তিস্তা মেগা প্রকল্প বাস্তবায়নে তিস্তাপাড়ে চীনা প্রতিনিধি দলের সঙ্গে বিএনপি নেতাদের মতবিনিময়

বাসস
প্রকাশ: ২২ জুলাই ২০২৫, ১৭:৩৫ আপডেট: : ২২ জুলাই ২০২৫, ১৯:২২
জেলায় মঙ্গলবার তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে চীনা প্রতিনিধি দলের সঙ্গে বিএনপির স্থানীয় শীর্ষ নেতাদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ছবি : বাসস

রংপুর, ২২ জুলাই, ২০২৫ (বাসস): জেলায় আজ ‘তিস্তা বাচাও’ ও ‘নদী রক্ষা’ আন্দোলনের অংশ হিসেবে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে চীনা প্রতিনিধি দলের সঙ্গে বিএনপির স্থানীয় শীর্ষ নেতাদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু, রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক শামসুজ্জামান সামু, সদস্য সচিব মাহফুজ-উন নবী ডন, রংপুর জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম, সদস্য সচিব আনিছুর রহমান লাকু এবং কাউনিয়া উপজেলা বিএনপির সভাপতি এমদাদুল হক ভরসা সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে চীনা প্রতিনিধি দল বিএনপি নেতৃবৃন্দের সঙ্গে সরেজমিনে তিস্তা নদীর পাড় এবং নদীভাঙনে ক্ষতিগ্রস্ত এলাকার মানুষের বসতবাড়ি পরিদর্শন করেন। 

তারা ক্ষতিগ্রস্তদের খোঁজখবর নেন এবং কিছু উপহার সামগ্রী বিতরণ করেন। 

এ সময় চীনা প্রতিনিধিরা নদীভাঙন ও জলবায়ু পরিবর্তনের কারণে স্থানীয় জনগণের ভোগান্তির কথা মনোযোগ দিয়ে শোনেন এবং তাদের পাশে থাকার আশ্বাস দেন।

স্থানীয় নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়িত হলে নদীভাঙন রোধ, কৃষি উৎপাদন বৃদ্ধি ও জীবিকায়ন উন্নয়নের মাধ্যমে এলাকার সার্বিক উন্নয়ন সাধিত হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ডিএসসিসি এলাকায় ধর্মীয় সম্প্রীতির মধ্য দিয়ে দুর্গাপূজা উদযাপন
নির্বাচনে সকল দল অংশগ্রহণ করবে, আশাপ্রকাশ শামসুজ্জামান দুদুর
সারাদেশে ৪৯ মণ্ডপে নাশকতার চেষ্টা, গ্রেপ্তার ১৯: র‌্যাব ডিজি
বিএনপি ১৮ মাসের মধ্যে ১ কোটি মানুষের কর্মসংস্থানের সিদ্ধান্ত নিয়েছে: আমীর খসরু
কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্ট ও পূজামণ্ডপ পরিদর্শন করলেন তিন উপদেষ্টা
অন্তর্বর্তী সরকারের সমন্বিত উদ্যোগে সন্তোষজনক পূজার পরিবেশ সম্ভব হয়েছে: শারমীন এস মুরশিদ
হিন্দু ধর্মাবলম্বীদের ন্যায্য দাবিসমূহ পর্যায়ক্রমে পূরণ করা সম্ভব : তথ্য উপদেষ্টা
বিএনপি সংখ্যাগুরু-সংখ্যালঘুতে বিশ্বাস করে না: ড. মঈন খান
বনানী ও বসুন্ধরা আবাসিক পূজা মণ্ডপ পরিদর্শনে ডিএমপি কমিশনার
নওগাঁয় পূজামণ্ডপ পরিদর্শন করলেন কৃষকদল নেতা ফজলে হুদা
১০