গত ১৮ বছর জঙ্গিবাদ ছিল একটি নাটক : ডিআইজি রেজাউল করিম মল্লিক

বাসস
প্রকাশ: ১৩ জুলাই ২০২৫, ১৯:৩৭ আপডেট: : ১৩ জুলাই ২০২৫, ১৯:৫১
রোববার বেলা সাড়ে ১১টায় শরীয়তপুর পুলিশ লাইনস সভাকক্ষে প্রধান অতিথির বক্তব্য দেন ঢাকা রেঞ্জের ডিআইজি মো. রেজাউল করিম মল্লিক। ছবি : বাসস

শরীয়তপুর, ১৩ জুলাই, ২০২৫ (বাসস) : ঢাকা রেঞ্জের ডিআইজি মো. রেজাউল করিম মল্লিক বলেছেন, গত ১৮ বছর জঙ্গিবাদ ছিল একটি নাটক। প্রকৃত পক্ষে বাংলাদেশে কোনো জঙ্গিবাদ ছিল না।

তিনি বলেন, জুলাই আন্দোলনের মধ্যদিয়ে আমরা একটি নুতন বাংলাদেশ পেয়েছি, এ প্রত্যয় নিয়ে আমরা কাজ করছি। আমরা শরীয়তপুরকে মাদক মুক্ত, সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত করে একটি মডেল জেলা হিসেবে গড়ে তুলতে চাই।

আজ রোববার বেলা সাড়ে ১১টায় শরীয়তপুর পুলিশ লাইনস সভাকক্ষে মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

ঢাকা রেঞ্জের ডিআইজি মো. রেজাউল করিম বলেন, শরীয়তপুর ও মাদারীপুরে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো রাখার জন্য সকল ওসি ও পুলিশ কর্মকর্তাদেরকে নির্দেশ দিয়েছি। এ সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো রাখার জন্য সবার সহযোগিতা কামনা করেন তিনি।

শরীয়তপুর জেলা পুলিশ সুপার (এসপি) মো. নজরুল ইসলাম এ সুধী সমাবেশে সভাপতিত্ব করেন। সমাবেশে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপারগণ, জেলার বিভিন্ন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিক প্রমুখ।

এর আগে জুলাই আন্দোলনে নিহত পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ করেন ঢাকা রেঞ্জের ডিআইজি মো. রেজাউল করিম মল্লিক।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা বাড়তে পারে 
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় র‌্যালি
ভারতের হামলার ভিডিওকে বাংলাদেশের বলে অপপ্রচার শনাক্ত করেছে বাংলাফ্যাক্ট
ইসরায়েলে বিক্রি নিষিদ্ধের পর কলম্বিয়ার কয়লা রপ্তানি কমেছে
সড়ক দুর্ঘটনায় রাবি ছাত্র নিহত
ভিন্ন ঘটনার ভিডিও ছড়িয়ে অপপ্রচার শনাক্ত বাংলাফ্যাক্টের
বাগেরহাটে ভেজাল প্রসাধনী তৈরির কারখানা সিলগালা 
ইউক্রেনের চাওয়া নিরাপত্তা নিশ্চয়তা ইউরোপের জন্য ‘বিপজ্জনক’: রাশিয়া
ইউক্রেনে বিদেশি সেনা মোতায়েন নিয়ে আলোচনা নয়: রাশিয়া
জনগণের কর্তৃত্ব ও সার্বভৌমত্ব ফিরিয়ে দিতে বিএনপি বদ্ধ পরিকর: এমরান সালেহ প্রিন্স
১০