কুমিল্লা বোর্ডে সর্বোচ্চ নাম্বার পেয়ে প্রথম ফয়জুন্নেসা স্কুলের তোহা

বাসস
প্রকাশ: ১৩ জুলাই ২০২৫, ১৩:০৮
তাসনুবা ইসলাম তোহা । ছবি : সংগৃহীত

কুমিল্লা, ১৩ জুলাই, ২০২৫ (বাসস) : ২০২৫ সালে ঘোষিত এসএসসি পরীক্ষার ফলাফল ঘোষণা হয়েছে গত বৃহস্পতিবার। এবছর কুমিল্লা শিক্ষা বোর্ড থেকে সর্বোচ্চ নম্বর অর্জনের কৃতিত্ব গড়লেন তাসনুবা ইসলাম তোহা। 

তাসনুবা নগরীর নবাব ফয়েজুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগ নিয়ে এসএসসি পরীক্ষায় অংশ নেয়। 

পরীক্ষার সর্বমোট ১৩০০ নম্বরের মধ্যে ১২৬১ নম্বর পেয়ে কুমিল্লা বোর্ডে সর্বোচ্চ নাম্বার পাওয়ার রেকর্ড অর্জন করে।
 
তাসনুবা ইসলাম তোহা জেলার দেবিদ্বার উপজেলার রাজামেহার গ্রামের মোহাম্মদ শরিফুল ইসলাম ভূঁইয়ার কন্যা।

তার এ অর্জনে পুরো পরিবার, শিক্ষক, সহপাঠী সকলে খুশি। স্কুল জুড়ে  আনন্দের জোয়ার বইছে।

তাসনুবা তোহা বলেন, পরিশ্রমের প্রতিদান পেয়েছি। আল্লাহর নিকট শুকরিয়া। আমার এ অর্জনের পেছনে মা-বাবা স্কুলের শিক্ষকদের অবদান অনস্বীকার্য। আমি ভবিষ্যতে ডাক্তার হয়ে দেশের সেবায় নিয়োজিত হতে চাই। 

তোহার বাবা শরিফুল ইসলাম ভুঁইয়া বলেন, সন্তানের যে কোন অর্জনে মা-বাবা সবচেয়ে বেশী খুশি হয়। 

আমরাও আনন্দিত। আমার মেয়ের জন্য সবার নিকট দোয়া চাই।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বৈষম্যহীন সমাজ গঠনে মানবতন্ত্র প্রতিষ্ঠার আহ্বান : মানবাধিকার কনভেনশনে বক্তারা
সিআইডির ছায়া তদন্তে ডাকাতির রহস্য উদঘাটন ও ডাকাত সর্দার গ্রেফতার
শহিদুল আলম বাংলাদেশের অবিচল মনোবলের এক উজ্জ্বল প্রতীক : প্রধান উপদেষ্টা
নৌপরিবহন উপদেষ্টার সাথে আইএমও’র মহাসচিবের বৈঠক
ঢাবিতে অনুষ্ঠিত হলো  দুই দিনব্যাপী  জাতীয় বিতর্ক উৎসব
আইনজীবী ফোরামের নেতাদের সঙ্গে পিরোজপুর জেলা বিএনপির মতবিনিময়
ডিএমপির বিশেষ অভিযানে ১৪ জন গ্রেফতার
কন্যাশিশু নির্যাতন ও সহিংসতা থেকে উত্তরণে ১১টি সুপারিশ তুলে ধরেছে জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরাম
ট্রাফিক আইন লঙ্ঘনে গত চার দিনে ডিএমপির ৫,০৯৯টি মামলা
মহানবী (সা.)-এর সীরাতের প্রামাণ্য উপস্থাপন মানুষের অন্তরে প্রোথিত থাকবে : ধর্ম উপদেষ্টা
১০