লক্ষ্মীপুর, ১২ জুলাই, ২০২৫ (বাসস) : জেলায় ১০ কিলোমিটার এলাকা জুড়ে খাল পরিস্কার -পরিচ্ছনতায় ও অপসারন শুরু করেছে সদর উপজেলা প্রশাসন।
আজ সকাল থেকে সদর উপজেলার জকসিন বাজার থেকে শুরু হয় এই অভিযান। চলবে মান্দারী বাজার পর্যন্ত।
অভিযানের নেতৃত্ব দেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জামশেদ আলম রানা। এসময় খালের ওপর বাধঁ, জাল দিয়ে মাছ শিকার করার ফাঁদ ও কচুরিপানা পরিস্কার করা হয়।
পরিস্কার- পরিচ্ছন্নতায় ও অপসারণ কাজে যোগদেন বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনগুলো। এতে করে শহরের যেসব স্থানে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে, দ্রুত সময়ে নিষ্কাশন করে পানি প্রবাহ স্বাভাবিক হবে বলে আশা করেন স্থানীয়রা।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, ইতিমধ্যে কয়েকদিনের টানা বৃষ্টিতে বিভিন্ন স্থানে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে চরম ভোগান্তিতে পড়েন স্থানীয়রা। তাই মাস জুড়ে বিভিন্ন খালে অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা উচ্ছেদ ও অপসারন কার্যক্রম হাতে নেয়া হয়েছে। তারই ধারাবাহিকতা বিভিন্ন স্বেচ্চাসেবী সংগঠনগুলোকে সঙ্গে নিয়ে জকসিন থেকে মান্দারী পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার খাল অপসারন, পরিস্কার ও পরিচ্ছন্নতা শুরু করা হয়েছে। এটি চলমান থাকবে বলেও জানান তিনি।