চট্টগ্রামে পৃথক ধর্ষণ মামলার দুই আসামী গ্রেপ্তার

বাসস
প্রকাশ: ১২ জুলাই ২০২৫, ১৮:০১

চট্টগ্রাম, ১২ জুলাই, ২০২৫ (বাসস) : চট্টগ্রামের চান্দগাঁও ও লোহাগাড়া থানার পৃথক দুটি ধর্ষণ মামলার দুই আসামীকে পৃথক অভিযানে গ্রেপ্তার করেছে র‌্যাব ও পুলিশ।  

শনিবার (১২ জুলাই) লোহাগাড়া থানার ওসি আরিফুর রহমান বলেন, ১০ বছরের এক শিশুকে অপহরণের পর একটি আবাসিক হোটেলে আটকে রেখে ধর্ষণের অভিযোগে মাদ্রাসা শিক্ষক বেলাল উদ্দিনকে গ্রেপ্তার করা হয়। 

আজ শনিবার ভোরে কক্সবাজারের চকরিয়া পৌরসভার একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ওই শিক্ষককে গ্রেপ্তার করে লোহাগাড়া থানার পুলিশ।

গ্রেপ্তারকৃত ওই শিক্ষক কক্সবাজারের পেকুয়া উপজেলার বারবাকিয়া ইউনিয়নের শীলখালী সবুজপাড়া এলাকার বাসিন্দা। লোহাগাড়া উপজেলার একটি মাদ্রাসার শিক্ষক ছিলেন বেলাল। ওই শিশুও একই মাদ্রাসার ছাত্র।

পুলিশ জানায়, শুক্রবার দুপুরে বেলাল উদ্দিন শিশুটিকে মাদ্রাসা থেকে অপহরণ করে চকরিয়া পৌরসভার একটি আবাসিক হোটেলে নিয়ে যান। সেখানে তাকে আটকে রেখে ধর্ষণ করেন। এ ঘটনা কাউকে জানালে হত্যা করা হবে বলেও শিশুটিকে হুমকি দেন ওই শিক্ষক। এ ঘটনায় ওই ছাত্রের বাবা আজ শনিবার দুপুরে লোহাগাড়া থানায় মামলা করেছেন।

ওসি আরিফুর রহমান বলেন, অপহরণের আগেও শিক্ষক বেলাল উদ্দিন শিশুটিকে একাধিকবার ধর্ষণ করেছেন। 

পুলিশ প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পেয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।

এদিকে চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানায় দায়ের হওয়া গণধর্ষণ মামলার এজাহারভুক্ত পলাতক আসামি মো. মোবারক আলী (৩৭) কে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭।

আজ শনিবার (১২ জুলাই) র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফফর হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, শুক্রবার দিবাগত রাতে লোহাগাড়া উপজেলার আমিরাবাদ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মোবারক আলী লোহাগাড়া উপজেলার ঝাঁকুয়াবির পাড়ার বাসিন্দা মো. ইউসুফের ছেলে। 

পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য তাকে চান্দগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মীরসরাইয়ে সড়ক দূর্ঘটনায় দুই শিক্ষার্থীর মৃত্যু
ফিলিস্তিন রাষ্ট্রদূতের নৈশভোজে অংশ নিয়েছেন বিএনপির নেতারা
লেবাননের ভেতরে দেয়াল নির্মাণ করেছে ইসরাইল : জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী
কপ৩০ জলবায়ু সম্মেলনের প্রবেশপথ অবরোধ করল আদিবাসী বিক্ষোভকারীরা
আইএমএফ প্রতিনিধি দলের সঙ্গে এনসিপি নেতৃবৃন্দের বৈঠক
শেখ হাসিনা দেশে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছেন : ডা. জাহিদ
সিলেটে হত্যা মামলার আসামি গ্রেফতার
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৫ জন রাজধানীতে গ্রেফতার 
রাঙ্গামাটিতে দুই দিনব্যাপী পার্বত্য চট্টগ্রাম লেখক সম্মেলন
লুক্সেমবার্গের গ্র্যান্ড ডিউকের কাছে পরিচয়পত্র পেশ করলেন বাংলাদেশের রাষ্ট্রদূত
১০