যশোরে ১১টি স্বর্ণের বারসহ তিনজনকে আটক করেছে বিজিবি

বাসস
প্রকাশ: ১৩ জুলাই ২০২৫, ১৯:১০
ছবি : বাসস

যশোর, ১৩ জুলাই, ২০২৫ (বাসস) : জেলার বাঘারপাড়া উপজেলার ধলগাঁ বাসস্ট্যান্ড থেকে ১১টি স্বর্ণের বারসহ তিনজনকে আটক করেছে বিজিবি।

উদ্ধার হওয়া স্বর্ণের ওজন এক কেজি তিন শ’ ১৫ গ্রাম। যার মূল্য এক কোটি ৯২ লাখ ২৭ হাজার নয় শ’ টাকা। এ ঘটনায় আটকরা হলেন ব্রাহ্মণবাড়িয়া জেলার চরচারকলা গ্রামের মৃত জিলু মিয়ার ছেলে আতা এলাহি জীবন, গাজীপুর জেলার পূর্ব বাগবাড়ী গ্রামের আমদ আলীর ছেলে আবুল কালাম আজাদ ও বগুড়া জেলা শেরপুর রানিরহাট গ্রামের সুচিত্র লাল মন্ডলের ছেলে রামপ্রসাদ মন্ডল।

বিজিবি যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান,  রোববার ভোরের দিকে তিনজন ব্যক্তি স্বর্ণের বারগুলো চৌগাছা হয়ে ভারতের পাচারের চেষ্টা করছিল। এ বিষয়ে তথ্য পেয়ে তারা বাঘারপাড়া ধলগাঁ বাসস্ট্যান্ডে তিন ব্যক্তিতে আটক করে জেরা করেন। এক পর্যায়ে তারা সোনার বার থাকার কথা স্বীকার করেন। পরে তাদের দেহ তল্লাশি করে প্যান্টের পকেট ও মানিব্যাগ থেকে ১১টি স্বর্ণের বার পাওয়া যায়।

এ ব্যাপারে বাঘারপাড়া থানায় মামলা ও আসামিদের আদালতে সোপর্দের কার্যক্রম চলছে বলে জানান বিজিবি অধিনায়ক।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সিলেটে বিএনপির মৌন মিছিল
পিরোজপুরে ভাসমান নৌকার হাট পরিদর্শন করলেন আলজেরিয়ার রাষ্ট্রদূত
বিএনপিতে অপকর্মকারীদের স্থান হবে না : আব্দুস সালাম
জামায়াতের জাতীয় সমাবেশ সফল করতে উত্তরায় প্রস্তুতি মিছিল
সাবেক এমপি মান্নানের মৃত্যুতে তারেক রহমানের শোক
গোপালগঞ্জের কাশিয়ানীতে ৩৭৪ আওয়ামী লীগ-ছাত্রলীগের নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
জুলাই বিপ্লবে শহীদদের স্মরণে দোয়া ও আলোচনা সভা এবং আহত বীরদের সম্মাননা 
ফ্যাসিবাদবিরোধী ঐক্য ধরে রাখতে হবে : সালাহউদ্দিন
একাত্তর এবং চব্বিশ উভয়কে ধারণ করলেই কেবল জাতীয় ঐক্য অর্থবহ হবে : খুলনা বিএনপি
চট্টগ্রামে বহুতল ভবন থেকে পড়ে ৩ নির্মাণ শ্রমিকের মৃত্যু
১০