মাননা

বাসস
প্রকাশ: ১২ জুলাই ২০২৫, ১৩:৪৩
নরসিংদী জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে শুক্রবার সন্ধ্যায় বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মাননা প্রদান করা হয়। ছবি : বাসস

নরসিংদী, ১২ জুলাই, ২০২৫ (বাসস): জেলা শিল্পকলা একাডেমি  জেলা পর্যায়ে বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ প্রতিবছর পাঁচজন ব্যক্তিকে সম্মাননা প্রদান করে।

এরই অংশ হিসেবে ২০২২, ২০২৩ ও ২০২৪ এই তিন বছরে মোট ১৫ জন ব্যক্তিকে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা পদকে ভূষিত করেছে।

জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে গতকাল শুক্রবার সন্ধ্যায় শিল্পকলা একাডেমির হলরুমে আনুষ্ঠানিকভাবে এই সম্মাননা প্রদান করা হয়।

জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু তাহের মোহাম্মদ শামসুজ্জামানের সভাপতিত্বে জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুণীজনদের মাঝে মেডেল, সনদপত্র ও নগদ অর্থ তুলে দেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি তোফাজ্জল হোসেন মাস্টার,  শিবপুর উপজেলা বিএনপি'র সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা আবুল হারিচ রিকাবদার (কালা মিয়া), নরসিংদী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আলী ও জেলা কালচারাল কর্মকর্তা রুনা লায়লা।

জেলা শিল্পকলা একাডেমি গুণীজন সম্মাননা প্রাপ্ত ব্যক্তিরা  হলেন, ২০২২ সালে সংগীতে দুলাল সাহা, আঞ্চলিক সৃজনশীল সাংস্কৃতিক গবেষণায় ইমদাদুল ইসলাম খোকন, লোকসংস্কৃতিতে মো. ফজল মিয়া, যাত্রাশিল্পে মো. মোস্তফা ভূইয়া এবং নাট্যকলায় মোহাম্মদ আলী আকন্দ। ২০২৩ সালে সংগীতে কাজল গোস্বামী, নাট্যকলায় আনিসুর রহমান শিপলু, আঞ্চলিক সৃজনশীল সাংস্কৃতিক গবেষণায় মো. নুরুল ইসলাম নুরচান, যাত্রা শিল্পে মো. হাসান এবং লোক সংস্কৃতিতে মো. ইসমাইল সরকার।  ২০২৪ সালে সংগীতে লিটন চন্দ্র শর্মা চারুকলায় মোহাম্মদ মেহেদী হাসান, যাত্রাশিল্পে শিউলি বেগম, লোকসংস্কৃতিতে ঝর্না রানী বর্মন এবং ফটোগ্রাফিতে মোহাম্মদ শরীফ ইকবাল রাসেল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মানিকগঞ্জে ‘শিক্ষার গুণগত মানোন্নয়ন’ বিষয়ক আলোচনা সভা
শুল্ক পরিবর্তনের ফলে বিদেশে উৎপাদন বন্ধের নির্দেশ মার্কিন কোম্পানির
চানখারপুলে মানবতাবিরোধী অপরাধের মামলায় তৃতীয় দিনের সাক্ষ্য গ্রহণ শেষ
ভূমি অটোমেটেড সিস্টেম চালু হলে জনভোগান্তি কমবে: উপদেষ্টা আলী ইমাম মজুমদার 
ইউক্রেন ইস্যুতে অনলাইন শীর্ষ সম্মেলন করবেন ইউরোপীয় নেতারা
প্রধান উপদেষ্টার সঙ্গে সানওয়ে গ্রুপের চেয়ারম্যানের সাক্ষাৎ
বকশীগঞ্জের সাবেক মেয়র নজরুল ইসলাম উত্তরা থেকে গ্রেফতার
বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকীতে দেশব্যাপী দোয়া শুক্রবার
ভোলাগঞ্জে অবৈধ পাথর উত্তোলনের ঘটনায় দুদকের অভিযান
‘জিন্দা লাশ হয়ে বেঁচে আছি, ছেলে হত্যার বিচার চাই’ : ট্রাইব্যুনালে সাক্ষ্য
১০