লক্ষ্মীপুরে ১০ কিলোমিটার জুড়ে খাল পরিস্কার- পরিচ্ছন্নতায় প্রশাসন

বাসস
প্রকাশ: ১২ জুলাই ২০২৫, ১৫:৩৩ আপডেট: : ১২ জুলাই ২০২৫, ১৫:৪৫
শনিবার জলাবদ্ধতা নিরসনে লক্ষ্মীপুরে ১০ কিলোমিটার এলাকা জুড়ে খাল পরিস্কার পরিচন্নতা অভিযান শুরু করেছে সদর উপজেলা প্রশাসন, এসময় খালের ওপর বাধঁ, জাল দিয়ে মাছ শিকার করার ফাঁদ ও কচুরিপানা পরিস্কার করা হয়। ছবি : বাসস

লক্ষ্মীপুর, ১২ জুলাই, ২০২৫ (বাসস) : জেলায় ১০ কিলোমিটার এলাকা জুড়ে খাল পরিস্কার -পরিচ্ছনতায় ও অপসারন শুরু করেছে সদর উপজেলা প্রশাসন।

আজ  সকাল থেকে সদর উপজেলার জকসিন বাজার থেকে শুরু হয় এই অভিযান। চলবে মান্দারী বাজার পর্যন্ত। 

অভিযানের নেতৃত্ব দেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জামশেদ আলম রানা। এসময় খালের ওপর বাধঁ, জাল দিয়ে মাছ শিকার করার ফাঁদ ও কচুরিপানা পরিস্কার করা হয়।

পরিস্কার- পরিচ্ছন্নতায় ও অপসারণ কাজে যোগদেন বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনগুলো। এতে করে শহরের যেসব স্থানে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে, দ্রুত সময়ে নিষ্কাশন করে পানি প্রবাহ স্বাভাবিক হবে বলে আশা করেন স্থানীয়রা।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা  বলেন, ইতিমধ্যে কয়েকদিনের টানা বৃষ্টিতে বিভিন্ন স্থানে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে চরম ভোগান্তিতে পড়েন স্থানীয়রা। তাই মাস জুড়ে বিভিন্ন খালে অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা উচ্ছেদ ও অপসারন কার্যক্রম হাতে নেয়া হয়েছে। তারই ধারাবাহিকতা বিভিন্ন স্বেচ্চাসেবী সংগঠনগুলোকে সঙ্গে নিয়ে জকসিন থেকে মান্দারী পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার খাল অপসারন, পরিস্কার ও পরিচ্ছন্নতা শুরু করা হয়েছে। এটি চলমান থাকবে বলেও জানান তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মীরসরাইয়ে সড়ক দূর্ঘটনায় দুই শিক্ষার্থীর মৃত্যু
ফিলিস্তিন রাষ্ট্রদূতের নৈশভোজে অংশ নিয়েছেন বিএনপির নেতারা
লেবাননের ভেতরে দেয়াল নির্মাণ করেছে ইসরাইল : জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী
কপ৩০ জলবায়ু সম্মেলনের প্রবেশপথ অবরোধ করল আদিবাসী বিক্ষোভকারীরা
আইএমএফ প্রতিনিধি দলের সঙ্গে এনসিপি নেতৃবৃন্দের বৈঠক
শেখ হাসিনা দেশে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছেন : ডা. জাহিদ
সিলেটে হত্যা মামলার আসামি গ্রেফতার
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৫ জন রাজধানীতে গ্রেফতার 
রাঙ্গামাটিতে দুই দিনব্যাপী পার্বত্য চট্টগ্রাম লেখক সম্মেলন
লুক্সেমবার্গের গ্র্যান্ড ডিউকের কাছে পরিচয়পত্র পেশ করলেন বাংলাদেশের রাষ্ট্রদূত
১০