চাঁদপুরে কিশোর গ্যাং সন্দেহে ৩২ জনকে আটক

বাসস
প্রকাশ: ১৪ জুলাই ২০২৫, ১২:৩৯
চাঁদপুরে অভিযান চালিয়ে কিশোর গ্যাং সন্দেহে ৩২ জনকে আটক করে জেলা পুলিশ। ছবি: বাসস

চাঁদপুর, ১৪ জুলাই ২০২৫ (বাসস) : সম্প্রতি জেলা শহরে কিশোর গ্যাং সদস্যদের দৌরাত্ম্য বৃদ্ধি পেয়েছে। তাদের নিয়ন্ত্রণে মাঠে নেমেছে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ।

গতকাল  সন্ধ্যার পরে শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে কিশোর গ্যাং সন্দেহে ৩২ জনকে আটক করা হয়। এ পরিস্থিতি নিয়ন্ত্রণে কিশোরদের সন্ধ্যার পর বিনা প্রয়োজনে বাইরে না যাওয়ার নির্দেশ দিয়েছে জেলা পুলিশ। 

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া জানান, গতকাল রোববার (১৩ জুলাই) রাত ৮ টা থেকে ১০ টা পর্যন্ত পুলিশের বিশেষ এই অভিযান পরিচালনা করা হয়।  

তিনি বলেন, কিশোর অপরাধের সাথে জড়িত সন্দেহে চাঁদপুর শহরের ছায়াবানী মোড়, মিশন রোডের মোড়, লেংটা বাড়ি সিএনজি স্টেশন, হাসান আলী মাঠ ও কালিবাড়ি প্লাটফর্মসহ গুরুত্বপূর্ণ স্থানে অভিযান চালিয়ে ৩২ জন কিশোরকে কিশোর অপরাধী সন্দেহে আটক করা হয়। 

পরবর্তীতে তাদের যাচাইবাছাই করে প্রকৃত অভিভাবকের নিকট কিশোর অপরাধের বিষয়ে কাউন্সেলিং করে মুচলেকা ও জিম্মা প্রদান করা হয়।

তিনি জানান, শহরের শান্তি শৃঙ্খলা রক্ষার্থে অভিযান অব্যাহত থাকবে। বিশেষ করে সন্ধ্যার পরে বিনা প্রয়োজনে কোনো শিক্ষার্থী বাসার বাইরে থাকতে পারবেনা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
শহিদুল আলম বাংলাদেশের অবিচল মনোবলের এক উজ্জ্বল প্রতীক : প্রধান উপদেষ্টা
নৌপরিবহন উপদেষ্টার সাথে আইএমও’র মহাসচিবের বৈঠক
ঢাবিতে অনুষ্ঠিত হলো  দুই দিনব্যাপী  জাতীয় বিতর্ক উৎসব
আইনজীবী ফোরামের নেতাদের সঙ্গে পিরোজপুর জেলা বিএনপির মতবিনিময়
ডিএমপির বিশেষ অভিযানে ১৪ জন গ্রেফতার
কন্যাশিশু নির্যাতন ও সহিংসতা থেকে উত্তরণে ১১টি সুপারিশ তুলে ধরেছে জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরাম
ট্রাফিক আইন লঙ্ঘনে গত চার দিনে ডিএমপির ৫,০৯৯টি মামলা
মহানবী (সা.)-এর সীরাতের প্রামাণ্য উপস্থাপন মানুষের অন্তরে প্রোথিত থাকবে : ধর্ম উপদেষ্টা
আয়ারল্যান্ড সিরিজের সূচি প্রকাশ
জাতীয় নিরাপত্তা উপদেষ্টার যুক্তরাষ্ট্রের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক 
১০