ঝিনাইদহে বিএনপি’র সদস্য নবায়ন ও সদস্য সংগ্রহ শুরু

বাসস
প্রকাশ: ১২ জুলাই ২০২৫, ১৪:৩৬
ঝিনাইদহে বিএনপি’র সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিত। ছবি: বাসস

ঝিনাইদহ, ১২ জুলাই, ২০২৫ (বাসস) : ঝিনাইদহে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কর্মসূচি শুরু হয়েছে। 

আগামী এক মাসব্যাপী জেলার সকল উপজেলা, থানা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে এ কর্মসূচি চলবে।

আজ শনিবার বেলা ১১টায় জেলা শহরের একটি কমিউনিটি সেন্টারে কর্মসূচির উদ্বোধন করেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ সভাপতি শেখ আব্দুল হালিম খোকন।

জেলা বিএনপির সভাপতি এ্যাড. এমএ মজিদ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা'র সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগীয়) বাবু জয়ন্ত কুমার কুন্ডু।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আমিরুজ্জামান খান শিমুল, জাতীয় নির্বাহী কমিটির সদস্য মীর রবিউল ইসলাম লাবলু, সেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ, বিএনপির নির্বাহী কমিটির সদস্য মো. আবু সাঈদ, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ সভাপতি তারেকুজ্জামান তারেক।

সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কর্মসূচিতে জেলার বিভিন্ন উপজেলা, পৌরসভা ও থানার নেতাকর্মীরা অংশ নেন। এসময় দলীয় সদস্য নবায়ন ফরম বিতরণ করেন নেতাকর্মীরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নারায়ণগঞ্জে ট্রাক চাপায় একব্যক্তি নিহত 
দীর্ঘদিন পর মানুষ এখন স্বাধীনভাবে কথা বলতে পারছে: আব্দুল হালিম
টেকসই সাপ্লাই চেইনের জন্য অংশীদারিত্ব জোরদারে বিজিএমইএ এবং ব্র্যান্ড ফোরামের বৈঠক
রোহিঙ্গা সংকট সমাধানে নতুন সম্মেলন আয়োজনের প্রস্তাব এপিএইচআরের
ছাত্রজনতার অভ্যুত্থানকালে হামলার ঘটনায় রাজশাহীতে ৯টি মামলার চার্জশিট দিয়েছে পুলিশ 
জাতির সেবায় সদা প্রস্তুত ৬০ লাখ আনসার-ভিডিপি : কুমিল্লায় মহাপরিচালক
ক্ষমতার লোভে আওয়ামী লীগ একের পর এক ভুয়া ভোট করেছিল : ড. মঈন খান
সাদা পাথর এলাকায় মঙ্গলবার পর্যন্ত ১৭ লাখ ঘনফুট পাথর প্রতিস্থাপন
সিরাজগঞ্জ ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু
মুন্সীগঞ্জে জেলা প্রশাসক গোল্ড কাপ টুর্নামেন্টে মিরকাদিম চ্যাম্পিয়ন
১০