চাঁদপুরে কিশোর গ্যাং সন্দেহে ৩২ জনকে আটক

বাসস
প্রকাশ: ১৪ জুলাই ২০২৫, ১২:৩৯
চাঁদপুরে অভিযান চালিয়ে কিশোর গ্যাং সন্দেহে ৩২ জনকে আটক করে জেলা পুলিশ। ছবি: বাসস

চাঁদপুর, ১৪ জুলাই ২০২৫ (বাসস) : সম্প্রতি জেলা শহরে কিশোর গ্যাং সদস্যদের দৌরাত্ম্য বৃদ্ধি পেয়েছে। তাদের নিয়ন্ত্রণে মাঠে নেমেছে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ।

গতকাল  সন্ধ্যার পরে শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে কিশোর গ্যাং সন্দেহে ৩২ জনকে আটক করা হয়। এ পরিস্থিতি নিয়ন্ত্রণে কিশোরদের সন্ধ্যার পর বিনা প্রয়োজনে বাইরে না যাওয়ার নির্দেশ দিয়েছে জেলা পুলিশ। 

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া জানান, গতকাল রোববার (১৩ জুলাই) রাত ৮ টা থেকে ১০ টা পর্যন্ত পুলিশের বিশেষ এই অভিযান পরিচালনা করা হয়।  

তিনি বলেন, কিশোর অপরাধের সাথে জড়িত সন্দেহে চাঁদপুর শহরের ছায়াবানী মোড়, মিশন রোডের মোড়, লেংটা বাড়ি সিএনজি স্টেশন, হাসান আলী মাঠ ও কালিবাড়ি প্লাটফর্মসহ গুরুত্বপূর্ণ স্থানে অভিযান চালিয়ে ৩২ জন কিশোরকে কিশোর অপরাধী সন্দেহে আটক করা হয়। 

পরবর্তীতে তাদের যাচাইবাছাই করে প্রকৃত অভিভাবকের নিকট কিশোর অপরাধের বিষয়ে কাউন্সেলিং করে মুচলেকা ও জিম্মা প্রদান করা হয়।

তিনি জানান, শহরের শান্তি শৃঙ্খলা রক্ষার্থে অভিযান অব্যাহত থাকবে। বিশেষ করে সন্ধ্যার পরে বিনা প্রয়োজনে কোনো শিক্ষার্থী বাসার বাইরে থাকতে পারবেনা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ঢাবি তথ্য কেন্দ্রের সেবার মান বৃদ্ধির লক্ষ্যে বিশেষ পদক্ষেপ
জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা রেখে নতুন বাংলাদেশ গড়ে তুলতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা
উজবেকিস্তানের আইটি পার্ক সিইও এর সাথে বাংলাদেশের রাষ্ট্রদূতের বৈঠক
ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের প্রধান সম্পাদক শামসুর রহমানের দেশত্যাগে নিষেধাজ্ঞা
মধ্যপ্রাচ্যে ‘আপ বাংলাদেশ’-এর ৩৮ সদস্যের কমিটি ঘোষণা
রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২,৩৩৭ মামলা
ডিএমপির বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে ৫৯ জন গ্রেফতার
সেনাবাহিনী প্রধানের নিজস্ব কোনো ফেসবুক প্রোফাইল নেই : আইএসপিআর
পরমাণু অস্ত্র বহনে সক্ষম ক্ষেপণাস্ত্র ব্যবহারের মহড়া করবে রাশিয়া-বেলারুশ
প্রধান উপদেষ্টা দেশে ফিরেছেন
১০