ঝিনাইদহে বিদেশি পিস্তলসহ হত্যা মামলার আসামি গ্রেফতার

বাসস
প্রকাশ: ১২ জুলাই ২০২৫, ১৫:৩৪
ঝিনাইদহ জেলার কালীগঞ্জে অভিযান চালিয়ে বিদেশি অস্ত্রসহ বাবলুর রহমান ওরফে ঘেনাকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। ছবি: বাসস

ঝিনাইদহ, ১২ জুলাই, ২০২৫ (বাসস) : জেলার কালীগঞ্জে অভিযান চালিয়ে বিদেশি অস্ত্রসহ বাবলুর রহমান ওরফে ঘেনাকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। 

গ্রেফতারকৃত বাবলুর রহমান গত ১ জুন কালীগঞ্জ উপজেলার জামাল ইউনিয়নে বিএনপির কর্মী দুই ভাই ইউনুস আলী ও মহব্বত আলী হত্যা মামলার এজাহারভুক্ত আসামি।

গতকাল শুক্রবার দিবাগত রাত ৮টার দিকে লে. কর্ণেল মাকসুদুল আলম পিএসসির নেতৃত্বে সেনাবাহিনী, র‌্যাব এবং কালীগঞ্জ থানা পুলিশের টিম তাকে গ্রেফতার করে।

বাবলুর রহমান কালীগঞ্জ উপজেলার গোপালপুর গ্রামের মৃত মোসলেম উদ্দিনের ছেলে।

জানা গেছে, অতিতে আওয়ামীলীগের রাজনীতিতে সক্রিয় ছিলেন বাবলুর রহমান ওরফে ঘেনা। ৫ আগষ্টের পর স্থানীয় বিএনপির একটি গ্রুপে সক্রিয় হয়ে ওঠেন তিনি। তার বিরুদ্ধে কালীগঞ্জ থানায়  চাঁদাবাজি ও মারামারি সহ  একাধিক মামলা রয়েছে।

এ ব্যাপারে কালীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, এর আগে তার বিরুদ্ধে ৪টি মামলা রয়েছে। গতকাল রাতে বাবলুর রহমান ওরফে ঘেনা বিদেশী পিস্তল সহ যৌথবাহিনীর হাতে গ্রেফতার হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নারায়ণগঞ্জে ট্রাক চাপায় একব্যক্তি নিহত 
দীর্ঘদিন পর মানুষ এখন স্বাধীনভাবে কথা বলতে পারছে: আব্দুল হালিম
টেকসই সাপ্লাই চেইনের জন্য অংশীদারিত্ব জোরদারে বিজিএমইএ এবং ব্র্যান্ড ফোরামের বৈঠক
রোহিঙ্গা সংকট সমাধানে নতুন সম্মেলন আয়োজনের প্রস্তাব এপিএইচআরের
ছাত্রজনতার অভ্যুত্থানকালে হামলার ঘটনায় রাজশাহীতে ৯টি মামলার চার্জশিট দিয়েছে পুলিশ 
জাতির সেবায় সদা প্রস্তুত ৬০ লাখ আনসার-ভিডিপি : কুমিল্লায় মহাপরিচালক
ক্ষমতার লোভে আওয়ামী লীগ একের পর এক ভুয়া ভোট করেছিল : ড. মঈন খান
সাদা পাথর এলাকায় মঙ্গলবার পর্যন্ত ১৭ লাখ ঘনফুট পাথর প্রতিস্থাপন
সিরাজগঞ্জ ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু
মুন্সীগঞ্জে জেলা প্রশাসক গোল্ড কাপ টুর্নামেন্টে মিরকাদিম চ্যাম্পিয়ন
১০