হবিগঞ্জে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী যুবক নিহত

বাসস
প্রকাশ: ১৪ জুলাই ২০২৫, ১২:০৬
হাসান খান শাহেদ। ফাইল ছবি

হবিগঞ্জ, ১৪ জুলাই ২০২৫ ( বাসস) : জেলার বাহুবল উপজেলায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে হাসান খান শাহেদ (২৪) নামে এক যুবক নিহত হয়েছেন। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুজন।

গতকাল রবিবার রাত সাড়ে ৮টার দিকে বাহুবল উপজেলার পুটিজুরী ইউনিয়নের সম্বপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শাহেদ নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের মুড়াউড়া গ্রামের সাবেক ইউপি সদস্য আশ্বাব উদ্দিন খানের পুত্র।

পুলিশ জানায়, বাহুবল উপজেলা সদর থেকে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন শাহেদ ও তার দুই বন্ধু। পথে সম্বপুর এলাকায় পৌঁছালে ঢাকামুখী একটি ট্রাকের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই শাহেদ মারা যান এবং তার দুই সঙ্গী গুরুতর আহত হন।

আহতদের উদ্ধার করে সিলেট  ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম জানান, ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শাহেদ নিহত হয়েছেন। তার দুই সঙ্গীকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতের লাশ রাতেই পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ। আজ সকাল দশটায় জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
কক্সবাজারে জলবায়ু উদ্বাস্তু পুনর্বাসন প্রকল্পে পুনর্বাসনের ৪,৪০৯ জনের তালিকা বাতিল
রাজশাহী জেলা পরিষদের শিক্ষাবৃত্তি পেলেন ৪৭৬ শিক্ষার্থী
১৫ উইকেট পতনের দিন এগিয়ে অস্ট্রেলিয়া
গত অর্থবছরে খুলনা কর অঞ্চল ৩ হাজার ৯৯০ কোটি টাকা আয়কর আদায় করেছে
মাহবুবুল আলম হানিফের বিরুদ্ধে ২টি মামলা দায়েরের সুপারিশ দুদকের
পিএসজিকে উড়িয়ে দিয়ে ক্লাব বিশ্বকাপের শিরোপা জিতলো চেলসি
ছাত্র-ছাত্রীদের শিক্ষার ভিত মজবুত করার আহ্বান ঢাবি উপাচার্যের 
সর্বজনীন পেনশন স্কিম বাস্তবায়নে ১৭টি বেসরকারি ব্যাংকের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর
শিক্ষাপ্রতিষ্ঠানের ওয়েবসাইটে তথ্য হালনাগাদের নির্দেশ
ডেমরা পুলিশ লাইনস স্কুলের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ডিএমপি কমিশনার
১০