খাগড়াছড়িতে বাস ও মোটরসাইকেল সংঘর্ষে এক নারী নিহত

বাসস
প্রকাশ: ১২ জুলাই ২০২৫, ১৪:৪৮

খাগড়াছড়ি, ১২ জুলাই, ২০২৫ (বাসস) : জেলার মাটিরাঙ্গায় বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দিবালা ত্রিপুরা (৪৫) নামে এক নারী নিহত ও অপর ১ জন আহত হয়েছেন।

নিহত নারী গুইমারা উপজেলার  আটবাড়ি এলাকার ধন চন্দ্র ত্রিপুরার স্ত্রী। 

আজ শনিবার সকাল সাড়ে ৯টার দিকে মাটিরাঙ্গা জোনের আওতাধীন সেলাই প্রশিক্ষণ কেন্দ্রের সামনের সড়কে এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৯টার দিকে খাগড়াছড়ি থেকে চট্টগ্রাম গামী শান্তি পরিবহনের একটি বাস মাটিরাঙ্গা সেলাই প্রশিক্ষণ কেন্দ্রের সামনের সড়কে পৌঁছলে মাটিরাঙ্গা গামী একটি মটরসাইকেলের সঙ্গে মুখমুখী সংঘর্ষে হলে  আরোহী দিবালা ত্রিপুরা(৪৫) ঘটনাস্থলেই নিহত হয়। এ ঘটনায় মোটরসাইকেল চালক গুরুতর আহত হয়। 

পরে তাদেরকে স্থানীয়রা মাটিরাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক  দিবালা ত্রিপুরা কে মৃত ঘোষণা করেন। চালক কে চিকিৎসা প্রদান করা হয়।

এদিকে তাৎক্ষণিক ভাবে মাটিরাঙ্গা সেনা জোন কর্তৃক শান্তি পরিবহনের বাস ও মোটরসাইকেল কে আটক করে মাটিরাঙ্গা থানা পুলিশের নিকট হস্তান্তর করে। এ ঘটনায় বাসের চালক পলাতক রয়েছে।

মাটিরাঙ্গা থানার এসআই মো. রফিকুল ইসলাম বলেন, দুর্ঘটনা কবলিত শান্তি পরিবহনের বাস ও মোটরসাইকেল টি  আটক করা হয়েছে। এ ব্যাপারে  মাটিরাঙ্গা  থানায় ১ টি মামলা হয়েছে ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
প্রতিটি হাসপাতালের জন্য জরুরি বিভাগ অত্যন্ত গুরুত্বপূর্ণ : স্বাস্থ্য সচিব
বিএনপির প্রতিটি নেতা-কর্মীই মজলুম : সাবেক উপমন্ত্রী দুলু
২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি ৮.৮৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে
টেলিকম নীতিমালাকে সমৃদ্ধ করতে যৌক্তিক পরামর্শ বিবেচনা করা হবে : ফয়েজ আহমদ তৈয়্যব
গাজীপুরে ‘দৃষ্টিনন্দন কালীগঞ্জ’ ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফি প্রতিযোগিতা অনুষ্ঠিত
রাজধানীর চকবাজার ও খুলনার দৌলতপুরে হত্যাকাণ্ডের প্রতিবাদে রাবি ছাত্রদলের বিক্ষোভ
গাজায় জ্বালানি ঘাটতি ‘সংকটজনক’ : জাতিসংঘের সতর্কবার্তা
সেন্টমার্টিন রক্ষায় বিকল্প জীবিকা ও টেকসই পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে : পরিবেশ উপদেষ্টা
এটা ‘শতাব্দীর দুর্যোগ’ : টেক্সাসে ভয়াবহ বন্যা দেখে ট্রাম্প
মার্কিন পররাষ্ট্র দপ্তরে ব্যাপক ছাঁটাই শুরু
১০