ঝিনাইদহের শৈলকূপায় সাপের কামড়ে কলেজ ছাত্রের মৃত্যু

বাসস
প্রকাশ: ১২ জুলাই ২০২৫, ১৭:১৮

ঝিনাইদহ, ১২ জুলাই, ২০২৫ (বাসস) : জেলার শৈলকূপায় সাপের কামড়ে অপু বিশ্বাস (১৯) নামে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে।  

শুক্রবার দিবাগত রাতে ঘুমিয়ে থাকা অবস্থায় তাকে সাপে কামড় দেয়।  পরে শনিবার ভোরে মারা যায়  কলেজছাত্র।

গতকাল শুক্রবার গভীর রাতে উপজেলার ব্রহ্মপুর গ্রামে এ ঘটনা ঘটে।  

মৃত কলেজছাত্র সারুটিয়া ইউনিয়নের ব্রহ্মপুর গ্রামের সেকেন্দার জোয়ার্দ্দারের ছেলে। 

শৈলকূপা থানার ওসি মাসুম খান এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, শৈলকুপা সিটি কলেজ থেকে এবার এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল অপু বিশ্বাস। গতকাল রাতে ঘুমিয়ে থাকা অবস্থায় অপু বিশ্বাসের হাতে সাপে কামড় দেয় । পরে সে তার বাবাকে হাতে জ্বালা-যন্ত্রণা হচ্ছে বলে জানায়। পরিবারের লোকজন তাকে ওঝার কাছে নিয়ে ঝাঁড়ফুক করে। এক পর্যায়ে শারীরিক অবস্থার অবণতি হলে তাকে শৈলকূপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। 

শৈলকূপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. আব্দুল্লাহ আল মামুন বলেন, আজ ভোরে এইচএসসি পরীক্ষার্থী অপুকে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। রোগীর শারীরিক লক্ষণ দেখে আমরা নিশ্চিত হই, তাকে সাপে কামড় দিয়েছে। 

পরে তার পরিবারের লোকজন চিকিৎসা না নিয়ে জোরপূর্বক পুনরায় ওঝার কাছে নিয়ে যায়।  সেখানে অবস্থার অবনতি হলে আবার তাকে হাসপাতালে নিয়ে আসলে অপুকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। শুনেছি, সেখানে তার মৃত্যু হয়েছে।


 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রাজধানীর কালশীতে আগুন
জাতীয় সংসদ নির্বাচনে ৩১ দফা বাস্তবায়নে মোংলায় বিএনপির সমাবেশ
তারেক রহমান শিগগিরই দেশে ফিরে বিএনপির নেতৃত্ব দেবেন : ড. এনামুল হক চৌধুরী
৮ম ড্যাফোডিল ক্যাপ্টেন’স কাপ গলফ্ টুর্নামেন্ট-২০২৫ অনুষ্ঠিত
রাজধানীতে বিভিন্ন অপরাধে জড়িত ২৭ জন গ্রেফতার
রাঙ্গুনিয়ায় একই পুুকুরে ডুবে তিন শিশুর মর্মান্তিক মৃত্যু
ঐতিহ্য ও পর্যটনের এক অনন্য মেলবন্ধন প্যাডেল স্টিমার ‘পি এস মাহসুদ’: নৌপরিবহন উপদেষ্টা
শান্তি ও সহযোগিতার বিশ্ব গড়তে জাতিসংঘকে সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে : অধ্যাপক ইউনূস
মিথ্যা আশ্বাস দিয়ে ভোট চাওয়ার রাজনীতি বিএনপি করে না : মির্জা আব্বাস
লিবিয়ায় অভিবাসীরা নির্যাতন ও অপহরণের শিকার হচ্ছেন : আইওএম প্রধান
১০