প্রতিটি হাসপাতালের জন্য জরুরি বিভাগ অত্যন্ত গুরুত্বপূর্ণ : স্বাস্থ্য সচিব

বাসস
প্রকাশ: ১২ জুলাই ২০২৫, ২০:৫৯
শনিবার বাগেরহাট জেলা হাসপাতালে স্বাস্থ্য সেবায় কমিউনিটির সম্পৃক্ততাবিষয়ক মতবিনিময় সভায় স্বাস্থ্য সচিব সাইদুর রহমান। ছবি : বাসস

বাগেরহাট, ১২ জুলাই, ২০২৫(বাসস) : স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. সাইদুর রহমান বলেছেন, প্রতিটি হাসপাতালের জন্য জরুরি বিভাগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে রোগীরা যেমন হঠাৎ করে, জরুরিভাবে  আসবে, তেমনি চিকিৎসক ও নার্সদেরও সেভাবে প্রস্তুত থাকতে হবে। এটা স্বাস্থ্য বিভাগের জন্য খুবই চ্যালেঞ্জিং। জরুরি সেবা নিশ্চিতের জন্য সবার আন্তরিক হতে হবে।

আজ শনিবার দুপুরে বাগেরহাট ২৫০শয্যা জেলা হাসপাতাল চত্বরে অনুষ্ঠিত স্বাস্থ্য সেবায় কমিউনিটির সম্পৃক্ততা বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সাইদুর রহমান আরও বলেন, বাগেরহাট সদর হাসপাতালে এমআরআই ও সিটি স্ক্যান মেশিন নাই। খুব দ্রুত সময়ের মধ্যে এই দুটি মেশিন বাগেরহাট সদর হাসপাতালে সরবরাহের চেষ্টা করা হবে। 

তিনি বলেন, এছাড়া বাগেরহাট সদর হাসপাতালে যে আইসিইউ রয়েছে, এটি নতুন নয়। চিকিৎসক ও নার্স পেলে আবারো আইসিইউ সেবা চালু করা হবে। হাসপাতালে যে চিকিৎসক সংকট রয়েছে, তা পূরণ করার জন্য সর্বোচ্চ চেষ্টা করবো।

খুলনা স্বাস্থ্য বিভাগের পরিচালক ডা. মো. মুজিবুর রহমানের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফর, সাবেক সচিব ড. মো. মশিউর রহমান, বিএনপি কেন্দ্রীয় কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান, ড. মো. ফরিদুল ইসলাম, ২৫০শয্যা জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. অসীম কুমার সমাদ্দার, জেলা বিএনপির আহ্বায়ক এটিএম আকরাম হোসেন তালিম প্রমুখ।
‎‎
এর আগে হাসপাতাল পরিদর্শন ও নতুন অপারেশন কমপ্লেক্স উদ্বোধন করেন সাইদুর রহমান। 

পরে বিকেলে বাগেরহাট সদর উপজেলার বেশরগাতি এলাকায় লতিফ মাস্টার ফাউন্ডেশনের বিনামূল্যে চিকিৎসা সেবা ক্যাম্প ও জেলা শহরে বিভিন্ন বেসরকারি ক্লিনিক পরিদর্শন করেন তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ডিএমপির তেজগাঁও বিভাগ বিভিন্ন অপরাধে জড়িত ৫৬ জনকে গ্রেফতার করেছে
তিতাসের অভিযানে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, লক্ষাধিক টাকা জরিমানা
জামায়াত নেতৃবৃন্দের সাথে আইআরআই প্রতিনিধি দলের সাক্ষাৎ
মেহেরপুরের গাংনী সীমান্তে নারী-শিশুসহ ৩৯ জনকে হস্তান্তর করেছে বিএসএফ
লিখিত বিধি-বিধান দিয়ে ফ্যাসিবাদ ঠেকানো যায় না : তারেক রহমান
৩০০ বছর পুরনো বেহালা বাজবে যুক্তরাজ্যের সঙ্গীত উৎসবে
পেইন্টিং ও জাদুঘরের শিল্পবস্তু রিস্টোরেশনে দক্ষতা বৃদ্ধিতে ৩৫ জন প্রশিক্ষণার্থী চীন যাচ্ছেন
গাজায় বাস্তুচ্যুতদের তাঁবু বহনে ইসরাইলি বাধার নিন্দা জাতিসংঘের
সিলেট বিমানবন্দরে যাত্রী হয়রানির অভিযোগে ৫ জনের সাজা
বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
১০