গত ১৮ বছর জঙ্গিবাদ ছিল একটি নাটক : ডিআইজি রেজাউল করিম মল্লিক

বাসস
প্রকাশ: ১৩ জুলাই ২০২৫, ১৯:৩৭ আপডেট: : ১৩ জুলাই ২০২৫, ১৯:৫১
রোববার বেলা সাড়ে ১১টায় শরীয়তপুর পুলিশ লাইনস সভাকক্ষে প্রধান অতিথির বক্তব্য দেন ঢাকা রেঞ্জের ডিআইজি মো. রেজাউল করিম মল্লিক। ছবি : বাসস

শরীয়তপুর, ১৩ জুলাই, ২০২৫ (বাসস) : ঢাকা রেঞ্জের ডিআইজি মো. রেজাউল করিম মল্লিক বলেছেন, গত ১৮ বছর জঙ্গিবাদ ছিল একটি নাটক। প্রকৃত পক্ষে বাংলাদেশে কোনো জঙ্গিবাদ ছিল না।

তিনি বলেন, জুলাই আন্দোলনের মধ্যদিয়ে আমরা একটি নুতন বাংলাদেশ পেয়েছি, এ প্রত্যয় নিয়ে আমরা কাজ করছি। আমরা শরীয়তপুরকে মাদক মুক্ত, সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত করে একটি মডেল জেলা হিসেবে গড়ে তুলতে চাই।

আজ রোববার বেলা সাড়ে ১১টায় শরীয়তপুর পুলিশ লাইনস সভাকক্ষে মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

ঢাকা রেঞ্জের ডিআইজি মো. রেজাউল করিম বলেন, শরীয়তপুর ও মাদারীপুরে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো রাখার জন্য সকল ওসি ও পুলিশ কর্মকর্তাদেরকে নির্দেশ দিয়েছি। এ সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো রাখার জন্য সবার সহযোগিতা কামনা করেন তিনি।

শরীয়তপুর জেলা পুলিশ সুপার (এসপি) মো. নজরুল ইসলাম এ সুধী সমাবেশে সভাপতিত্ব করেন। সমাবেশে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপারগণ, জেলার বিভিন্ন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিক প্রমুখ।

এর আগে জুলাই আন্দোলনে নিহত পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ করেন ঢাকা রেঞ্জের ডিআইজি মো. রেজাউল করিম মল্লিক।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রাজধানীর কালশীতে আগুন
জাতীয় সংসদ নির্বাচনে ৩১ দফা বাস্তবায়নে মোংলায় বিএনপির সমাবেশ
তারেক রহমান শিগগিরই দেশে ফিরে বিএনপির নেতৃত্ব দেবেন : ড. এনামুল হক চৌধুরী
৮ম ড্যাফোডিল ক্যাপ্টেন’স কাপ গলফ্ টুর্নামেন্ট-২০২৫ অনুষ্ঠিত
রাজধানীতে বিভিন্ন অপরাধে জড়িত ২৭ জন গ্রেফতার
রাঙ্গুনিয়ায় একই পুুকুরে ডুবে তিন শিশুর মর্মান্তিক মৃত্যু
ঐতিহ্য ও পর্যটনের এক অনন্য মেলবন্ধন প্যাডেল স্টিমার ‘পি এস মাহসুদ’: নৌপরিবহন উপদেষ্টা
শান্তি ও সহযোগিতার বিশ্ব গড়তে জাতিসংঘকে সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে : অধ্যাপক ইউনূস
মিথ্যা আশ্বাস দিয়ে ভোট চাওয়ার রাজনীতি বিএনপি করে না : মির্জা আব্বাস
লিবিয়ায় অভিবাসীরা নির্যাতন ও অপহরণের শিকার হচ্ছেন : আইওএম প্রধান
১০