ঢাকা, ১২ জুলাই, ২০২৫(বাসস) : কুয়ালালামপুরস্থ হাইকমিশনের উদ্যোগে ২য় বারের মতো আয়োজিত ৩৬তম মালয়েশিয়া আন্তর্জাতিক মেশিনারী মেলায় অংশগ্রহণ করেছে বাংলাদেশ।
মালয়েশিয়া ইন্টারন্যাশনাল ট্রেড এন্ড এক্সিবিশন সেন্টারে গত ১০ জুলাই থেকে শুরু তিনদিন ব্যাপী এই মেলা চলছে। আজ শনিবার পর্যন্ত চলমান এই মেলায় বাংলাদেশসহ ১০টি দেশের ৪৫০টির বেশি প্রতিষ্ঠান ৭৫৩টি বুথে অংশ নিচ্ছে।
অংশগ্রহণকারী অন্যান্য দেশসমূহ হলো চীন, কোরিয়া, মালয়েশিয়া, সিংগাপুর, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, ভারত, জাপান এবং ইরান। মালয়েশিয়া প্রোমাস ইন্টারন্যাশনাল বিজনেস সোসাইটি এবং ই এস ইভেন্ট ম্যানেজমেন্ট এ মেলার আয়োজন করে।
মালয়েশিয়ায় বাংলাদেশ হাই কমিশন থেকে প্রথম সচিব (প্রেস) সুফি আব্দুল্লাহিল মারুফ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল শুক্রবার আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করেন মালয়েশিয়ার প্লান্টেশন ও কমোডিটিস মন্ত্রী ওয়াইবি দাতুক সেরি জোহারি বিন আবদুল গনি।
আজ মেলার শেষদিন শনিবার (১২ জুলাই) মালয়েশিয়ায় বাংলাদেশের হাইকমিশনার মো: শামীম আহসান আয়োজকদের আমন্ত্রণে বিজনেস ম্যাচিং অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন।
তিনি বাংলাদেশে সম্ভাবনাময় বাণিজ্য ও বিনিয়োগ বিষয়ে উপস্থিত ব্যবসায়িক চেম্বারের প্রতিনিধিবৃন্দ ও বিভিন্ন ব্যবসায়িদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। অনুষ্ঠানে গুয়াংডং ফুড এন্ড প্যাকেজিং মেশিনারি ট্রেডস এসোসিয়েশন পেনাং ইমপোর্টার্স এন্ড এক্সপোর্টার্স এসোসিয়েশন, তেওচিউ মার্চেন্ট'স এসোসিয়েশন পেনাং, মালয়েশিয়া পেনাং এলিট ওমেনপ্রেনার'স এসোসিয়েশন এবং দেওয়ান পারনিয়াগান উসাহাওয়ান মালয়েশিয়ার সদস্যবৃন্দসহ এবং মেলায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। মেলায় সক্রিয়ভাবে অংশগ্রহণের জন্য বাংলাদেশকে বিশেষ সম্মাননা হয় যা গ্রহণ করেন হাইকমিশনার মো: শামীম আহসান।
অতিথিবৃন্দসহ হাইকমিশনার মেলার অন্যান্য স্টলসহ বাংলাদেশের ২টি স্টল পরিদর্শন করেন। এ সময় তিনি বাংলাদেশ হাইকমিশনের স্টলে আগত ব্যবসায়ী ও দর্শনার্থীদের সাথে মত বিনিময় এবং তাদেরকে বাংলাদেশের বিভিন্ন রপ্তানি পণ্য সম্পর্কে অবহিত করেন।
পরিদর্শনের সময় আয়োজক প্রতিষ্ঠান মালয়েশিয়া প্রোমাস ইন্টারন্যাশনাল বিজনেস সোসাইটি এর প্রেসিডেন্ট ও ই এস ইভেন্ট ম্যনেজমেন্ট এর ম্যানেজিং ডিরেক্টর দাতো চং চং তিক এর প্রেসিডেন্ট দাতো সেরি আবু হাসান বিন মো: নূর, প্রাণ- আর এফ এল গ্রুপ মালয়েশিয়া ব্যবস্থাপনা পরিচালক মো: সেলিম ভূঁইয়া, প্রাণ- আর এফ এল গ্রুপ মালয়েশিয়া বিভাগীয় প্রধান (বিপণন) টাইলর তাসিন, বাংলাদেশ হাইকমিশনের কর্মকর্তাবৃন্দ এবং প্রবাসী সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
এসময়, হাইকমিশনার উপস্থিত সাংবাদিকদের জানান, নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস-এর নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের নির্দেশনা অনুযায়ী রপ্তানি পণ্য বহুমুখীকরণের অংশ হিসেবে তৈরি পোষাকের পাশাপাশি অন্যান্য পণ্য বেশি করে রপ্তানির সুযোগ সৃষ্টির লক্ষ্যে কুয়ালালামপুরস্থ বাংলাদেশ হাইকমিশন বিভিন্ন গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বাণিজ্য মেলায় নিয়মিত অংশগ্রহণ করে যাচ্ছে । মালয়েশিয়ায় বাংলাদেশি পণ্যের ক্রমবর্ধমান চাহিদার প্রেক্ষাপটে এ ধরণের গুরুত্বপূর্ণ মেলায় অংশগ্রহণের মাধ্যমে নতুন পণ্যের বাজার সৃষ্টির সুযোগ তৈরি হবে বলে আশা করা যায়। তিনি প্রাণ-আরএফএল কর্তৃক মেলায় প্রদর্শিত বহুমূখি প্লাস্টিক পণ্যের পাশাপাশি দুরন্ত বাইসাইকেল, ট্রাভেলো লাগেজ, গুডলাক স্টেশনারি এবং উইনার ক্লোথিং কে সম্ভবনাময় হিসেবে উল্লেখ করেন।
বাংলাদেশ হাইকমিশন - এর ২টি স্টলে প্রাণ-আরএফএল এর প্লাস্টিক পণ্য, দুরন্ত বাইসাইকেল, ট্রাভেলো লাগেজ, গুডলাক স্টেশনারি, উইনার ক্লোথিং এবং ভিশন ইলেকট্রনিকস সামগ্রী ছাড়াও হাইকমিশনের পক্ষ থেকে চামড়াজাত পণ্য, পাটপণ্য, হস্তশিল্প এবং এ সংক্রান্ত বিভিন্ন প্রকাশনা প্রদর্শিত হচ্ছে। এছাড়াও, লাইট ইঞ্জিনিয়ারিং শিল্প, প্লাস্টিক শিল্প, প্যাকেজিং শিল্প, বাংলাদেশে ব্যবসা-বিনিয়োগ সংক্রান্ত নানা ধরনের প্রকাশনা, পর্যটন ও বাংলাদেশে বিনিয়োগ সম্ভাবনা বিষয়ে প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হচ্ছে। মেলা উদ্বোধনের দিন থেকেই বাংলাদেশি স্টল সমূহে বিদেশি ব্যবসায়ীসহ দর্শনার্থীদের ভীড় পরিলক্ষিত হচ্ছে এবং প্রদর্শিত বাংলাদেশি পণ্যসমূহ সম্পর্কে ইতিবাচক আগ্রহ পরিলক্ষিত হয়েছে।
ঢাকাস্থ এলিয়েন্ট লিমিটেড প্রতিষ্ঠানের সহযোগিতায় বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং ইন্ডাষ্ট্রি ওনার্স এসোসিয়েশনের সদস্য প্রতিষ্ঠান রাজু ইঞ্জিনিয়ারিং, নওগাঁ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ, নওগাঁ ট্রেড ইন্টারন্যাশনাল, সুইস বায়োহাইজেনিক ইক্পুমেন্টস লিমিটেড, মেশিনঘর ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস , সাত্তার মেটাল ইন্ডাস্ট্রিস, রিপন মেটাল ইন্ডাস্ট্রিস, রেলেক্স মেটাল ইন্ডাস্ট্রিস, ফেয়ার ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস এবং এর তথ্যবহুল প্রকাশনা ও তথ্যচিত্র এবং জিহান প্লাস্টিক ইন্ডাস্ট্রিস) এবং আমান টয় ইন্ডাস্ট্রিস এর বহুমূখী প্লাস্টিক পণ্যসামগ্রী সংগ্রহপূর্বক বাংলাদেশের সংশ্লিষ্ট শিল্পসমূহ সম্পর্কে প্রয়োজনীয় তথ্য বাংলাদেশ হাইকমিশন এর স্টলে আগত দর্শনার্থীদের মাঝে তুলে ধরা হচ্ছে।
উল্লেখ্য, বাংলাদেশ-মালয়েশিয়ার দ্বিপাক্ষিক বাণিজ্য প্রায় ৩ বিলিয়ন মার্কিন ডলার। এছাড়া, মালয়েশিয়া বাংলাদেশে বিশ্বের নবম বৃহত্তম বিনিয়োগকারী দেশ।