দিনাজপুর শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষায় গণিত ও ইংরেজিতে অকৃতকার্য বেশি

বাসস
প্রকাশ: ১২ জুলাই ২০২৫, ১৮:৫২

দিনাজপুর, ১২ জুলাই, ২০২৫ (বাসস) : দিনাজপুর শিক্ষা বোর্ডে প্রকাশিত এবারের এসএসসি পরীক্ষার ফলাফলে ৬০ হাজার ৮৮ জন পরীক্ষার্থী অকৃতকার্য হয়েছে। এর মধ্যে শুধু গণিতে ৪৭ হাজার ৫৬৩ জন ও ইংরেজিতে ১৮হাজার ১৫৩ জন অকৃতকার্য হয়েছে।

আজ শনিবার বিকাল সাড়ে ৩টায় দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মহা, তৌহিদুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেন।

শিক্ষা বোর্ডের চেয়ারম্যান বলেন, ধারণা করা হচ্ছে, এবার মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য গণিতের প্রশ্ন কঠিন হয়েছিল। কারণ এবারে এসএসসি প্রকাশিত ফলাফলে মানবিক বিভাগে পাসের হার কমেছে। শুধু গণিতের কারণে দিনাজপুর শিক্ষা বোর্ডে এবার পাসের হার অনেক কমে গেছে।

তার নিকট জানতে চাওয়া হয় এই শিক্ষা বোর্ডের অধীনে বিদ্যালয়গুলোতে দক্ষ শিক্ষকের অভাব আছে কি-না?, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বর্তমানে অদক্ষ শিক্ষক বিদ্যালয়ে কর্মরত হয়ে থাকার কোনো সুযোগ নেই। যুগোপযোগী ও মানসম্পন্ন প্রশিক্ষণের মাধ্যমে সকল শিক্ষকদের দক্ষ করে তোলা হয়েছে।

তিনি বলেন, কি কারণে গণিত ও ইংরেজিতে অকৃতকার্যের হার বেশি, তা আমরা অনুসন্ধান করে দেখবো। শিক্ষা প্রতিষ্ঠান গুলোকে জবাবদিহিতার আওতায় নিয়ে আসা হবে। আগামীতে বিদ্যালয় গুলো শিক্ষার মান এই অবস্থা থেকে উত্তরণ করা যাবে বলে তিনি আশা করছেন।

দিনাজপুর শিক্ষা বোর্ডে এবার এসএসসি পরীক্ষায় রংপুর বিভাগের ৮'টি জেলার ২ হাজার ৭৮২টি প্রতিষ্ঠানের মোট এক লাখ ৮২ হাজার ২৩৪ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়। তাদের মধ্যে এক লাখ ২২ হাজার ৩৪ জন পরীক্ষার্থী পাস করেছে। পাসের হার ৬৭ দশমিক ৩ শতাংশ। ৬০ হাজার ৮৮ জন পরীক্ষার্থী অকৃতকার্য হয়েছে।

উল্লেখ্য, এবার দিনাজপুর শিক্ষা বোর্ডে বিজ্ঞান বিভাগে পাসের হার ৮৩.৯৭ শতাংশ, মানবিকে ৪৬.৫৬ শতাংশ এবং হিসাব বিজ্ঞান বিভাগে পাসের হার ৬৮.৪০ শতাংশ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মীরসরাইয়ে সড়ক দূর্ঘটনায় দুই শিক্ষার্থীর মৃত্যু
ফিলিস্তিন রাষ্ট্রদূতের নৈশভোজে অংশ নিয়েছেন বিএনপির নেতারা
লেবাননের ভেতরে দেয়াল নির্মাণ করেছে ইসরাইল : জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী
কপ৩০ জলবায়ু সম্মেলনের প্রবেশপথ অবরোধ করল আদিবাসী বিক্ষোভকারীরা
আইএমএফ প্রতিনিধি দলের সঙ্গে এনসিপি নেতৃবৃন্দের বৈঠক
শেখ হাসিনা দেশে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছেন : ডা. জাহিদ
সিলেটে হত্যা মামলার আসামি গ্রেফতার
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৫ জন রাজধানীতে গ্রেফতার 
রাঙ্গামাটিতে দুই দিনব্যাপী পার্বত্য চট্টগ্রাম লেখক সম্মেলন
লুক্সেমবার্গের গ্র্যান্ড ডিউকের কাছে পরিচয়পত্র পেশ করলেন বাংলাদেশের রাষ্ট্রদূত
১০