বগুড়ায় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে  কিশোর নিহত

বাসস
প্রকাশ: ১২ জুলাই ২০২৫, ১৫:৫৬

বগুড়া, ১২ জুলাই, ২০২৫ (বাসস) : জেলার ধুনট উপজেলার উল্লাপাড়া খন্দকারপাড়া এলাকায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আজিজুল হাকিম (১৭) নামে এক কিশোর নিহত হয়েছেন। 

গতকাল শুক্রবার রাতে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত হয়েছে মোটরসাইকেলের আরও দুই আরোহী।

নিহত আজিজুল হাকিম শেরপুর উপজেলার মহিপুর এলাকার সোলাইমান আলীর ছেলে। আহতরা হলেন একই এলাকার আবু বক্কার (১৭) ও নয়ন মিয়া (১৮)। তারা বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। 

শনিবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন ধুনট থানার ওসি সাইদুল আলম।

তিনি জানান, ধুনট থেকে বেপরোয়া গতিতে মোটরসাইকেলে করে তিন বন্ধু শেরপুরের দিকে যাচ্ছিল। এসময় বিপরীতমুখী একটি মালবাহী ট্রাকের সঙ্গে তাদের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং তিন আরোহী গুরুতর আহত হন।

তিনি আরও জানান, দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে আজিজুল হাকিম মারা যায়। আইনি প্রক্রিয়া শেষে মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
টেকসই সাপ্লাই চেইনের জন্য অংশীদারিত্ব জোরদারে বিজিএমইএ এবং ব্র্যান্ড ফোরামের বৈঠক
রোহিঙ্গা সংকট সমাধানে নতুন সম্মেলন আয়োজনের প্রস্তাব এপিএইচআরের
ছাত্রজনতার অভ্যুত্থানকালে হামলার ঘটনায় রাজশাহীতে ৯টি মামলার চার্জশিট দিয়েছে পুলিশ 
জাতির সেবায় সদা প্রস্তুত ৬০ লাখ আনসার-ভিডিপি : কুমিল্লায় মহাপরিচালক
ক্ষমতার লোভে আওয়ামী লীগ একের পর এক ভুয়া ভোট করেছিল : ড. মঈন খান
সাদা পাথর এলাকায় মঙ্গলবার পর্যন্ত ১৭ লাখ ঘনফুট পাথর প্রতিস্থাপন
সিরাজগঞ্জ ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু
মুন্সীগঞ্জে জেলা প্রশাসক গোল্ড কাপ টুর্নামেন্টে মিরকাদিম চ্যাম্পিয়ন
অনলাইনে প্রতারণা রুখতে মেটাকে পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেবে সিঙ্গাপুর
সুনামগঞ্জে ‘জুলাই’ শহীদের স্মরণে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
১০