ঢাকা, ২৩ জুলাই, ২০২৫ (বাসস): ঢাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তে নিহতদের স্মরণে জাপানের টোকিওস্থ বাংলাদেশ দূতাবাসে আজ এক বিশেষ দোয়ার আয়োজন করা হয়।
বাংলাদেশের জাপানস্থ রাষ্ট্রদূত মো. দাউদ আলী এই মর্মান্তিক দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেন।
তিনি দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত ও আহতদের দ্রুত আরোগ্য কামনা করে দোয়া করেন।
পরে নিহতদের আত্মার শান্তি ও আহতদের দ্রুত সুস্থতার জন্য বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয় বলে ঢাকায় প্রাপ্ত এক বার্তায় জানানো হয়েছে।
অনুষ্ঠানে জাপানে বসবাসরত বাংলাদেশি প্রবাসী ও দূতাবাসের কর্মকর্তারা অংশ নেন।