খুলনা বিভাগীয় সাংবাদিক ফোরাম ঢাকার ফল উৎসব অনুষ্ঠিত

বাসস
প্রকাশ: ১২ জুলাই ২০২৫, ১৬:৫৯
খুলনা বিভাগীয় সাংবাদিক ফোরাম ঢাকার ফল উৎসব । ছবি : বাসস

ঢাকা, ১২ জুলাই, ২০২৫ (বাসস) : খুলনা বিভাগীয় সাংবাদিক ফোরাম ঢাকার ফল উৎসব ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার সকালে রাজধানীর ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরাম (সিএমজেএফ) মিলানায়তনে দেশীয় ফলের প্রচার ও স্বাস্থ্য সচেতনতা বাড়ানোর বার্তা নিয়ে এ ফল উৎসব অনুষ্ঠিত হয়।
 
ফোরামের সভাপতি তৌহিদুল ইসলাম মিন্টুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক কালের কণ্ঠের সম্পাদক কবি হাসান হাফিজ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক তথ্য প্রতিমন্ত্রী সৈয়দ দিদার বখত, বিশিষ্ট সাংবাদিক আমিরুল ইসলাম কাগজী, ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাবেক সভাপতি মুরসালিন নোমানী, ডিআরইউর সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল, সিএমজেএফের সভাপতি গোলাম সামদানী, ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. কামরুল আলম, খুলনা বিভাগ উন্নয়ন পরিষদের সভাপতি ডা. সাইফুল আলম, যুগ্ম সম্পাদক তানভীর আহমেদ। অনুষ্ঠান পরিচালনা করেন ফোরামের সাধারণ সম্পাদক নাসির আহমেদ রাসেল।

প্রধান অতিথির বক্তব্যে জাতীয় প্রেসক্লাবের সভাপতি হাসান হাফিজ বলেন, খুলনা আমাদের দেশের ঐতিহ্যের অংশ। সুন্দরবনের মতো আন্তর্জাতিক প্রাকৃতিক সম্পদ এই অঞ্চলে অবস্থিত। খুলনা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি বলেন, আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

সাবেক তথ্য প্রতিমন্ত্রী দিদার বখত বলেন, সাংবাদিকদের কলমের শক্তিকে কাজে লাগাতে পারলে দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হতে পারে। তিনি বলেন, ফল সংরক্ষণ ও রপ্তানির মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়ন সম্ভব। তিনি আরো বলেন, খুলনা বিভাগ এক বিশাল সম্ভাবনার ঝুঁড়ি, তাকে কাজে লাগাতে হবে।

ফোরামের সভাপতি তৌহিদুল ইসলাম মিন্টু বলেন, মৌসুমি ফল হচ্ছে প্রকৃতির এক অনন্য উপহার। এক ধরনের প্রাকৃতিক প্রতিষেধক টিকার মতোই এর কাজ। আমাদের শরীরকে রোগ প্রতিরোধে সহায়তা করে এসব দেশীয় ফল। ঠিক এই ভাবনাকে কেন্দ্র করেই আজকের এই ফল উৎসবের আয়োজন। 

ফল উৎসবে আম, আনারস, আমড়া, কলা, লটকন, ড্রাগন, কাঁঠালসহ বিভিন্ন দেশীয় ও মৌসুমি ফল পরিবেশন করা হয়।  

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আমরা রাজনীতি করব নতুন প্রজন্মকে একটি সুন্দর স্থিতিশীল ভবিষ্যৎ দেওয়ার জন্য : আজম খান
সত্য প্রকাশ করলে ক্ষমা পাবেন ‘রাজসাক্ষী’ চৌধুরী মামুন
শিল্পকলায় জুলাই পুনর্জাগরণ উপলক্ষ্যে ‘ড্রোন শো ও সাংস্কৃতিক অনুষ্ঠান’ ১৪ জুলাই
চাঁদপুরে খতিব হত্যাচেষ্টায় অভিযুক্ত আসামিকে জেলে প্রেরণ
প্রকৃত অপরাধীদের বের করে শান্তির ব্যবস্থা করুন : মির্জা ফখরুল 
দেশে ষড়যন্ত্র শেষ হয়নি, ষড়যন্ত্র আরও শুরু হয়েছে : তারেক রহমান
আমিষ ও প্রোটিন নিশ্চিত করা হলে কমবে চিকিৎসার প্রয়োজনীয়তা : মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা
এক মৌসুম পর ফিওরেন্টিনায় ফিরলেন কোচ পিওলি
২০৩০ বিশ্বকাপ ভেন্যুর তালিকা থেকে মালাগার নাম প্রত্যাহার
খুলনায় জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারের সঙ্গে জামায়াতের মতবিনিময়
১০