গত ১৮ বছর জঙ্গিবাদ ছিল একটি নাটক : ডিআইজি রেজাউল করিম মল্লিক

বাসস
প্রকাশ: ১৩ জুলাই ২০২৫, ১৯:৩৭ আপডেট: : ১৩ জুলাই ২০২৫, ১৯:৫১
রোববার বেলা সাড়ে ১১টায় শরীয়তপুর পুলিশ লাইনস সভাকক্ষে প্রধান অতিথির বক্তব্য দেন ঢাকা রেঞ্জের ডিআইজি মো. রেজাউল করিম মল্লিক। ছবি : বাসস

শরীয়তপুর, ১৩ জুলাই, ২০২৫ (বাসস) : ঢাকা রেঞ্জের ডিআইজি মো. রেজাউল করিম মল্লিক বলেছেন, গত ১৮ বছর জঙ্গিবাদ ছিল একটি নাটক। প্রকৃত পক্ষে বাংলাদেশে কোনো জঙ্গিবাদ ছিল না।

তিনি বলেন, জুলাই আন্দোলনের মধ্যদিয়ে আমরা একটি নুতন বাংলাদেশ পেয়েছি, এ প্রত্যয় নিয়ে আমরা কাজ করছি। আমরা শরীয়তপুরকে মাদক মুক্ত, সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত করে একটি মডেল জেলা হিসেবে গড়ে তুলতে চাই।

আজ রোববার বেলা সাড়ে ১১টায় শরীয়তপুর পুলিশ লাইনস সভাকক্ষে মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

ঢাকা রেঞ্জের ডিআইজি মো. রেজাউল করিম বলেন, শরীয়তপুর ও মাদারীপুরে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো রাখার জন্য সকল ওসি ও পুলিশ কর্মকর্তাদেরকে নির্দেশ দিয়েছি। এ সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো রাখার জন্য সবার সহযোগিতা কামনা করেন তিনি।

শরীয়তপুর জেলা পুলিশ সুপার (এসপি) মো. নজরুল ইসলাম এ সুধী সমাবেশে সভাপতিত্ব করেন। সমাবেশে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপারগণ, জেলার বিভিন্ন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিক প্রমুখ।

এর আগে জুলাই আন্দোলনে নিহত পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ করেন ঢাকা রেঞ্জের ডিআইজি মো. রেজাউল করিম মল্লিক।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সিলেটে বিএনপির মৌন মিছিল
পিরোজপুরে ভাসমান নৌকার হাট পরিদর্শন করলেন আলজেরিয়ার রাষ্ট্রদূত
বিএনপিতে অপকর্মকারীদের স্থান হবে না : আব্দুস সালাম
জামায়াতের জাতীয় সমাবেশ সফল করতে উত্তরায় প্রস্তুতি মিছিল
সাবেক এমপি মান্নানের মৃত্যুতে তারেক রহমানের শোক
গোপালগঞ্জের কাশিয়ানীতে ৩৭৪ আওয়ামী লীগ-ছাত্রলীগের নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
জুলাই বিপ্লবে শহীদদের স্মরণে দোয়া ও আলোচনা সভা এবং আহত বীরদের সম্মাননা 
ফ্যাসিবাদবিরোধী ঐক্য ধরে রাখতে হবে : সালাহউদ্দিন
একাত্তর এবং চব্বিশ উভয়কে ধারণ করলেই কেবল জাতীয় ঐক্য অর্থবহ হবে : খুলনা বিএনপি
চট্টগ্রামে বহুতল ভবন থেকে পড়ে ৩ নির্মাণ শ্রমিকের মৃত্যু
১০