লক্ষ্মীপুরে ১০ কিলোমিটার জুড়ে খাল পরিস্কার- পরিচ্ছন্নতায় প্রশাসন

বাসস
প্রকাশ: ১২ জুলাই ২০২৫, ১৫:৩৩ আপডেট: : ১২ জুলাই ২০২৫, ১৫:৪৫
শনিবার জলাবদ্ধতা নিরসনে লক্ষ্মীপুরে ১০ কিলোমিটার এলাকা জুড়ে খাল পরিস্কার পরিচন্নতা অভিযান শুরু করেছে সদর উপজেলা প্রশাসন, এসময় খালের ওপর বাধঁ, জাল দিয়ে মাছ শিকার করার ফাঁদ ও কচুরিপানা পরিস্কার করা হয়। ছবি : বাসস

লক্ষ্মীপুর, ১২ জুলাই, ২০২৫ (বাসস) : জেলায় ১০ কিলোমিটার এলাকা জুড়ে খাল পরিস্কার -পরিচ্ছনতায় ও অপসারন শুরু করেছে সদর উপজেলা প্রশাসন।

আজ  সকাল থেকে সদর উপজেলার জকসিন বাজার থেকে শুরু হয় এই অভিযান। চলবে মান্দারী বাজার পর্যন্ত। 

অভিযানের নেতৃত্ব দেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জামশেদ আলম রানা। এসময় খালের ওপর বাধঁ, জাল দিয়ে মাছ শিকার করার ফাঁদ ও কচুরিপানা পরিস্কার করা হয়।

পরিস্কার- পরিচ্ছন্নতায় ও অপসারণ কাজে যোগদেন বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনগুলো। এতে করে শহরের যেসব স্থানে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে, দ্রুত সময়ে নিষ্কাশন করে পানি প্রবাহ স্বাভাবিক হবে বলে আশা করেন স্থানীয়রা।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা  বলেন, ইতিমধ্যে কয়েকদিনের টানা বৃষ্টিতে বিভিন্ন স্থানে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে চরম ভোগান্তিতে পড়েন স্থানীয়রা। তাই মাস জুড়ে বিভিন্ন খালে অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা উচ্ছেদ ও অপসারন কার্যক্রম হাতে নেয়া হয়েছে। তারই ধারাবাহিকতা বিভিন্ন স্বেচ্চাসেবী সংগঠনগুলোকে সঙ্গে নিয়ে জকসিন থেকে মান্দারী পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার খাল অপসারন, পরিস্কার ও পরিচ্ছন্নতা শুরু করা হয়েছে। এটি চলমান থাকবে বলেও জানান তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নারায়ণগঞ্জে ট্রাক চাপায় একব্যক্তি নিহত 
দীর্ঘদিন পর মানুষ এখন স্বাধীনভাবে কথা বলতে পারছে: আব্দুল হালিম
টেকসই সাপ্লাই চেইনের জন্য অংশীদারিত্ব জোরদারে বিজিএমইএ এবং ব্র্যান্ড ফোরামের বৈঠক
রোহিঙ্গা সংকট সমাধানে নতুন সম্মেলন আয়োজনের প্রস্তাব এপিএইচআরের
ছাত্রজনতার অভ্যুত্থানকালে হামলার ঘটনায় রাজশাহীতে ৯টি মামলার চার্জশিট দিয়েছে পুলিশ 
জাতির সেবায় সদা প্রস্তুত ৬০ লাখ আনসার-ভিডিপি : কুমিল্লায় মহাপরিচালক
ক্ষমতার লোভে আওয়ামী লীগ একের পর এক ভুয়া ভোট করেছিল : ড. মঈন খান
সাদা পাথর এলাকায় মঙ্গলবার পর্যন্ত ১৭ লাখ ঘনফুট পাথর প্রতিস্থাপন
সিরাজগঞ্জ ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু
মুন্সীগঞ্জে জেলা প্রশাসক গোল্ড কাপ টুর্নামেন্টে মিরকাদিম চ্যাম্পিয়ন
১০