শেরপুরে বজ্রপাতে এক যুবকের মৃত্যু

বাসস
প্রকাশ: ২৪ জুলাই ২০২৫, ১৬:১২

শেরপুর, ২৪ জুলাই, ২০২৫ (বাসস): জেলার নকলায় বজ্রপাতে এক যুবকের মৃত্যু হয়েছে।

আজ বৃহস্পতিবার সকাল ৭ টায় উপজেলার পাঠাকাটা ইউনিয়নের পলাশকান্দি গ্রামের মোজাকান্দা এলাকায় এই ঘটনা ঘটে।

মৃত যুবকের নাম মো. সুজন মিয়া (২০)। সে একই এলাকার ফয়জল মিয়ার ছেলে এবং পেশায় একজন শ্রমিক ছিলেন।

পরিবার সূত্রে জানা গেছে, সুজন মিয়া সকালে পলাশকান্দি গ্রামে পাওয়ার টিলার দিয়ে জমি চাষ করতে যায়। এসময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পাঠাকাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুস ছালাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,আমরা তাৎক্ষণিক ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজ নিয়েছি। এছাড়া পরিবারটির জন্য দ্রুত সময়ের মধ্যে সরকারি সহায়তা পায় সেই ব্যবস্থা করা হবে।

এবিষয়ে নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান বলেন, মৃত পরিবারের আবদনের ভিত্তিতে বিনা ময়না তদন্তে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নারীর মুক্তি ও সমতার জন্য অন্তর থেকে পরিবর্তন আনতে হবে : মঈন খান
বোয়ালখালীতে একটি প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা প্রদান
বেগম খালেদা জিয়া দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের প্রতীক : মেয়র শাহাদাত হোসেন
বিদেশে ৪০ হাজার কোটি টাকার চুরি হওয়া সম্পদের সন্ধান মিলেছে : সিএকে এনবিআরের সিআইসি প্রধান
সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১,৬২৯ জন
দেশ যেন চরমপন্থী ও মৌলবাদের অভয়ারণ্য হয়ে উঠতে না পারে : তারেক রহমান 
বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় নাসির উদ্দীন গ্রেফতার
মাদ্রাসা ও কারিগরি অধিদপ্তরে নতুন মহাপরিচালক নিয়োগ
বান্দরবানে অজগর উদ্ধার, বনাঞ্চলে অবমুক্ত
ইউক্রেন যুদ্ধ নিয়ে সোমবারের বৈঠক ‘ফলপ্রসূ’ হবে, আশাবাদ মার্কিন দূত উইটকফের 
১০