চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে : লক্ষ্মীপুর জেলা প্রশাসন 

বাসস
প্রকাশ: ১৩ জুলাই ২০২৫, ২১:২৪
কেউ চাঁদাবাজি করলে তা কঠোর হাতে দমন করা হবে : লক্ষ্মীপুর জেলা প্রশাসন । ছবি : বাসস

লক্ষ্মীপুর, ১৩ জুলাই, ২০২৫ (বাসস) : লক্ষ্মীপুর জেলা প্রশাসক রাজীব কুমার সরকার বলেছেন, জেলায় কেউ চাঁদাবাজি করলে তা কঠোর হাতে দমন করা হবে।

তিনি বলেন, আইনশৃংখলা পরিস্থিতির অবনতি ও অস্থীতিশীল করতে দেয়া হবে না। নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা হবে। 

আজ রোববার জেলা আইনশৃংখলা কমিটির সভায় এসব কথা বলেন তিনি। জেলা প্রশাসক রাজীব কুমার সরকারের সভাপতিত্বে জেলা প্রশাসক কার্যালয়ের হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়। 

জেলা প্রশাসক বলেন, মাদক অপরাধ কর্মকান্ড নিমূলে কাজ করছে পুলিশ। পাশাপাশি বিভিন্ন স্থানে খাল-নদী ও সরকারী জায়গায় অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম চলমান রয়েছে। 

এসময় পুলিশ সুপার মো. আকতার হোসেন, লক্ষ্মীপুরে দায়িত্বরত সেনাবাহিনীর মেজর জিয়া উদ্দিন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও পৌরসভার প্রশাসক মো. জসিম উদ্দিন, জেলা বিএনপির সদস্য সচিব সাহাবুদ্দিন সাবু, জেলা জামায়াতের আমীর মাস্টার রুহুল আমিন প্রমুখ উপস্থিত ছিলেন।

পুলিশ সুপার মো. আকতার হোসেন বলেন, বর্তমানে জেলায় আইনশৃংখলা পরিস্থিতি অনেক ভালো। চুরি-ডাকাতি, হানা-হানি, মারা-মারিসহ আইনশৃংখলা পরিস্থিতির অবনতি যেন না হয়, সেদিকে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। 

জেলার প্রতিটি এলাকায় আইনশৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখতে সর্তক অবস্থানে রয়েছে পুলিশ।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রাজধানীর কালশীতে আগুন
জাতীয় সংসদ নির্বাচনে ৩১ দফা বাস্তবায়নে মোংলায় বিএনপির সমাবেশ
তারেক রহমান শিগগিরই দেশে ফিরে বিএনপির নেতৃত্ব দেবেন : ড. এনামুল হক চৌধুরী
৮ম ড্যাফোডিল ক্যাপ্টেন’স কাপ গলফ্ টুর্নামেন্ট-২০২৫ অনুষ্ঠিত
রাজধানীতে বিভিন্ন অপরাধে জড়িত ২৭ জন গ্রেফতার
রাঙ্গুনিয়ায় একই পুুকুরে ডুবে তিন শিশুর মর্মান্তিক মৃত্যু
ঐতিহ্য ও পর্যটনের এক অনন্য মেলবন্ধন প্যাডেল স্টিমার ‘পি এস মাহসুদ’: নৌপরিবহন উপদেষ্টা
শান্তি ও সহযোগিতার বিশ্ব গড়তে জাতিসংঘকে সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে : অধ্যাপক ইউনূস
মিথ্যা আশ্বাস দিয়ে ভোট চাওয়ার রাজনীতি বিএনপি করে না : মির্জা আব্বাস
লিবিয়ায় অভিবাসীরা নির্যাতন ও অপহরণের শিকার হচ্ছেন : আইওএম প্রধান
১০