খাগড়াছড়িতে বাস ও মোটরসাইকেল সংঘর্ষে এক নারী নিহত

বাসস
প্রকাশ: ১২ জুলাই ২০২৫, ১৪:৪৮

খাগড়াছড়ি, ১২ জুলাই, ২০২৫ (বাসস) : জেলার মাটিরাঙ্গায় বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দিবালা ত্রিপুরা (৪৫) নামে এক নারী নিহত ও অপর ১ জন আহত হয়েছেন।

নিহত নারী গুইমারা উপজেলার  আটবাড়ি এলাকার ধন চন্দ্র ত্রিপুরার স্ত্রী। 

আজ শনিবার সকাল সাড়ে ৯টার দিকে মাটিরাঙ্গা জোনের আওতাধীন সেলাই প্রশিক্ষণ কেন্দ্রের সামনের সড়কে এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৯টার দিকে খাগড়াছড়ি থেকে চট্টগ্রাম গামী শান্তি পরিবহনের একটি বাস মাটিরাঙ্গা সেলাই প্রশিক্ষণ কেন্দ্রের সামনের সড়কে পৌঁছলে মাটিরাঙ্গা গামী একটি মটরসাইকেলের সঙ্গে মুখমুখী সংঘর্ষে হলে  আরোহী দিবালা ত্রিপুরা(৪৫) ঘটনাস্থলেই নিহত হয়। এ ঘটনায় মোটরসাইকেল চালক গুরুতর আহত হয়। 

পরে তাদেরকে স্থানীয়রা মাটিরাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক  দিবালা ত্রিপুরা কে মৃত ঘোষণা করেন। চালক কে চিকিৎসা প্রদান করা হয়।

এদিকে তাৎক্ষণিক ভাবে মাটিরাঙ্গা সেনা জোন কর্তৃক শান্তি পরিবহনের বাস ও মোটরসাইকেল কে আটক করে মাটিরাঙ্গা থানা পুলিশের নিকট হস্তান্তর করে। এ ঘটনায় বাসের চালক পলাতক রয়েছে।

মাটিরাঙ্গা থানার এসআই মো. রফিকুল ইসলাম বলেন, দুর্ঘটনা কবলিত শান্তি পরিবহনের বাস ও মোটরসাইকেল টি  আটক করা হয়েছে। এ ব্যাপারে  মাটিরাঙ্গা  থানায় ১ টি মামলা হয়েছে ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
টেকসই সাপ্লাই চেইনের জন্য অংশীদারিত্ব জোরদারে বিজিএমইএ এবং ব্র্যান্ড ফোরামের বৈঠক
রোহিঙ্গা সংকট সমাধানে নতুন সম্মেলন আয়োজনের প্রস্তাব এপিএইচআরের
ছাত্রজনতার অভ্যুত্থানকালে হামলার ঘটনায় রাজশাহীতে ৯টি মামলার চার্জশিট দিয়েছে পুলিশ 
জাতির সেবায় সদা প্রস্তুত ৬০ লাখ আনসার-ভিডিপি : কুমিল্লায় মহাপরিচালক
ক্ষমতার লোভে আওয়ামী লীগ একের পর এক ভুয়া ভোট করেছিল : ড. মঈন খান
সাদা পাথর এলাকায় মঙ্গলবার পর্যন্ত ১৭ লাখ ঘনফুট পাথর প্রতিস্থাপন
সিরাজগঞ্জ ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু
মুন্সীগঞ্জে জেলা প্রশাসক গোল্ড কাপ টুর্নামেন্টে মিরকাদিম চ্যাম্পিয়ন
অনলাইনে প্রতারণা রুখতে মেটাকে পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেবে সিঙ্গাপুর
সুনামগঞ্জে ‘জুলাই’ শহীদের স্মরণে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
১০