খুলনার বৃক্ষমেলায় চারদিনে ১০ হাজার ৪২৩টি চারা বিক্রি

বাসস
প্রকাশ: ১৩ জুলাই ২০২৫, ০০:২৮
ছবি : বাসস

খুলনা, ১২ জুলাই, ২০২৫ (বাসস) : খুলনায় শুরু হওয়া ২১দিন ব্যাপী বৃক্ষমেলা জমে উঠতে শুরু করেছে। বিক্রিও বেড়েছে আশাব্যঞ্জকভাবে। মাত্র চারদিনে মেলায় বিভিন্ন প্রজাতির ১০ হাজার ৪২৩টি চারা বিক্রি হয়েছে।

খুলনা সার্কিট হাউজ মাঠের টেনিস গ্রাউন্ডের পাশে ২১ দিনব্যাপী এ বিভাগীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা চলছে।

বিভাগীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার আয়োজক কমিটির তথ্য অনুযায়ী, গত ৭ জুলাই মেলা শুরু হয়। 

তবে, উদ্বোধনের দিন থেকেই শুরু হয় টানা বৃষ্টি ও নিম্নচাপ। ফলে শহরে মানুষের চলাচলও ছিল কম। তবে বৃহস্পতিবার থেকে আবহাওয়ার উন্নতি হতে থাকে।

আয়োজক কমিটি জানান, ১১ জুলাই সকাল পর্যন্ত মেলায় বিভিন্ন  প্রজাতির  ১০ হাজার ৪২৩টি চারা বিক্রি হয়েছে। যার মূল্য ১৪ লাখ ৩৬ হাজার ২৬৫ টাকা। মেলায় ৬১টি স্টলে বনজ, ফলজ, ঔষধি, শোভাবর্ধক, ফুলসহ বিভিন্ন ধরনের গাছের চারা বিক্রি করা হচ্ছে।

এদিকে, বৃক্ষপ্রেমিরা মেলায় বেশ ভিড় জমাচ্ছেন। অনেকেই পছন্দের গাছের চারা কিনছেন। মেলায় ফলজ ও শোভাবর্ধনকারী গাছের চারার চাহিদা কিছুটা বেশি। তবে, বনজ ঔষধি গাছের চারাও বেশ বিক্রি হচ্ছে বলে জানিয়েছেন বিক্রেতারা।

স্টল মালিকরা জানান, আবহাওয়া প্রতিকূল থাকলেও এ বছর বৃক্ষমেলার বিক্রি মোটামুটি ভালো। আগামী দিনগুলোতে গাছের চারা বিক্রি বাড়বে বলে তারা আশা করছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ডিএমপির তেজগাঁও বিভাগ বিভিন্ন অপরাধে জড়িত ৫৬ জনকে গ্রেফতার করেছে
তিতাসের অভিযানে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, লক্ষাধিক টাকা জরিমানা
জামায়াত নেতৃবৃন্দের সাথে আইআরআই প্রতিনিধি দলের সাক্ষাৎ
মেহেরপুরের গাংনী সীমান্তে নারী-শিশুসহ ৩৯ জনকে হস্তান্তর করেছে বিএসএফ
লিখিত বিধি-বিধান দিয়ে ফ্যাসিবাদ ঠেকানো যায় না : তারেক রহমান
৩০০ বছর পুরনো বেহালা বাজবে যুক্তরাজ্যের সঙ্গীত উৎসবে
পেইন্টিং ও জাদুঘরের শিল্পবস্তু রিস্টোরেশনে দক্ষতা বৃদ্ধিতে ৩৫ জন প্রশিক্ষণার্থী চীন যাচ্ছেন
গাজায় বাস্তুচ্যুতদের তাঁবু বহনে ইসরাইলি বাধার নিন্দা জাতিসংঘের
সিলেট বিমানবন্দরে যাত্রী হয়রানির অভিযোগে ৫ জনের সাজা
বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
১০