গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ১ জনের মৃত্যু, আক্রান্ত ৪২০ জন

বাসস
প্রকাশ: ১৩ জুলাই ২০২৫, ২১:৪২
প্রতীকী ছবি

ঢাকা, ১৩ জুলাই, ২০২৫ (বাসস) : দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ১ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আরও ৪২০ জন দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। 

আজ রোববার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ১১৬ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৭৯ জন, ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৬০ জন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে ২৫ জন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ৫৭ জন, খুলনা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ২৬ জন, ময়মনসিংহ বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৯ জন, রাজশাহী বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৪৫ জন, রংপুর বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৩ জন রয়েছেন। এসময়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৪৮১ জন।

চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ১৪ হাজার ৮৮০ জন। আক্রান্তদের মধ্যে ৫৯ শতাংশ পুরুষ এবং ৪১ শতাংশ নারী। চলতি বছর হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন মোট ১৩ হাজার ৫৮৪জন। এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন ৫৬ জন।

২০২৪ সালে দেশে মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে ১ লাখ ১ হাজার ২১৪ জন এবং মারা গেছেন ৫৭৫ জন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা বাড়তে পারে 
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় র‌্যালি
ভারতের হামলার ভিডিওকে বাংলাদেশের বলে অপপ্রচার শনাক্ত করেছে বাংলাফ্যাক্ট
ইসরায়েলে বিক্রি নিষিদ্ধের পর কলম্বিয়ার কয়লা রপ্তানি কমেছে
সড়ক দুর্ঘটনায় রাবি ছাত্র নিহত
ভিন্ন ঘটনার ভিডিও ছড়িয়ে অপপ্রচার শনাক্ত বাংলাফ্যাক্টের
বাগেরহাটে ভেজাল প্রসাধনী তৈরির কারখানা সিলগালা 
ইউক্রেনের চাওয়া নিরাপত্তা নিশ্চয়তা ইউরোপের জন্য ‘বিপজ্জনক’: রাশিয়া
ইউক্রেনে বিদেশি সেনা মোতায়েন নিয়ে আলোচনা নয়: রাশিয়া
জনগণের কর্তৃত্ব ও সার্বভৌমত্ব ফিরিয়ে দিতে বিএনপি বদ্ধ পরিকর: এমরান সালেহ প্রিন্স
১০