চট্টগ্রামে পৃথক ধর্ষণ মামলার দুই আসামী গ্রেপ্তার

বাসস
প্রকাশ: ১২ জুলাই ২০২৫, ১৮:০১

চট্টগ্রাম, ১২ জুলাই, ২০২৫ (বাসস) : চট্টগ্রামের চান্দগাঁও ও লোহাগাড়া থানার পৃথক দুটি ধর্ষণ মামলার দুই আসামীকে পৃথক অভিযানে গ্রেপ্তার করেছে র‌্যাব ও পুলিশ।  

শনিবার (১২ জুলাই) লোহাগাড়া থানার ওসি আরিফুর রহমান বলেন, ১০ বছরের এক শিশুকে অপহরণের পর একটি আবাসিক হোটেলে আটকে রেখে ধর্ষণের অভিযোগে মাদ্রাসা শিক্ষক বেলাল উদ্দিনকে গ্রেপ্তার করা হয়। 

আজ শনিবার ভোরে কক্সবাজারের চকরিয়া পৌরসভার একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ওই শিক্ষককে গ্রেপ্তার করে লোহাগাড়া থানার পুলিশ।

গ্রেপ্তারকৃত ওই শিক্ষক কক্সবাজারের পেকুয়া উপজেলার বারবাকিয়া ইউনিয়নের শীলখালী সবুজপাড়া এলাকার বাসিন্দা। লোহাগাড়া উপজেলার একটি মাদ্রাসার শিক্ষক ছিলেন বেলাল। ওই শিশুও একই মাদ্রাসার ছাত্র।

পুলিশ জানায়, শুক্রবার দুপুরে বেলাল উদ্দিন শিশুটিকে মাদ্রাসা থেকে অপহরণ করে চকরিয়া পৌরসভার একটি আবাসিক হোটেলে নিয়ে যান। সেখানে তাকে আটকে রেখে ধর্ষণ করেন। এ ঘটনা কাউকে জানালে হত্যা করা হবে বলেও শিশুটিকে হুমকি দেন ওই শিক্ষক। এ ঘটনায় ওই ছাত্রের বাবা আজ শনিবার দুপুরে লোহাগাড়া থানায় মামলা করেছেন।

ওসি আরিফুর রহমান বলেন, অপহরণের আগেও শিক্ষক বেলাল উদ্দিন শিশুটিকে একাধিকবার ধর্ষণ করেছেন। 

পুলিশ প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পেয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।

এদিকে চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানায় দায়ের হওয়া গণধর্ষণ মামলার এজাহারভুক্ত পলাতক আসামি মো. মোবারক আলী (৩৭) কে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭।

আজ শনিবার (১২ জুলাই) র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফফর হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, শুক্রবার দিবাগত রাতে লোহাগাড়া উপজেলার আমিরাবাদ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মোবারক আলী লোহাগাড়া উপজেলার ঝাঁকুয়াবির পাড়ার বাসিন্দা মো. ইউসুফের ছেলে। 

পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য তাকে চান্দগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নারায়ণগঞ্জে ট্রাক চাপায় একব্যক্তি নিহত 
দীর্ঘদিন পর মানুষ এখন স্বাধীনভাবে কথা বলতে পারছে: আব্দুল হালিম
টেকসই সাপ্লাই চেইনের জন্য অংশীদারিত্ব জোরদারে বিজিএমইএ এবং ব্র্যান্ড ফোরামের বৈঠক
রোহিঙ্গা সংকট সমাধানে নতুন সম্মেলন আয়োজনের প্রস্তাব এপিএইচআরের
ছাত্রজনতার অভ্যুত্থানকালে হামলার ঘটনায় রাজশাহীতে ৯টি মামলার চার্জশিট দিয়েছে পুলিশ 
জাতির সেবায় সদা প্রস্তুত ৬০ লাখ আনসার-ভিডিপি : কুমিল্লায় মহাপরিচালক
ক্ষমতার লোভে আওয়ামী লীগ একের পর এক ভুয়া ভোট করেছিল : ড. মঈন খান
সাদা পাথর এলাকায় মঙ্গলবার পর্যন্ত ১৭ লাখ ঘনফুট পাথর প্রতিস্থাপন
সিরাজগঞ্জ ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু
মুন্সীগঞ্জে জেলা প্রশাসক গোল্ড কাপ টুর্নামেন্টে মিরকাদিম চ্যাম্পিয়ন
১০