দিনাজপুরে নাশকতার মামলায় ৭ জনকে জেল হাজতে প্রেরণ 

বাসস
প্রকাশ: ১৩ জুলাই ২০২৫, ১৯:০৮ আপডেট: : ১৩ জুলাই ২০২৫, ১৯:১৩
মামলায় ৭ জনকে জেল হাজতে প্রেরণ । ছবি : বাসস

দিনাজপুর, ১৩ জুলাই, ২০২৫ (বাসস) : জেলায় আজ নাশকতার মামলায় বিরল পৌরসভার সাবেক মেয়র ও বিরল উপজেলা আওয়ামী লীগের সভাপতি সবুজার রহমান সিদ্দিকী সাগর (৫৫) সহ  ৭ জনকে জেল হাজতে পাঠিয়েছে আদালত। 

আজ রোববার বিকাল সাড়ে ৩ টায় দিনাজপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জয় কিশোর নাগ-এর আদালতে সবুজার রহমান সিদ্দিকী সাগর সহ ৭জন আওয়ামী লীগ নেতা-কর্মী  আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে বিচারক তাদের জামিনের আবেদন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণের আদেশ দেন।

দিনাজপুর কোর্টের পুলিশ পরিদর্শক মো. আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, বিরল থানায় দায়েরকৃত নাশকতার মামলার আসামী সবুজার রহমান সিদ্দিকী সাগর সহ ৭জন আওয়ামী লীগ নেতা-কর্মী  আজ রোববার আদালতে আত্ম সমর্পণ করে জামিনের আবেদন করেন। বিচারক তাদের জামিনের আবেদন নামঞ্জুর করেন। বিচারকের আদেশে আজ রোববার বিকাল ৫ টায় আটক ৭ আসামীকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

বিরল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুস সবুর জানান, বিরল উপজেলা আওয়ামী লীগের সভাপতি সবুজার রহমান সিদ্দিকী সাগর সহ তার সহযোগী আসামীদের বিরুদ্ধে গত বছর ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নাশকতা ঘটনা সৃষ্টির অভিযোগে থানায় মামলা রয়েছে। ওই মামলায় আসামী সাগর সহ সাতজন গত জুন মাসে উচ্চতর আদালত থেকে প্রাপ্ত নির্দেশনা  অনুসাওে আজ রোববার দিনাজপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ ও  জামিনের আবেদন করেন। বিচারক তাদের জামিন আবেদন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণের আদেশ দেন। 


 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সিলেটে বিএনপির মৌন মিছিল
পিরোজপুরে ভাসমান নৌকার হাট পরিদর্শন করলেন আলজেরিয়ার রাষ্ট্রদূত
বিএনপিতে অপকর্মকারীদের স্থান হবে না : আব্দুস সালাম
জামায়াতের জাতীয় সমাবেশ সফল করতে উত্তরায় প্রস্তুতি মিছিল
সাবেক এমপি মান্নানের মৃত্যুতে তারেক রহমানের শোক
গোপালগঞ্জের কাশিয়ানীতে ৩৭৪ আওয়ামী লীগ-ছাত্রলীগের নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
জুলাই বিপ্লবে শহীদদের স্মরণে দোয়া ও আলোচনা সভা এবং আহত বীরদের সম্মাননা 
ফ্যাসিবাদবিরোধী ঐক্য ধরে রাখতে হবে : সালাহউদ্দিন
একাত্তর এবং চব্বিশ উভয়কে ধারণ করলেই কেবল জাতীয় ঐক্য অর্থবহ হবে : খুলনা বিএনপি
চট্টগ্রামে বহুতল ভবন থেকে পড়ে ৩ নির্মাণ শ্রমিকের মৃত্যু
১০