গত ১৮ বছর জঙ্গিবাদ ছিল একটি নাটক : ডিআইজি রেজাউল করিম মল্লিক

বাসস
প্রকাশ: ১৩ জুলাই ২০২৫, ১৯:৩৭ আপডেট: : ১৩ জুলাই ২০২৫, ১৯:৫১
রোববার বেলা সাড়ে ১১টায় শরীয়তপুর পুলিশ লাইনস সভাকক্ষে প্রধান অতিথির বক্তব্য দেন ঢাকা রেঞ্জের ডিআইজি মো. রেজাউল করিম মল্লিক। ছবি : বাসস

শরীয়তপুর, ১৩ জুলাই, ২০২৫ (বাসস) : ঢাকা রেঞ্জের ডিআইজি মো. রেজাউল করিম মল্লিক বলেছেন, গত ১৮ বছর জঙ্গিবাদ ছিল একটি নাটক। প্রকৃত পক্ষে বাংলাদেশে কোনো জঙ্গিবাদ ছিল না।

তিনি বলেন, জুলাই আন্দোলনের মধ্যদিয়ে আমরা একটি নুতন বাংলাদেশ পেয়েছি, এ প্রত্যয় নিয়ে আমরা কাজ করছি। আমরা শরীয়তপুরকে মাদক মুক্ত, সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত করে একটি মডেল জেলা হিসেবে গড়ে তুলতে চাই।

আজ রোববার বেলা সাড়ে ১১টায় শরীয়তপুর পুলিশ লাইনস সভাকক্ষে মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

ঢাকা রেঞ্জের ডিআইজি মো. রেজাউল করিম বলেন, শরীয়তপুর ও মাদারীপুরে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো রাখার জন্য সকল ওসি ও পুলিশ কর্মকর্তাদেরকে নির্দেশ দিয়েছি। এ সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো রাখার জন্য সবার সহযোগিতা কামনা করেন তিনি।

শরীয়তপুর জেলা পুলিশ সুপার (এসপি) মো. নজরুল ইসলাম এ সুধী সমাবেশে সভাপতিত্ব করেন। সমাবেশে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপারগণ, জেলার বিভিন্ন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিক প্রমুখ।

এর আগে জুলাই আন্দোলনে নিহত পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ করেন ঢাকা রেঞ্জের ডিআইজি মো. রেজাউল করিম মল্লিক।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ঢাবি তথ্য কেন্দ্রের সেবার মান বৃদ্ধির লক্ষ্যে বিশেষ পদক্ষেপ
জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা রেখে নতুন বাংলাদেশ গড়ে তুলতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা
উজবেকিস্তানের আইটি পার্ক সিইও এর সাথে বাংলাদেশের রাষ্ট্রদূতের বৈঠক
ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের প্রধান সম্পাদক শামসুর রহমানের দেশত্যাগে নিষেধাজ্ঞা
মধ্যপ্রাচ্যে ‘আপ বাংলাদেশ’-এর ৩৮ সদস্যের কমিটি ঘোষণা
রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২,৩৩৭ মামলা
ডিএমপির বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে ৫৯ জন গ্রেফতার
সেনাবাহিনী প্রধানের নিজস্ব কোনো ফেসবুক প্রোফাইল নেই : আইএসপিআর
পরমাণু অস্ত্র বহনে সক্ষম ক্ষেপণাস্ত্র ব্যবহারের মহড়া করবে রাশিয়া-বেলারুশ
প্রধান উপদেষ্টা দেশে ফিরেছেন
১০