নওগাঁয় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা  

বাসস
প্রকাশ: ০৩ আগস্ট ২০২৫, ১৮:২৫
আজ রোববার নওগাঁয় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা । ছবি : বাসস 

নওগাঁ, ৩ আগস্ট ২০২৫ (বাসস) : জেলার বদলগাছীতে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। 

আজ রোববার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সংবর্ধনা দেওয়া হয়।

জেলা শিক্ষা অফিস ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস এ আয়োজন করে। জেলা শিক্ষা কর্মকর্তা শাহাদৎ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান ছনি।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর এবং শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিমের (এসইডিপি) আওতায় ৩৬ জন কৃতী শিক্ষার্থীকে অনুষ্ঠানে সনদ, ক্রেস্ট ও চেক দেওয়া হয়।  

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধদপ্তরের রাজশাহী অঞ্চলের প্রশিক্ষণ সমন্বয়কারী কর্মকর্তা শাহাদৎ হোসেন, জেলা মাধ্যমিক অফিসের সহকারী পরিদর্শক আসমা সাদিয়া ও মাহমুদা বানু। এ সময় স্বাগত বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাফিউল আলম।

অন্যদের মধ্যে বক্তব্য দেন, বদলগাছী সরকারি মডেল পাইলট হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোজাফফর হোসেন, লাবণ্যপ্রভা পাইলট ও কমিউনিটি গার্লস হাই স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি তরিকুল ইসলাম, জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবুজার গিফারী প্রমুখ।

শিক্ষার্থীদের মধ্যে থেকে অনুভূতি প্রকাশ করেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ৩য় বর্ষের ছাত্র মারুফ হোসেন, চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রী আয়েশা সিদ্দিকা।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জুলাই জাদুঘর বিশ্বব্যাপী মডেল হিসেবে কাজ করবে : আইসেস্কো মহাপরিচালক
অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সোহেল রানা গ্রেফতার
নারীর ক্ষমতায়ন বাস্তব নেতৃত্ব ও প্রতিনিধিত্বের মাধ্যমে প্রতিফলিত হতে হবে: শ্রম উপদেষ্টা
নৌবাহিনীর যৌথ অভিযানে খুলনায় আগ্নেয়াস্ত্রসহ সন্ত্রাসী আটক
ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা ঐক্যবদ্ধ বাংলাদেশি : আমীর খসরু
অহিংস আর মঙ্গলবারতায় চট্টগ্রামের আকাশে উড়ল প্রবারণার ফানুস
রাস্তা দখল ও হাসপাতালে চুরির ঘটনায় ৭ জনের কারাদণ্ড
জাতীয় পেনশন কর্তৃপক্ষের কার্যক্রম আরও শক্তিশালী করার উদ্যোগ
ইসি-মিডিয়া সংলাপ : স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য নির্বাচনের আহ্বান
খুলনায় যুব মহিলা লীগ সভাপতি তুলি গ্রেফতার
১০