সিলেটে জুলাই গণপদযাত্রায় অংশ নিয়েছিল শিক্ষার্থীরা

বাসস
প্রকাশ: ১৩ জুলাই ২০২৫, ২০:০৫
ছবি : সংগৃহীত

সিলেট, ১৩ জুলাই, ২০২৫ (বাসস) : ২০২৪ সালে কোটা সংস্কার আন্দোলনের দাবিতে সারাদেশের মতো উত্তাল ছিল সিলেট। জুলাইয়ের এই দিনে কোটা সংস্কারের দাবি আদায়ের লক্ষ্যে গণপদযাত্রা কর্মসূচি পালন করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীরা। একই সঙ্গে সিলেট জেলা প্রশাসকের কাছে রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি দেন তারা।

শাবি শিক্ষার্থীদের এই কর্মসূচিতে যোগ দেন সিলেটের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের কয়েকশত শিক্ষার্থী। সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ, লিডিং ইউনিভার্সিটি, মেট্রোপলিটন ইউনিভার্সিটি, এমসি কলেজ, মদন মোহন কলেজসহ নানা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নিয়েছিল গণপদযাত্রা কর্মসূচিতে।

সেদিন সকাল সাড়ে ১১টায় শাবিপ্রবির প্রধান ফটক থেকে শুরু হওয়া পদযাত্রা সুবিদবাজার ও রিকাবীবাজার হয়ে বন্দরবাজারস্থ জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। বেলা দুইটার দিকে জেলা প্রশাসক শেখ রাসেল হাসানের কাছে রাষ্ট্রপতির উদ্দেশে লেখা স্মারকলিপি জমা দেন শিক্ষার্থীরা।

আন্দোলনের সমন্বয়ক ও শাবিপ্রবির শিক্ষার্থী আসাদুল্লাহ আল গালিব সেদিন বলেছিলেন, ‘আমরা পড়াশোনায় ফিরতে চাই, গবেষণায় ফিরতে চাই। কিন্তু তার আগে চাই ন্যায্য অধিকার নিশ্চিত হোক।’

সহ-সমন্বয়ক ফয়সাল আহমেদ ২৪ ঘণ্টার মধ্যে সব মামলা প্রত্যাহার এবং ছাত্রদের ন্যায্য সব দাবি মেনে নেওয়ার আল্টিমেটাম দেন।

প্রকৃতপক্ষে, জুলাইয়ের আন্দোলন ধীরে ধীরে জমে ওঠে। ছড়িয়ে পড়ে সারাদেশে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মীরসরাইয়ে সড়ক দূর্ঘটনায় দুই শিক্ষার্থীর মৃত্যু
ফিলিস্তিন রাষ্ট্রদূতের নৈশভোজে অংশ নিয়েছেন বিএনপির নেতারা
লেবাননের ভেতরে দেয়াল নির্মাণ করেছে ইসরাইল : জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী
কপ৩০ জলবায়ু সম্মেলনের প্রবেশপথ অবরোধ করল আদিবাসী বিক্ষোভকারীরা
আইএমএফ প্রতিনিধি দলের সঙ্গে এনসিপি নেতৃবৃন্দের বৈঠক
শেখ হাসিনা দেশে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছেন : ডা. জাহিদ
সিলেটে হত্যা মামলার আসামি গ্রেফতার
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৫ জন রাজধানীতে গ্রেফতার 
রাঙ্গামাটিতে দুই দিনব্যাপী পার্বত্য চট্টগ্রাম লেখক সম্মেলন
লুক্সেমবার্গের গ্র্যান্ড ডিউকের কাছে পরিচয়পত্র পেশ করলেন বাংলাদেশের রাষ্ট্রদূত
১০