বগুড়ায় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে  কিশোর নিহত

বাসস
প্রকাশ: ১২ জুলাই ২০২৫, ১৫:৫৬

বগুড়া, ১২ জুলাই, ২০২৫ (বাসস) : জেলার ধুনট উপজেলার উল্লাপাড়া খন্দকারপাড়া এলাকায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আজিজুল হাকিম (১৭) নামে এক কিশোর নিহত হয়েছেন। 

গতকাল শুক্রবার রাতে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত হয়েছে মোটরসাইকেলের আরও দুই আরোহী।

নিহত আজিজুল হাকিম শেরপুর উপজেলার মহিপুর এলাকার সোলাইমান আলীর ছেলে। আহতরা হলেন একই এলাকার আবু বক্কার (১৭) ও নয়ন মিয়া (১৮)। তারা বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। 

শনিবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন ধুনট থানার ওসি সাইদুল আলম।

তিনি জানান, ধুনট থেকে বেপরোয়া গতিতে মোটরসাইকেলে করে তিন বন্ধু শেরপুরের দিকে যাচ্ছিল। এসময় বিপরীতমুখী একটি মালবাহী ট্রাকের সঙ্গে তাদের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং তিন আরোহী গুরুতর আহত হন।

তিনি আরও জানান, দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে আজিজুল হাকিম মারা যায়। আইনি প্রক্রিয়া শেষে মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
খুলনায় জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারের সঙ্গে জামায়াতের মতবিনিময়
বেসবল কোচেস এবং আম্পায়ারস ক্লিনিক শুরু
প্রতিটি হাসপাতালের জন্য জরুরি বিভাগ অত্যন্ত গুরুত্বপূর্ণ : স্বাস্থ্য সচিব
বিএনপির প্রতিটি নেতা-কর্মীই মজলুম : সাবেক উপমন্ত্রী দুলু
২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি ৮.৮৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে
টেলিকম নীতিমালাকে সমৃদ্ধ করতে যৌক্তিক পরামর্শ বিবেচনা করা হবে : ফয়েজ আহমদ তৈয়্যব
গাজীপুরে ‘দৃষ্টিনন্দন কালীগঞ্জ’ ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফি প্রতিযোগিতা অনুষ্ঠিত
রাজধানীর চকবাজার ও খুলনার দৌলতপুরে হত্যাকাণ্ডের প্রতিবাদে রাবি ছাত্রদলের বিক্ষোভ
গাজায় জ্বালানি ঘাটতি ‘সংকটজনক’ : জাতিসংঘের সতর্কবার্তা
সেন্টমার্টিন রক্ষায় বিকল্প জীবিকা ও টেকসই পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে : পরিবেশ উপদেষ্টা
১০