তিস্তা মেগা প্রকল্প বাস্তবায়নে তিস্তাপাড়ে চীনা প্রতিনিধি দলের সঙ্গে বিএনপি নেতাদের মতবিনিময়

বাসস
প্রকাশ: ২২ জুলাই ২০২৫, ১৭:৩৫ আপডেট: : ২২ জুলাই ২০২৫, ১৯:২২
জেলায় মঙ্গলবার তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে চীনা প্রতিনিধি দলের সঙ্গে বিএনপির স্থানীয় শীর্ষ নেতাদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ছবি : বাসস

রংপুর, ২২ জুলাই, ২০২৫ (বাসস): জেলায় আজ ‘তিস্তা বাচাও’ ও ‘নদী রক্ষা’ আন্দোলনের অংশ হিসেবে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে চীনা প্রতিনিধি দলের সঙ্গে বিএনপির স্থানীয় শীর্ষ নেতাদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু, রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক শামসুজ্জামান সামু, সদস্য সচিব মাহফুজ-উন নবী ডন, রংপুর জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম, সদস্য সচিব আনিছুর রহমান লাকু এবং কাউনিয়া উপজেলা বিএনপির সভাপতি এমদাদুল হক ভরসা সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে চীনা প্রতিনিধি দল বিএনপি নেতৃবৃন্দের সঙ্গে সরেজমিনে তিস্তা নদীর পাড় এবং নদীভাঙনে ক্ষতিগ্রস্ত এলাকার মানুষের বসতবাড়ি পরিদর্শন করেন। 

তারা ক্ষতিগ্রস্তদের খোঁজখবর নেন এবং কিছু উপহার সামগ্রী বিতরণ করেন। 

এ সময় চীনা প্রতিনিধিরা নদীভাঙন ও জলবায়ু পরিবর্তনের কারণে স্থানীয় জনগণের ভোগান্তির কথা মনোযোগ দিয়ে শোনেন এবং তাদের পাশে থাকার আশ্বাস দেন।

স্থানীয় নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়িত হলে নদীভাঙন রোধ, কৃষি উৎপাদন বৃদ্ধি ও জীবিকায়ন উন্নয়নের মাধ্যমে এলাকার সার্বিক উন্নয়ন সাধিত হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিন শ্রমিকের মৃত্যু
হজ ও ওমরাহ পালনকে সহজ ও সাশ্রয়ী করার প্রয়াস অব্যাহত থাকবে : বিমান সচিব
অধ্যক্ষ আব্দুল জব্বারের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক প্রকাশ
বিএনপি সাম্প্রদায়িক সম্প্রীতির রাজনীতি বিশ্বাস করে : সেলিমুজ্জামান
সাংস্কৃতিক আগ্রাসন ঠেকাতে ইতিহাস চর্চায় মনোযোগ দিতে হবে : ড. মাহমুদুর রহমান
বাংলাদেশে সবার অধিকার সমান, এই দেশ সবার : সেনাবাহিনী প্রধান
ট্রাম্পের সঙ্গে সাক্ষাতে সোমবার ওয়াশিংটন যাচ্ছেন জেলেনস্কি
বাংলাদেশের মুক্তিযুদ্ধ ছাড়া এতো রক্তপাত দেখিনি: মাহবুব মোর্শেদ
হাটিকুমরুল-বনপাড়া মহাসড়ক ৪ লেনে ও বড়াইগ্রামে অর্থনৈতিক অঞ্চলের দাবিতে মানববন্ধন
নতুন বাংলাদেশ গড়তে কোনো বিভাজন নয় : আমীর খসরু 
১০