পিরোজপুর, ১৮ জুলাই, ২০২৫ (বাসস) : পিরোজপুরের নেছারাবাদ উপজেলার আটঘর কুড়িয়ানায় ভাসমান নৌকার হাট পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত আবদেলোহাব সাইদানি। এসময় রাষ্ট্রদূতের স্ত্রী এবং দুই সন্তান তার সঙ্গে ছিলেন।
আজ শুক্রবার বেলা ১১ টার দিকে প্রথমে তিনি ট্রলারে করে এবং পরে পায়ে হেঁটে নেছারাবাদের আটঘর কুড়িয়ানার ভাসমান নৌকার হাট পরিদর্শন করেন। এরপর তিনি কুড়িয়ানার পেয়ারা বাগান ও আমড়া বাগান ঘুরে দেখেন। পরে রাষ্ট্রদূত ছারছীনা দরবার শরীফের পীর সাহেবের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন এবং সেখানে জুম্মার নামাজ আদায় করেন।
এ সময় রাষ্ট্রদূতের সঙ্গে ছিলেন নেছারাবাদের সহকারী কমিশনার (ভূমি) রায়হান মাহমুদ, সহকারী পুলিশ সুপার সাবিহা মেহেবুবা, নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বনি আমিন।