বিমান দুর্ঘটনায় নিহত ২ শিক্ষার্থীর গ্রামের বাড়িতে শোকের মাতম

বাসস
প্রকাশ: ২২ জুলাই ২০২৫, ১৫:০০
উত্তরায় বিমান বিধ্বস্তে নিহত দুই শিক্ষার্থীর গ্রামের বাড়িতে স্বজনদের আহাজারি। ছবি: বাসস

লক্ষ্মীপুর, ২২ জুলাই, ২০২৫ (বাসস) : উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহত দুই শিক্ষার্থীর বাড়ি লক্ষ্মীপুরের বশিকপুর ও সোনাপুরে চলছে শোকের মাতম। 

নিহত ৭ম শ্রেণির দুই শিক্ষার্থী হলো, সায়ান ইউসুফ ও আফনান ফায়াজ। এছাড়া উত্তর জয়পুরের পালপাড়ার এলাকার কাতার প্রবাসী বেলাল হোসেনের ছেলে একই শ্রেণির শিক্ষার্থী নিলয়ের অবস্থাও গুরুতর। তার শরীরের ৬০ ভাগের বেশি পুড়ে গেছে। তার অবস্থাও আশংকাজনক বলে জানা গেছে। 

এখন পর্যন্ত দুই শিক্ষার্থী নিহত ও একজন অগ্নিদগ্ধ হবার খবর নিশ্চিত হওয়া গেছে। তাদের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে স্বজনদের আহাজারিতে আকাশ-বাতাস ভারী হয়ে উঠে। এই মৃত্যু মেনে নিতে পারছেনা কেউ। পুরো পরিবারই শোকে বাকরুদ্ধ হয়ে পড়েছে। 

নিহত সায়ান ইউসুফ (১৩) সদর উপজেলার বশিকপুর এলাকার এএফএম ইউসুফ হোসেনের পুত্র। সে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ৭ম শ্রেণির শিক্ষার্থী। সায়ান ইউসুফের বাবা এএফএম ইউসুফ হোসেন ও মা শাম্মী আক্তার ওই প্রতিষ্ঠানে শিক্ষক হিসেবে কর্মরত। 

অপরদিকে একই উপজেলার পার্বতীনগরের সোনাপুর এলাকার আবদুস সামাদ রুমির ছেলে ৭ম শ্রেণির শিক্ষার্থী আফনান ফায়াজ। আফনান ফায়াজকে খোঁজাখুঁজির পরে হাসপাতালে তার মরদেহ পাওয়া যায়। হাসপাতাল থেকে আফনান ফায়াজের মরদেহ এনে মঙ্গলবার ভোরে ঢাকায় জানাজা শেষে দাফন করা হয়। 

এছাড়া অপর শিক্ষার্থী সায়ান ইউসুফ রাতে সাড়ে তিনটার দিকে হাসপাতালে মারা যায়। তার মরদেহ মঙ্গলবার দুপুরে গ্রামের বাড়িতে নিয়ে আসা হলে নিহতের বাবা-মা ও স্বজনরা বাকরুদ্ধ হয়ে পড়েন। বিকেলে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় সায়ান ইউসুফকে। 

নিহতদের স্বজনরা বলেন, মেধাবী এসব ছাত্রের মৃত্যু কোনভাবে মেনে নিতে পারছি না। কীভাবে সামনের দিনগুলো যাবে। বিমান দুর্ঘটনা এতো কোমলমতি শিশুর মৃত্যু এর আগে দেশের মানুষ আর দেখেনি। 

বিএনপির যুগ্ম-মহাসচিব ও লক্ষ্মীপুর জেলা বিএনপির আহ্বায়ক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী, জেলা বিএনপির সদস্য সচিব সাহাবুদ্দিন সাবু, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি-জেলা বিএনপি নেতা ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপী, ঢাকা মহানগর উত্তর জামায়াতের সেক্রেটারী ড. রেজাউল করিমসহ বিভিন্ন রাজনীতিকদল,সামাজিক ও সাংস্কৃতি সংগঠনের নেতৃবৃন্দ শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ডিএসসিসি এলাকায় ধর্মীয় সম্প্রীতির মধ্য দিয়ে দুর্গাপূজা উদযাপন
নির্বাচনে সকল দল অংশগ্রহণ করবে, আশাপ্রকাশ শামসুজ্জামান দুদুর
সারাদেশে ৪৯ মণ্ডপে নাশকতার চেষ্টা, গ্রেপ্তার ১৯: র‌্যাব ডিজি
বিএনপি ১৮ মাসের মধ্যে ১ কোটি মানুষের কর্মসংস্থানের সিদ্ধান্ত নিয়েছে: আমীর খসরু
কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্ট ও পূজামণ্ডপ পরিদর্শন করলেন তিন উপদেষ্টা
অন্তর্বর্তী সরকারের সমন্বিত উদ্যোগে সন্তোষজনক পূজার পরিবেশ সম্ভব হয়েছে: শারমীন এস মুরশিদ
হিন্দু ধর্মাবলম্বীদের ন্যায্য দাবিসমূহ পর্যায়ক্রমে পূরণ করা সম্ভব : তথ্য উপদেষ্টা
বিএনপি সংখ্যাগুরু-সংখ্যালঘুতে বিশ্বাস করে না: ড. মঈন খান
বনানী ও বসুন্ধরা আবাসিক পূজা মণ্ডপ পরিদর্শনে ডিএমপি কমিশনার
নওগাঁয় পূজামণ্ডপ পরিদর্শন করলেন কৃষকদল নেতা ফজলে হুদা
১০