লক্ষ্মীপুরে ১০ কিলোমিটার জুড়ে খাল পরিস্কার- পরিচ্ছন্নতায় প্রশাসন

বাসস
প্রকাশ: ১২ জুলাই ২০২৫, ১৫:৩৩ আপডেট: : ১২ জুলাই ২০২৫, ১৫:৪৫
শনিবার জলাবদ্ধতা নিরসনে লক্ষ্মীপুরে ১০ কিলোমিটার এলাকা জুড়ে খাল পরিস্কার পরিচন্নতা অভিযান শুরু করেছে সদর উপজেলা প্রশাসন, এসময় খালের ওপর বাধঁ, জাল দিয়ে মাছ শিকার করার ফাঁদ ও কচুরিপানা পরিস্কার করা হয়। ছবি : বাসস

লক্ষ্মীপুর, ১২ জুলাই, ২০২৫ (বাসস) : জেলায় ১০ কিলোমিটার এলাকা জুড়ে খাল পরিস্কার -পরিচ্ছনতায় ও অপসারন শুরু করেছে সদর উপজেলা প্রশাসন।

আজ  সকাল থেকে সদর উপজেলার জকসিন বাজার থেকে শুরু হয় এই অভিযান। চলবে মান্দারী বাজার পর্যন্ত। 

অভিযানের নেতৃত্ব দেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জামশেদ আলম রানা। এসময় খালের ওপর বাধঁ, জাল দিয়ে মাছ শিকার করার ফাঁদ ও কচুরিপানা পরিস্কার করা হয়।

পরিস্কার- পরিচ্ছন্নতায় ও অপসারণ কাজে যোগদেন বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনগুলো। এতে করে শহরের যেসব স্থানে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে, দ্রুত সময়ে নিষ্কাশন করে পানি প্রবাহ স্বাভাবিক হবে বলে আশা করেন স্থানীয়রা।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা  বলেন, ইতিমধ্যে কয়েকদিনের টানা বৃষ্টিতে বিভিন্ন স্থানে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে চরম ভোগান্তিতে পড়েন স্থানীয়রা। তাই মাস জুড়ে বিভিন্ন খালে অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা উচ্ছেদ ও অপসারন কার্যক্রম হাতে নেয়া হয়েছে। তারই ধারাবাহিকতা বিভিন্ন স্বেচ্চাসেবী সংগঠনগুলোকে সঙ্গে নিয়ে জকসিন থেকে মান্দারী পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার খাল অপসারন, পরিস্কার ও পরিচ্ছন্নতা শুরু করা হয়েছে। এটি চলমান থাকবে বলেও জানান তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
খুলনায় জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারের সঙ্গে জামায়াতের মতবিনিময়
বেসবল কোচেস এবং আম্পায়ারস ক্লিনিক শুরু
প্রতিটি হাসপাতালের জন্য জরুরি বিভাগ অত্যন্ত গুরুত্বপূর্ণ : স্বাস্থ্য সচিব
বিএনপির প্রতিটি নেতা-কর্মীই মজলুম : সাবেক উপমন্ত্রী দুলু
২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি ৮.৮৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে
টেলিকম নীতিমালাকে সমৃদ্ধ করতে যৌক্তিক পরামর্শ বিবেচনা করা হবে : ফয়েজ আহমদ তৈয়্যব
গাজীপুরে ‘দৃষ্টিনন্দন কালীগঞ্জ’ ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফি প্রতিযোগিতা অনুষ্ঠিত
রাজধানীর চকবাজার ও খুলনার দৌলতপুরে হত্যাকাণ্ডের প্রতিবাদে রাবি ছাত্রদলের বিক্ষোভ
গাজায় জ্বালানি ঘাটতি ‘সংকটজনক’ : জাতিসংঘের সতর্কবার্তা
সেন্টমার্টিন রক্ষায় বিকল্প জীবিকা ও টেকসই পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে : পরিবেশ উপদেষ্টা
১০