প্রতিবন্ধী শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিতে শিক্ষা উপদেষ্টার আশ্বাস

বাসস
প্রকাশ: ১৫ জুলাই ২০২৫, ২৩:৫৯
ছবি : সংগৃহীত

ঢাকা, ১৫ জুলাই, ২০২৫ (বাসস) : প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য মানসম্মত ও একীভূত শিক্ষাব্যবস্থা নিশ্চিত করতে বিভিন্ন প্রস্তাবনা গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে বলে আশ্বাস দিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. সি আর আবরার।

আজ মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ে কৃষ্টি, বাংলাদেশ সোসাইটি ফর দ্যা চেইঞ্জ অ্যান্ড অ্যাডভোকেসি নেক্সাস (বি-স্ক্যান), সাইটসেভার্স এবং ভিজ্যুয়াল ইমপেয়ার্ড পিপলস সোসাইটি (ভিপস)-এর একটি যৌথ প্রতিনিধি দল উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় উপদেষ্টা এসব কথা বলেন।

সাক্ষাৎকালে প্রতিনিধি দল প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য একীভূত, সমন্বিত ও বিশেষ শিক্ষাব্যবস্থা আরও কার্যকর ও যুগোপযোগী করতে শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে একটি সমন্বিত নীতিমালা প্রণয়নের প্রস্তাব তুলে ধরেন।

প্রতিনিধিদল প্রস্তাব করেন, শিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিনিধিদের নিয়ে একটি সমন্বয় কমিটি গঠন করা হোক, যা প্রতিবন্ধী শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষার নিশ্চয়তায় কাজ করবে। এছাড়া, শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে অভিন্ন শ্রুতিলেখক নীতিমালা প্রণয়ন, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডে (এনসিটিবি) ব্রেইল শাখা চালু এবং বিভিন্ন ধরনের প্রতিবন্ধীদের জন্য পরিচালিত শিক্ষা কার্যক্রমে সময়োপযোগী নীতিমালা প্রণয়নেরও আহ্বান জানানো হয়।

এছাড়া, প্রতিবন্ধীদের শিক্ষা কার্যক্রম সমাজকল্যাণ মন্ত্রণালয়ের পরিবর্তে শিক্ষা মন্ত্রণালয়ের আওতায় আনার দাবি জানান প্রতিনিধিরা।

শিক্ষা উপদেষ্টা ড. সি আর আবরার প্রতিনিধিদের প্রস্তাবনাগুলো মনোযোগ দিয়ে শোনেন এবং সেগুলো গুরুত্ব সহকারে বিবেচনার আশ্বাস দেন।

প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন কৃষ্টির সভাপতি সাবরিনা সুলতানা, সহ-সভাপতি ইফতেখার মাহমুদ, বি-স্ক্যান এর সাধারণ সম্পাদক সালমা মাহবুব, সাইটসেভার্স এর অ্যাডভোকেসি ও কমিউনিকেশন কো-অর্ডিনেটর খন্দকার সোহেল রানা এবং ভিপস এর নির্বাহী সদস্য জাহাঙ্গীর আলম। এ সময় শিক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মহানবী (সা.) জীবনাদর্শ মানুষের মুক্তির দিশারি : ধর্ম সচিব 
সামাজিক যোগাযোগ মাধ্যমের সঠিক ব্যবহার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব : ধর্ম উপদেষ্টা 
পটুয়াখালী জেলা বিএনপির উদ্যোগে ফ্রি মেডিকেল চিকিৎসা-বিনামূল্যে ওষুধ প্রদান
অস্ট্রেলিয়ার সিডনিতে হাঙরের আক্রমণে নিহত ১
নুরকে দেখতে ঢাকা মেডিকেলে গেলেন মির্জা আব্বাস
ট্রাম্পের হুমকির পর ভেনেজুয়েলার মাদুরো সংলাপের আহ্বান জানিয়েছেন
শেরপুরে বিএনপি’র বর্ধিত সভা 
সিলেট হাইটেক পার্কে বিনিয়োগের আহ্বান ফয়েজ আহমদ তৈয়্যবের
গোপালগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে ওলামা-মাশায়েখদের সুযোগ সুবিধা বৃদ্ধি করা হবে : সপু
১০