ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘আষাঢ় পার্বণ’ উৎসব উদযাপিত

বাসস
প্রকাশ: ১৩ জুলাই ২০২৫, ২০:০৫
‘আষাঢ় পার্বণ’ উৎসব উদযাপিত। ছবি : বাসস

ঢাকা, ১৩ জুলাই, ২০২৫ (বাসস) : বর্ষা ঋতুকে বরণ করে নিতে ঢাকা বিশ্ববিদ্যালয়(ঢাবি) সাংস্কৃতিক সংসদের উদ্যোগে আজ রোববার ছাত্র-শিক্ষক কেন্দ্রে(টিএসসি) ‘আষাঢ় পার্বণ-১৪৩২’ উৎসব উদযাপিত হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ উপলক্ষ্যে সাংস্কৃতিক অনুষ্ঠান ও দিনব্যাপী উদ্যোক্তা মেলার আয়োজন করা হয়।

উপদেষ্টা বলেন, বর্তমানে জাতীয় ও আন্তর্জাতিকভাবে আমরা একটি অস্থির সময় অতিক্রম করছি। আমরা সকলেই একটি সুস্থ সমাজ চাই । এ লক্ষ্যে সাংস্কৃতিক কার্যক্রম জোরদার করা দরকার। 

এই উৎসবের মাধ্যমে নতুন প্রজন্মের সাংস্কৃতিক চর্চা আরও বৃদ্ধি পাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

টিএসসি  মিলনায়তনে উৎসবের  উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম  চৌধুরী । 

ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক সংসদের মডারেটর এবং নৃবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. রাশেদা রওনক খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব তারিক আনাম খান এবং প্রখ্যাত নৃত্যশিল্পী মুনমুন আহমেদ।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাংস্কৃতিক সংসদের উপদেষ্টা সহযোগী অধ্যাপক তানভীর নাহিদ খান, সভাপতি নাফিয়া ফারজানা অমিয়া ও সাধারণ সম্পাদক রওনক জাহান রাকামনি।

অনুষ্ঠানের শুরুতে জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, হাজার মানুষের ত্যাগের বিনিময়ে জুলাই গণ-অভ্যুত্থানের মাধ্যমে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। নতুন বাংলাদেশের স্বপ্ন পূরণে ঢাকা বিশ্ববিদ্যালয়কে শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে দেশের অনন্য প্রতিষ্ঠান হিসেবে আমরা গড়তে চাই। এক্ষেত্রে তিনি সকলের সহযোগিতা কামরা করেন।  পড়াশোনার পাশাপাশি সহ-শিক্ষামূলক ও সাংস্কৃতিক কার্যক্রমে অংশগ্রহণের জন্য তিনি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানে সাংস্কৃতিক সংসদ প্রকাশিত ম্যাগাজিন ‘বাদলা দিন’-এর মোড়ক উন্মোচন করা হয়। 


 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ঢাবি তথ্য কেন্দ্রের সেবার মান বৃদ্ধির লক্ষ্যে বিশেষ পদক্ষেপ
জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা রেখে নতুন বাংলাদেশ গড়ে তুলতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা
উজবেকিস্তানের আইটি পার্ক সিইও এর সাথে বাংলাদেশের রাষ্ট্রদূতের বৈঠক
ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের প্রধান সম্পাদক শামসুর রহমানের দেশত্যাগে নিষেধাজ্ঞা
মধ্যপ্রাচ্যে ‘আপ বাংলাদেশ’-এর ৩৮ সদস্যের কমিটি ঘোষণা
রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২,৩৩৭ মামলা
ডিএমপির বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে ৫৯ জন গ্রেফতার
সেনাবাহিনী প্রধানের নিজস্ব কোনো ফেসবুক প্রোফাইল নেই : আইএসপিআর
পরমাণু অস্ত্র বহনে সক্ষম ক্ষেপণাস্ত্র ব্যবহারের মহড়া করবে রাশিয়া-বেলারুশ
প্রধান উপদেষ্টা দেশে ফিরেছেন
১০