চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে : লক্ষ্মীপুর জেলা প্রশাসন 

বাসস
প্রকাশ: ১৩ জুলাই ২০২৫, ২১:২৪
কেউ চাঁদাবাজি করলে তা কঠোর হাতে দমন করা হবে : লক্ষ্মীপুর জেলা প্রশাসন । ছবি : বাসস

লক্ষ্মীপুর, ১৩ জুলাই, ২০২৫ (বাসস) : লক্ষ্মীপুর জেলা প্রশাসক রাজীব কুমার সরকার বলেছেন, জেলায় কেউ চাঁদাবাজি করলে তা কঠোর হাতে দমন করা হবে।

তিনি বলেন, আইনশৃংখলা পরিস্থিতির অবনতি ও অস্থীতিশীল করতে দেয়া হবে না। নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা হবে। 

আজ রোববার জেলা আইনশৃংখলা কমিটির সভায় এসব কথা বলেন তিনি। জেলা প্রশাসক রাজীব কুমার সরকারের সভাপতিত্বে জেলা প্রশাসক কার্যালয়ের হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়। 

জেলা প্রশাসক বলেন, মাদক অপরাধ কর্মকান্ড নিমূলে কাজ করছে পুলিশ। পাশাপাশি বিভিন্ন স্থানে খাল-নদী ও সরকারী জায়গায় অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম চলমান রয়েছে। 

এসময় পুলিশ সুপার মো. আকতার হোসেন, লক্ষ্মীপুরে দায়িত্বরত সেনাবাহিনীর মেজর জিয়া উদ্দিন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও পৌরসভার প্রশাসক মো. জসিম উদ্দিন, জেলা বিএনপির সদস্য সচিব সাহাবুদ্দিন সাবু, জেলা জামায়াতের আমীর মাস্টার রুহুল আমিন প্রমুখ উপস্থিত ছিলেন।

পুলিশ সুপার মো. আকতার হোসেন বলেন, বর্তমানে জেলায় আইনশৃংখলা পরিস্থিতি অনেক ভালো। চুরি-ডাকাতি, হানা-হানি, মারা-মারিসহ আইনশৃংখলা পরিস্থিতির অবনতি যেন না হয়, সেদিকে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। 

জেলার প্রতিটি এলাকায় আইনশৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখতে সর্তক অবস্থানে রয়েছে পুলিশ।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ঢাবি তথ্য কেন্দ্রের সেবার মান বৃদ্ধির লক্ষ্যে বিশেষ পদক্ষেপ
জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা রেখে নতুন বাংলাদেশ গড়ে তুলতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা
উজবেকিস্তানের আইটি পার্ক সিইও এর সাথে বাংলাদেশের রাষ্ট্রদূতের বৈঠক
ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের প্রধান সম্পাদক শামসুর রহমানের দেশত্যাগে নিষেধাজ্ঞা
মধ্যপ্রাচ্যে ‘আপ বাংলাদেশ’-এর ৩৮ সদস্যের কমিটি ঘোষণা
রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২,৩৩৭ মামলা
ডিএমপির বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে ৫৯ জন গ্রেফতার
সেনাবাহিনী প্রধানের নিজস্ব কোনো ফেসবুক প্রোফাইল নেই : আইএসপিআর
পরমাণু অস্ত্র বহনে সক্ষম ক্ষেপণাস্ত্র ব্যবহারের মহড়া করবে রাশিয়া-বেলারুশ
প্রধান উপদেষ্টা দেশে ফিরেছেন
১০