অবৈধ অস্ত্র, মব ও চাঁদাবাজি বন্ধে কক্সবাজারে জিরো টলারেন্স 

বাসস
প্রকাশ: ১৩ জুলাই ২০২৫, ১৯:০২
যেকোনো ধরনের অপরাধ দমনে আইনশৃঙ্খলা বাহিনী জিরো টলারেন্স অবস্থায় রয়েছে। ছবি : বাসস

কক্সবাজার, ১৩ জুলাই, ২০২৫ (বাসস) : অবৈধ অস্ত্র উদ্ধার, মব ভায়োলেন্স ও চাঁদাবাজিসহ যেকোনো ধরনের অপরাধ দমনে আইনশৃঙ্খলা বাহিনী জিরো টলারেন্স অবস্থায় রয়েছে বলে জানিয়েছেন কক্সবাজার জেলা প্রশাসক।

আজ রোববার জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কঠোর নজরদারি রয়েছে।

জেলা প্রশাসক কার্যালয়ে শহীদ এটিএম জাফর আলম সম্মেলন কক্ষে কমিটির এ সভা অনুষ্ঠিত হয়।

সভাপতির বক্তব্যের শুরুতে জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন জুলাই গণ-অভ্যুত্থানে কক্সবাজারসহ সারাদেশের বীর শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং আহত বীর যোদ্ধাদের সুস্থতা কামনা করেন। এ ছাড়া জুলাই  যোদ্ধাদের প্রতি তিনি সম্মান জানান তিনি।

গত মঙ্গলবার কক্সবাজার সাগরে গোসল করতে নেমে নেমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় দু:খ প্রকাশ করে জেলা প্রশাসক বলেন, নিখোঁজ শিক্ষার্থীর উদ্ধার অভিযানে বিমানবাহিনীসহ সংশ্লিষ্ট সকল দপ্তর কাজ করছে।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো শাহিদুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় পুলিশ সুপার মো. সাইফউদ্দীন শাহীন, সিভিল সার্জন ডা. মোহাম্মদুল হক, কক্সবাজার  উন্নয়ন কর্তৃপক্ষের সচিব সানজিদা বেগম, জেলা বিএনপির সভাপতি সাবেক হুইপ শাহজাহান চৌধুরী, জেলা জামায়াতের আমির নূর আহমেদ আনোয়ারী, শহর জামায়াতের আমির আব্দুল্লাহ আল ফারুক, প্রেসক্লাব সভাপতি মাহবুবর রহমান, ছাত্র প্রতিনিধি সাহেদুল ওয়াহিদ সাহেদসহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন।

সভায় জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও বাজারে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য স্থিতিশীল রাখা, মাদক পাচার প্রতিরোধ ও নিয়ন্ত্রণ, পলিথিন নিষিদ্ধ ও পণ্যের পাটজাত মোড়ক ব্যবহার নিশ্চিতকরণ, সৈকতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার ও বিপজ্জনক স্থান চিহ্নিতকরণ, ভূমি সংক্রান্ত নির্ধারিত অতিরিক্ত কর আদায়, যানজট ও জলাবদ্ধতা নিরসন, যাত্রীবাহী পরিবহণ সংশ্লিষ্টদের হয়রানি রোধে করণীয়সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।


 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ঢাবি তথ্য কেন্দ্রের সেবার মান বৃদ্ধির লক্ষ্যে বিশেষ পদক্ষেপ
জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা রেখে নতুন বাংলাদেশ গড়ে তুলতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা
উজবেকিস্তানের আইটি পার্ক সিইও এর সাথে বাংলাদেশের রাষ্ট্রদূতের বৈঠক
ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের প্রধান সম্পাদক শামসুর রহমানের দেশত্যাগে নিষেধাজ্ঞা
মধ্যপ্রাচ্যে ‘আপ বাংলাদেশ’-এর ৩৮ সদস্যের কমিটি ঘোষণা
রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২,৩৩৭ মামলা
ডিএমপির বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে ৫৯ জন গ্রেফতার
সেনাবাহিনী প্রধানের নিজস্ব কোনো ফেসবুক প্রোফাইল নেই : আইএসপিআর
পরমাণু অস্ত্র বহনে সক্ষম ক্ষেপণাস্ত্র ব্যবহারের মহড়া করবে রাশিয়া-বেলারুশ
প্রধান উপদেষ্টা দেশে ফিরেছেন
১০