সিলেটে জুলাই গণপদযাত্রায় অংশ নিয়েছিল শিক্ষার্থীরা

বাসস
প্রকাশ: ১৩ জুলাই ২০২৫, ২০:০৫
ছবি : সংগৃহীত

সিলেট, ১৩ জুলাই, ২০২৫ (বাসস) : ২০২৪ সালে কোটা সংস্কার আন্দোলনের দাবিতে সারাদেশের মতো উত্তাল ছিল সিলেট। জুলাইয়ের এই দিনে কোটা সংস্কারের দাবি আদায়ের লক্ষ্যে গণপদযাত্রা কর্মসূচি পালন করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীরা। একই সঙ্গে সিলেট জেলা প্রশাসকের কাছে রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি দেন তারা।

শাবি শিক্ষার্থীদের এই কর্মসূচিতে যোগ দেন সিলেটের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের কয়েকশত শিক্ষার্থী। সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ, লিডিং ইউনিভার্সিটি, মেট্রোপলিটন ইউনিভার্সিটি, এমসি কলেজ, মদন মোহন কলেজসহ নানা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নিয়েছিল গণপদযাত্রা কর্মসূচিতে।

সেদিন সকাল সাড়ে ১১টায় শাবিপ্রবির প্রধান ফটক থেকে শুরু হওয়া পদযাত্রা সুবিদবাজার ও রিকাবীবাজার হয়ে বন্দরবাজারস্থ জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। বেলা দুইটার দিকে জেলা প্রশাসক শেখ রাসেল হাসানের কাছে রাষ্ট্রপতির উদ্দেশে লেখা স্মারকলিপি জমা দেন শিক্ষার্থীরা।

আন্দোলনের সমন্বয়ক ও শাবিপ্রবির শিক্ষার্থী আসাদুল্লাহ আল গালিব সেদিন বলেছিলেন, ‘আমরা পড়াশোনায় ফিরতে চাই, গবেষণায় ফিরতে চাই। কিন্তু তার আগে চাই ন্যায্য অধিকার নিশ্চিত হোক।’

সহ-সমন্বয়ক ফয়সাল আহমেদ ২৪ ঘণ্টার মধ্যে সব মামলা প্রত্যাহার এবং ছাত্রদের ন্যায্য সব দাবি মেনে নেওয়ার আল্টিমেটাম দেন।

প্রকৃতপক্ষে, জুলাইয়ের আন্দোলন ধীরে ধীরে জমে ওঠে। ছড়িয়ে পড়ে সারাদেশে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ঢাবি তথ্য কেন্দ্রের সেবার মান বৃদ্ধির লক্ষ্যে বিশেষ পদক্ষেপ
জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা রেখে নতুন বাংলাদেশ গড়ে তুলতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা
উজবেকিস্তানের আইটি পার্ক সিইও এর সাথে বাংলাদেশের রাষ্ট্রদূতের বৈঠক
ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের প্রধান সম্পাদক শামসুর রহমানের দেশত্যাগে নিষেধাজ্ঞা
মধ্যপ্রাচ্যে ‘আপ বাংলাদেশ’-এর ৩৮ সদস্যের কমিটি ঘোষণা
রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২,৩৩৭ মামলা
ডিএমপির বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে ৫৯ জন গ্রেফতার
সেনাবাহিনী প্রধানের নিজস্ব কোনো ফেসবুক প্রোফাইল নেই : আইএসপিআর
পরমাণু অস্ত্র বহনে সক্ষম ক্ষেপণাস্ত্র ব্যবহারের মহড়া করবে রাশিয়া-বেলারুশ
প্রধান উপদেষ্টা দেশে ফিরেছেন
১০