সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা কমতে পারে

বাসস
প্রকাশ: ১৩ জুলাই ২০২৫, ১২:২২

ঢাকা, ১৩ জুলাই, ২০২৫ (বাসস) : সারাদেশে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

আজ (শনিবার) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বৃষ্টিও হতে পারে।

আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, মৌসুমি বায়ুর অক্ষ পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিত অংশ বঙ্গোপসাগরের উত্তর পর্যন্ত পৌঁছেছে। বর্তমানে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং বঙ্গোপসাগরের উত্তরে তা মাঝারি অবস্থায় বিরাজ করছে।

গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় রংপুরের রাজারহাটে, ৩৭ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস। 

আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাঙামাটিতে, ২৫ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস।

গত ২৪ ঘণ্টায় দেশের মধ্যে সর্বাধিক বৃষ্টিপাত হয়েছে খুলনার কয়রায়, ৬৬ মিলিমিটার।

আজ ভোর ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯৫ শতাংশ। দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার গতিতে বাতাস বইতে পারে।

ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ৪৯ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৫টা ২০ মিনিটে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পেন্টাগনের সিস্টেমে চীনা কারিগরি সহায়তা বন্ধ করল মাইক্রোসফট
সুনামগঞ্জে ভারতীয় রুপিসহ একব্যক্তি আটক
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে মিশ্র অবস্থা, বিনিয়োগকারীরা আগামী সপ্তাহের জন্য প্রস্তুতি নিচ্ছেন
পার্বত্য চুক্তির সমস্যাগুলো চিহ্নিত করে সমাধানের চেষ্টা করা হবে : পররাষ্ট্র উপদেষ্টা
আফতাবনগর-বনশ্রী সংযোগে নড়াই নদীর ওপর নির্মাণ করা হবে দুটি সেতু
গোপালগঞ্জের ঘটনায় তদন্ত কমিটির সুপারিশ অনুযায়ী পদক্ষেপ নেয়া হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা
কানাডায় দাবানলে পুড়েছে ক্রোয়েশিয়ার সমান এলাকা
৭ দফা দাবিতে জাতীয় সমাবেশ চলছে জামায়াতের
বই পড়ায় কৃতিত্বের জন্য পুরস্কার পেল রাজশাহীর শিক্ষার্থীরা
ঢাবি’তে তরুণ লেখক সম্মেলন অনুষ্ঠিত
১০