গাজীপুরের শ্রীপুরে শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ

বাসস
প্রকাশ: ১৩ জুলাই ২০২৫, ১৮:৪০
ছবি: বাসস

গাজীপুর, ১৩ জুলাই, ২০২৫ (বাসস): জেলার শ্রীপুর উপজেলায় আলহাজ আব্দুস সাত্তার ভুঁইয়া ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। 

এ উপলক্ষ্যে আজ রোববার উপজেলার বৈরাগীরচালা উচ্চ বিদ্যালয়ের মাঠে ফলদ গাছের চারা রোপণ করা হয়েছে।  

এ সময় বিভিন্ন মাদ্রাসা ও স্কুলের শিক্ষার্থীদের মধ্যে আমরূপালি ও কাটিমন জাতের ৪ হাজার আম গাছের চারা বিতরণ করা হয়।

আলহাজ আব্দুস সাত্তার ভূঁইয়া ফাউন্ডেশনের সভাপতি আব্দুস সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের মধ্যে চারা বিতরণ করেন বিএনপি'র কার্যনির্বাহী কমিটির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও গাজীপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ডাক্তার অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু। 

বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করেন শ্রীপুর উপজেলা বিএনপির আহ্বায়ক ও বৈরাগীরচালা উচ্চ বিদ্যালয়ের সভাপতি আব্দুল মোতালেব।

সভায় অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চু বলেন, গাছ আমাদের অকৃত্রিম বন্ধু। প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি জীবন ও সম্পদ রক্ষায় গাছের বিকল্প নেই। পরিবেশের ভারসাম্য রক্ষার সীমাহীন প্রয়োজনের তুলনায় আমাদের গাছের সংখ্যা নগণ্য। তাই প্রত্যেকেরই উচিত পরিকল্পিতভাবে বৃক্ষরোপণে অংশগ্রহণ করা। 

তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বৃক্ষকে ভালোবাসতেন আর সেই কারণে উপহার হিসেবে সৌদি সরকারকে নিম গাছের চারা দিয়েছিলেন। উপহার দেয়া সেই নিমের চারাগুলো আজ মহীরূহ হয়ে ছড়িয়ে পড়েছে সমগ্র সৌদিতে। এখনো আরাফাতের ময়দানে সবুজ শীতল ছায়া দিয়ে চলেছে অসংখ্য নিম গাছ।

তিনি শহীদ জিয়ার আদর্শে উজ্জীবিত হয়ে বন্ধু-বান্ধবকে উপহার হিসেবে অন্তত একটি করে গাছের চারা উপহার দেয়ার আহ্বান জানান উপস্থিত ছাত্র-ছাত্রীদের।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীপুর পৌর বিএনপির আহবায়ক হুমায়ুন কবির সরকার, সদস্য সচিব বিল্লাল হোসেন বেপারী, শ্রীপুর উপজেলা বিএনপির সদস্য সচিব খাইরুল কবির মন্ডল আজাদ, সিনিয়র যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন বেপারীসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী, বিভিন্ন স্কুলের শিক্ষক, শিক্ষার্থীরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মীরসরাইয়ে সড়ক দূর্ঘটনায় দুই শিক্ষার্থীর মৃত্যু
ফিলিস্তিন রাষ্ট্রদূতের নৈশভোজে অংশ নিয়েছেন বিএনপির নেতারা
লেবাননের ভেতরে দেয়াল নির্মাণ করেছে ইসরাইল : জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী
কপ৩০ জলবায়ু সম্মেলনের প্রবেশপথ অবরোধ করল আদিবাসী বিক্ষোভকারীরা
আইএমএফ প্রতিনিধি দলের সঙ্গে এনসিপি নেতৃবৃন্দের বৈঠক
শেখ হাসিনা দেশে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছেন : ডা. জাহিদ
সিলেটে হত্যা মামলার আসামি গ্রেফতার
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৫ জন রাজধানীতে গ্রেফতার 
রাঙ্গামাটিতে দুই দিনব্যাপী পার্বত্য চট্টগ্রাম লেখক সম্মেলন
লুক্সেমবার্গের গ্র্যান্ড ডিউকের কাছে পরিচয়পত্র পেশ করলেন বাংলাদেশের রাষ্ট্রদূত
১০