হজের ফিরতি ফ্লাইট কার্যক্রম সফলভাবে শেষ করল বিমান

বাসস
প্রকাশ: ১৪ জুলাই ২০২৫, ১৭:০১
ফাইল ছবি

ঢাকা, ১৪ জুলাই, ২০২৫ (বাসস) : সৌদি আরব থেকে বাংলাদেশি হজযাত্রীদের নিরাপদে দেশে ফেরানোর মাধ্যমে চলতি বছরের হজের ফিরতি ফ্লাইট কার্যক্রম সফলভাবে শেষ করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

আজ বিমানের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মৌসুমের শেষ ফিরতি ফ্লাইটটি শুক্রবার চট্টগ্রামে পৌঁছায়। 
এর মাধ্যমে ২০২৫ সালের হজ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শেষ হয়।

প্রতি বছরের মতো এবারও বিমান বাংলাদেশ এয়ারলাইন্স হজ পালন শেষে দেশে ফেরা হাজিদের মধ্যে জমজমের পানি বিতরণ করে। 
জাতীয় পতাকাবাহী সংস্থা হিসেবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বাংলাদেশ ও সৌদি সরকারের তত্ত্বাবধানে সৌদিয়া ও ফ্লাইনাসের সঙ্গে যৌথভাবে হজ ফ্লাইট পরিচালনা করেছে।

হজের মৌসুমে অতিরিক্ত  ফ্লাইট এবং সংশ্লিষ্ট সেবাসমূহ নির্বিঘ্নভাবে পরিচালনার জন্য এক হাজারেরও বেশি কর্মকর্তা ও কর্মচারী মোতায়েন করে বিমান। ফ্লাইট পরিচালনার পাশাপাশি হজ ফ্লাইটগুলোর গ্রাউন্ড হ্যান্ডলিং সেবা দেওয়ার দায়িত্বও এককভাবে পালন করে বিমান। 

সংস্থাটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরসহ দেশের অন্যান্য প্রবেশপথে বিদেশি এয়ারলাইন্সকেও গ্রাউন্ড হ্যান্ডলিং সেবা দিয়ে থাকে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এই বৃহৎ কার্যক্রম সফলভাবে বাস্তবায়নের মধ্য দিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আবারও সক্ষমতা, পেশাদারিত্ব ও জাতীয় সেবার প্রতি তাদের প্রতিশ্রুতি প্রমাণ করেছে। ভবিষ্যত হজ কার্যক্রমেও বিমান এ ধরনের সেবা ও নিষ্ঠা অব্যাহত রাখবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
চট্টগ্রামে সাংবাদিক পরিচয়ে বাসায় ঢুকে ডাকাতি, গ্রেফতার ৭
ভোলায় কোস্টগার্ডের ফ্রি মেডিকেল ক্যাম্প
আইজিপির সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
বাংলাদেশে কোরিয়ান বিনিয়োগ বাড়াতে সিইপিএ চুক্তি চূড়ান্তের পথে
ইসরাইল পশ্চিম তীর সংযুক্ত করবে না : মার্কিন ভাইস প্রেসিডেন্ট
ওয়েস্ট ইন্ডিজ সিরিজে টি-টোয়েন্টি দলে ফিরলেন লিটন
রাজশাহীর শিমুল মেমোরিয়ালে বিজ্ঞান মেলা শুরু
চট্রগ্রাম ইপিজেডে প্যাসিফিক জিন্স গ্রুপের ৮টি কারখানা পুনরায় চালু
চবিতে নজরুলের জন্মজয়ন্তী উপলক্ষ্যে সেমিনার অনুষ্ঠিত
কুয়েটে সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
১০