সিলেটে জুলাই গণপদযাত্রায় অংশ নিয়েছিল শিক্ষার্থীরা

বাসস
প্রকাশ: ১৩ জুলাই ২০২৫, ২০:০৫
ছবি : সংগৃহীত

সিলেট, ১৩ জুলাই, ২০২৫ (বাসস) : ২০২৪ সালে কোটা সংস্কার আন্দোলনের দাবিতে সারাদেশের মতো উত্তাল ছিল সিলেট। জুলাইয়ের এই দিনে কোটা সংস্কারের দাবি আদায়ের লক্ষ্যে গণপদযাত্রা কর্মসূচি পালন করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীরা। একই সঙ্গে সিলেট জেলা প্রশাসকের কাছে রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি দেন তারা।

শাবি শিক্ষার্থীদের এই কর্মসূচিতে যোগ দেন সিলেটের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের কয়েকশত শিক্ষার্থী। সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ, লিডিং ইউনিভার্সিটি, মেট্রোপলিটন ইউনিভার্সিটি, এমসি কলেজ, মদন মোহন কলেজসহ নানা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নিয়েছিল গণপদযাত্রা কর্মসূচিতে।

সেদিন সকাল সাড়ে ১১টায় শাবিপ্রবির প্রধান ফটক থেকে শুরু হওয়া পদযাত্রা সুবিদবাজার ও রিকাবীবাজার হয়ে বন্দরবাজারস্থ জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। বেলা দুইটার দিকে জেলা প্রশাসক শেখ রাসেল হাসানের কাছে রাষ্ট্রপতির উদ্দেশে লেখা স্মারকলিপি জমা দেন শিক্ষার্থীরা।

আন্দোলনের সমন্বয়ক ও শাবিপ্রবির শিক্ষার্থী আসাদুল্লাহ আল গালিব সেদিন বলেছিলেন, ‘আমরা পড়াশোনায় ফিরতে চাই, গবেষণায় ফিরতে চাই। কিন্তু তার আগে চাই ন্যায্য অধিকার নিশ্চিত হোক।’

সহ-সমন্বয়ক ফয়সাল আহমেদ ২৪ ঘণ্টার মধ্যে সব মামলা প্রত্যাহার এবং ছাত্রদের ন্যায্য সব দাবি মেনে নেওয়ার আল্টিমেটাম দেন।

প্রকৃতপক্ষে, জুলাইয়ের আন্দোলন ধীরে ধীরে জমে ওঠে। ছড়িয়ে পড়ে সারাদেশে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বৈষম্যহীন সমাজ গঠনে মানবতন্ত্র প্রতিষ্ঠার আহ্বান : মানবাধিকার কনভেনশনে বক্তারা
সিআইডির ছায়া তদন্তে ডাকাতির রহস্য উদঘাটন ও ডাকাত সর্দার গ্রেফতার
শহিদুল আলম বাংলাদেশের অবিচল মনোবলের এক উজ্জ্বল প্রতীক : প্রধান উপদেষ্টা
নৌপরিবহন উপদেষ্টার সাথে আইএমও’র মহাসচিবের বৈঠক
ঢাবিতে অনুষ্ঠিত হলো  দুই দিনব্যাপী  জাতীয় বিতর্ক উৎসব
আইনজীবী ফোরামের নেতাদের সঙ্গে পিরোজপুর জেলা বিএনপির মতবিনিময়
ডিএমপির বিশেষ অভিযানে ১৪ জন গ্রেফতার
কন্যাশিশু নির্যাতন ও সহিংসতা থেকে উত্তরণে ১১টি সুপারিশ তুলে ধরেছে জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরাম
ট্রাফিক আইন লঙ্ঘনে গত চার দিনে ডিএমপির ৫,০৯৯টি মামলা
মহানবী (সা.)-এর সীরাতের প্রামাণ্য উপস্থাপন মানুষের অন্তরে প্রোথিত থাকবে : ধর্ম উপদেষ্টা
১০