শেরপুরে বজ্রপাতে এক যুবকের মৃত্যু

বাসস
প্রকাশ: ২৪ জুলাই ২০২৫, ১৬:১২

শেরপুর, ২৪ জুলাই, ২০২৫ (বাসস): জেলার নকলায় বজ্রপাতে এক যুবকের মৃত্যু হয়েছে।

আজ বৃহস্পতিবার সকাল ৭ টায় উপজেলার পাঠাকাটা ইউনিয়নের পলাশকান্দি গ্রামের মোজাকান্দা এলাকায় এই ঘটনা ঘটে।

মৃত যুবকের নাম মো. সুজন মিয়া (২০)। সে একই এলাকার ফয়জল মিয়ার ছেলে এবং পেশায় একজন শ্রমিক ছিলেন।

পরিবার সূত্রে জানা গেছে, সুজন মিয়া সকালে পলাশকান্দি গ্রামে পাওয়ার টিলার দিয়ে জমি চাষ করতে যায়। এসময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পাঠাকাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুস ছালাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,আমরা তাৎক্ষণিক ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজ নিয়েছি। এছাড়া পরিবারটির জন্য দ্রুত সময়ের মধ্যে সরকারি সহায়তা পায় সেই ব্যবস্থা করা হবে।

এবিষয়ে নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান বলেন, মৃত পরিবারের আবদনের ভিত্তিতে বিনা ময়না তদন্তে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
যশোরে পিতার ফেলে যাওয়া সেই আফিয়ার পাশে দাঁড়ালেন তারেক রহমান
মুন্সীগঞ্জে রোপা আমন ধান কাটা শুরু, কৃষকের মুখে হাসি
বিএনপির মধ্যে স্বৈরাচারী, সন্ত্রাসী ও কর্তৃত্ববাদ মনোভাব নেই: এ্যানি
রাঙ্গুনিয়ায় শ্রমিকদল নেতা খুন
ক্ষমতায় গেলে নারী নির্যাতনকারীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করবে বিএনপি: সালাহউদ্দিন আহমেদ
নড়াইলে মাসুদ রানা হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার
নড়াইলে বিশ্ব ডায়াবেটিস দিবসে র‌্যালি ও সেমিনার 
পরমাণু সাবমেরিন তৈরির ব্যাপারে সম্মত যুক্তরাষ্ট্র ও দ. কোরিয়া
প্রধান উপদেষ্টার সঙ্গে যুক্তরাজ্যের উন্নয়নমন্ত্রীর বৈঠক: স্বচ্ছ ও অংশগ্রহণমূলক নির্বাচনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত
ঐতিহ্যবাহী উরুন-গাইনের চাহিদা কমলেও টিকে আছে
১০