ঢাকা, ১২ জুলাই, ২০২৫ (বাসস) : ঢাকা বিশ্ববিদ্যালয় গবেষণা সংসদ (ডিইউআরএস)-এর উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য দিনব্যাপী এক ‘দক্ষতা উন্নয়ন কর্মশালা’ আজ অধ্যাপক সিরাজুল ইসলাম লেকচার হলে অনুষ্ঠিত হয়েছে।
আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কর্মশালা উদ্বোধন করেন।
এতে বলা হয়েছে, ডিইউআরএস-এর সভাপতি ফাহিম হাসান মাহদীর সভাপতিত্বে অনুষ্ঠানে ক্লাবের মডারেটর ও ঢাকা বিশ্ববিদ্যালয় অণুজীব বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মু. মনজুরুল করিম, পালি এন্ড বুদ্ধিস্ট স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক রোমানা পাপড়ি, উচ্চতর মানবিক ও সামাজিক বিজ্ঞান গবেষণা কেন্দ্রের সিনিয়র রিসার্চ ফেলো কাজী সামিও শীশ, ব্যাংকিং এন্ড ইন্স্যুরেন্স বিভাগের প্রভাষক মো. জহির রায়হান এবং ডিইউআরএস-এর প্রতিষ্ঠাতা সভাপতি সাইফুল্লাহ সাদেক বিশেষ অতিথি ছিলেন।
কর্মশালার শুরুতে ডিইউআরএস-এর সাধারণ সম্পাদক শাহরিয়ার নাজিম সীমান্ত স্বাগত বক্তব্য দেন।
প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের পর আমাদের তরুণরা নতুন করে বৈষম্যহীন সমাজ বিনির্মাণের স্বপ্ন দেখিয়েছে। এই স্বপ্ন বাস্তবায়নে তরুণদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠতে হবে। শিক্ষার্থীদের ভালো ক্যারিয়ার গড়ার পাশাপাশি নৈতিক মূল্যবোধসম্পন্ন ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে হবে।
শিক্ষার্থীরা অন্যের বিপদে পাশে দাঁড়াবে, অন্যায়ের প্রতিবাদ করবে এবং দেশের কল্যাণে কাজ করবে বলে তিনি আশা প্রকাশ করেন। এই তরুণদের মেধা ও প্রজ্ঞাকে সঠিকভাবে কাজে লাগাতে পারলে একটি বৈষম্যহীন ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠন করা সম্ভব হবে বলে তিনি উল্লেখ করেন।
উল্লেখ্য, দিনব্যাপী এ কর্মশালায় লাইব্রেরি শিক্ষণ ও তথ্য, প্রেস ও পাবলিকেশন, জলবায়ু ও দুর্যোগ ব্যবস্থাপনা, গ্রাফিক ডিজাইন, ইভেন্ট ম্যানেজমেন্ট এবং মানবসম্পদ উন্নয়ন বিষয়ক ছয়টি সেশন অনুষ্ঠিত হয়।
বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, জাতীয় ও আন্তর্জাতিক সংস্থার বিশেষজ্ঞ ও গবেষকগণ এই কর্মশালায় প্রশিক্ষণ দেন। এতে বিভিন্ন বিভাগের প্রায় ২শ’ শিক্ষার্থী অংশগ্রহণ করেন।