বিমান চলাচলে ভুয়া বোমা হুমকি: কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি বেবিচক’র  

বাসস
প্রকাশ: ১২ জুলাই ২০২৫, ১৭:৩২

ঢাকা, ১২ জুলাই ২০২৫ (বাসস) : বিমান চলাচলে বিঘ্ন সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

গতকাল হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কাঠমান্ডুগামী বিমানের একটি ফ্লাইটে বোমা থাকার মিথ্যা খবর ছড়িয়ে আতঙ্ক সৃষ্টির ঘটনার পর আজ শনিবার বেবিচক এ সতর্কবার্তা দেয়।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ বাসসকে বলেন, ‘এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে আমরা কঠোর ব্যবস্থা গ্রহণ করেছি। গতকালের ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা ইতোমধ্যে নেয়া হয়েছে এবং ভবিষ্যতেও কঠোরভাবে আইন প্রয়োগ করা হবে।’

তিনি বলেন, যাত্রীদের নিরাপত্তা ও বিমান চলাচলের সুষ্ঠুতা বেবিচক’র সর্বোচ্চ অগ্রাধিকার এবং এ ধরনের ঘটনা কোনোভাবেই সহ্য করা হবে না।

বেসামরিক বিমান চলাচল অধ্যাদেশ অনুযায়ী, ইচ্ছাকৃত বা বেপরোয়াভাবে বিমান চলাচলে হুমকি সৃষ্টিকারী ব্যক্তির বিরুদ্ধে মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড অথবা সর্বোচ্চ পাঁচ কোটি টাকা পর্যন্ত জরিমানাসহ কঠোর শাস্তির বিধান রয়েছে।

শুক্রবার এক অজ্ঞাত ব্যক্তি এয়ার ট্রাফিক কন্ট্রোলকে ফোন করে জানায়, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কাঠমান্ডুগামী বিমানের বিজি-৩৭৩ ফ্লাইটে বোমা রাখা হয়েছে। ফ্লাইটটিতে ১৪২ জন যাত্রী এবং সাতজন ক্রু ছিলেন।

বেবিচক’র নির্দেশ অনুসারে, বিমান বাহিনীর টাস্ক ফোর্স ও এভসেক দ্রুত বিমানটির চারপাশে একটি নিরাপত্তা ব্যবস্থা স্থাপন করে। বিমান বাহিনীর বোমা নিস্ক্রিয়করন দল, এপিবিএন;র ডগ স্কোয়াড এবং র‌্যাবের বোমা নিস্ক্রিয়করন ইউনিট বিমান এবং লাগেজগুলোতে তল্লাশি চালায়।

যাত্রীদের নিরাপদে সরিয়ে লাউঞ্জে রাখা হয় এবং অন্য ফ্লাইট চলাচল স্বাভাবিক থাকে। সন্ধ্যা ৭টা ৫৮ মিনিটে তল্লাশি শেষ হয়। কোনো বিস্ফোরক বা সন্দেহজনক কিছু মেলেনি। রাত ৯টা ২২ মিনিটে বিমানটি কাঠমান্ডুর উদ্দেশ্যে ছেড়ে যায়।

আজ এক সংবাদ সম্মেলনে র‌্যাবের মহাপরিচালক এ কে এম শহীদুর রহমান বলেন, ঘটনার সঙ্গে জড়িত তিনজনকে আটক করা হয়েছে।

তদন্তে জানা গেছে, ভুয়া ফোন করেছিলেন বিমানের এক যাত্রীর মা। তিনি তার ছেলেকে তার পরকীয়া সঙ্গীর সঙ্গে কাঠমান্ডু যেতে বাধা দিতেই এ ধরনের মিথ্যা হুমকি দেন।

র‌্যাব মহাপরিচালক ঘটনাটিকে ‘দুঃখজনক’ বলে উল্লেখ করেন এবং বলেন, এ ধরনের কাজ দেশের ভাবমূর্তি ও জাতীয় বিমান সংস্থার সুনাম ক্ষুণ্ন করে। 

তিনি বলেন, ‘কোনও পরিস্থিতিতেই এই ধরনের প্রচেষ্টা করা উচিত নয় এবং দায়ীদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আমরা রাজনীতি করব নতুন প্রজন্মকে একটি সুন্দর স্থিতিশীল ভবিষ্যৎ দেওয়ার জন্য : আজম খান
সত্য প্রকাশ করলে ক্ষমা পাবেন ‘রাজসাক্ষী’ চৌধুরী মামুন
শিল্পকলায় জুলাই পুনর্জাগরণ উপলক্ষ্যে ‘ড্রোন শো ও সাংস্কৃতিক অনুষ্ঠান’ ১৪ জুলাই
চাঁদপুরে খতিব হত্যাচেষ্টায় অভিযুক্ত আসামিকে জেলে প্রেরণ
প্রকৃত অপরাধীদের বের করে শান্তির ব্যবস্থা করুন : মির্জা ফখরুল 
দেশে ষড়যন্ত্র শেষ হয়নি, ষড়যন্ত্র আরও শুরু হয়েছে : তারেক রহমান
আমিষ ও প্রোটিন নিশ্চিত করা হলে কমবে চিকিৎসার প্রয়োজনীয়তা : মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা
এক মৌসুম পর ফিওরেন্টিনায় ফিরলেন কোচ পিওলি
২০৩০ বিশ্বকাপ ভেন্যুর তালিকা থেকে মালাগার নাম প্রত্যাহার
খুলনায় জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারের সঙ্গে জামায়াতের মতবিনিময়
১০