সুনামগঞ্জে অবৈধভাবে উত্তোলনকৃত বালুসহ আটক ২, নৌকা জব্দ  

বাসস
প্রকাশ: ১৩ জুলাই ২০২৫, ২১:০২
বালুসহ আটক ২, নৌকা জব্দ  । ছবি : বাসস

সুনামগঞ্জ, ১৩ জুলাই ২০২৫ (বাসস): জেলার তাহিরপুর উপজেলায় আজ যাদুকাটা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও নৌকা বোঝাই করে পাচারের সময় ২ জনকে আটক করেছে পুলিশ। 

এ সময় চারশ’ ফুট বালু বোঝাই একটি ষ্টিলবডি নৌকাও জব্দ করা হয়।

আজ রোববার সকালে যাদুকাটা নদীতে অভিযানকালে এসব বালু ও নৌকা জব্দ এবং জড়িতদের আটক করা হয়। 

আটককৃতরা হলেন- তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের কোনাটছড়া গ্রামের মৃত নুর ইসলামের ছেলে আবদুল কাদির (৪০) ও সোহালা গ্রামের মো. আলাউদ্দিনের ছেলে মো. আলী হোসেন (২৯)।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, তাহিরপুর উপজেলায় ইজারাবিহীন যাদুকাটা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে একটি ষ্টিলবডি নৌকা বোঝাই করে নিয়ে যাওয়ার সময় গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ অভিযান চালায়। তাহিরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন- এর নেতৃত্বে এ অভিযানকালে যাদুকাটা নদী থেকে একটি ষ্টীল বডি নৌকায় বোঝাই ৪০০ ঘনফুট বালু সহ আবদুল কাদির ও মো. আলী হোসেনকে আটক করা হয়। 

বিষয়টি নিশ্চিত করে তাহিরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন জানান, এ ঘটনায় তাহিরপুর থানায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে মামলা দায়ের করে আটককৃতদের আদালতে পাঠানো হয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
হবিগঞ্জে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী যুবক নিহত
বাগেরহাটে আমের ক্যারেট থেকে কোটি টাকার ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
শিক্ষার্থী মাহফুজ হত্যায় ছিনতাইকারী চক্রের ৫ জন গ্রেফতার
ঢাবিতে জুলাই গণ-অভ্যুত্থানের প্রথম বার্ষিকী উদযাপনে নানা কর্মসূচি গ্রহণ 
রাজধানীতে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
নওগাঁয়ে বিএনপির মশাল মিছিল
সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দুই মাস বৃদ্ধি 
পাঁচ গোলের রোমাঞ্চকর ম্যাচে বাংলাদেশের জয়
গণতন্ত্রবিরোধীদের ‘রাজনৈতিক দল’ বলা যায় না : আমীর খসরু
গণতন্ত্রবিরোধীদের ‘রাজনৈতিক দল’ বলা যায় না : আমীর খসরু
১০