বরগুনা জেলা নির্বাচন অফিসে অগ্নিকাণ্ড

বাসস
প্রকাশ: ১৪ জুলাই ২০২৫, ১২:১১
বরগুনা জেলা নির্বাচন অফিস কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় কাগজপত্রসহ কয়েকটি কম্পিউটার ও বিভিন্ন আসবাবপত্র আগুনে পুড়ে বিনষ্ট। ছবি: বাসস

বরগুনা, ১৪ জুলাই ২০২৫ (বাসস): বরগুনা জেলা নির্বাচন অফিস কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বিভিন্ন ধরনের কাগজপত্রসহ কয়েকটি কম্পিউটার ও বিভিন্ন আসবাবপত্র আগুনে পুড়ে বিনষ্ট হয়েছে। আজ সোমবার (১৪ জুলাই) সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।  

জেলা নির্বাচন অফিস কার্যালয়ের অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার মো. মনির-উজ-জামান জানান, সকালে অফিসের দায়িত্বরত পরিচ্ছন্নতা কর্মী কাজ করতে গিয়ে একটি কক্ষের মধ্যে থেকে শব্দ শুনতে পান। পরে তিনি আশেপাশের লোকজনকে বিষয়টি জানালে তারা এসে অফিসের হিসাব শাখা নামে একটি রুমে আগুন জ্বলতে  দেখেন।

পরবর্তীতে ফায়ার সার্ভিসকে খবর দিলে ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনেন। এ সময়ের মধ্যে ওই রুমে থাকা পুরাতন ভোটার তালিকা, কয়েকটি ব্যালট বাক্স, কম্পিউটার, একটি ফ্রিজ এবং অন্যান্য কাগজপত্রসহ কিছু আসবাবপত্র পুড়ে যায়। 

বরগুনা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক জাহাঙ্গীর আহমেদ বলেন, ‘সকাল ৭টা ২৬ মিনিটের সময় আমরা আগুন লাগার খবর পাই। স্টেশন কাছাকাছি হওয়ায় দ্রুত সময়ের মধ্যে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে এখনও কিছু জানা যায়নি।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সোহাগ হত্যার ঘটনা তদন্তে বিচারিক কমিশন গঠন চেয়ে রিট কার্যতালিকা থেকে বাদ
গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১
ভোলায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত
নাটোরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থদের মধ্যে টিন ও অর্থ বিতরণ 
রাঙ্গামাটিতে জুলাই আন্দোলনে নারীদের গৗরবময় ভূমিকা শীর্ষক আলোচনা ও চলচ্চিত্র প্রদর্শনী
ট্রাম্পের শুল্ক হুমকির প্রতিক্রিয়া বিবেচনা করছে ইইউ মন্ত্রীরা
প্রতিরক্ষা আলোচনার জন্য মার্কিন বিশেষ দূত কেলগ কিয়েভে পৌঁছেছেন
ইনজেকশন দিয়ে রোগীদের হত্যা: জার্মানিতে চিকিৎসকের বিচার শুরু
টানা বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কাঁচা মরিচ ও সবজি ক্ষেত, বেড়েছে দাম 
বাড্ডায় আনোয়ার হত্যা মামলার আসামি গ্রেফতার
১০