নওগাঁয় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা  

বাসস
প্রকাশ: ০৩ আগস্ট ২০২৫, ১৮:২৫
আজ রোববার নওগাঁয় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা । ছবি : বাসস 

নওগাঁ, ৩ আগস্ট ২০২৫ (বাসস) : জেলার বদলগাছীতে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। 

আজ রোববার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সংবর্ধনা দেওয়া হয়।

জেলা শিক্ষা অফিস ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস এ আয়োজন করে। জেলা শিক্ষা কর্মকর্তা শাহাদৎ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান ছনি।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর এবং শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিমের (এসইডিপি) আওতায় ৩৬ জন কৃতী শিক্ষার্থীকে অনুষ্ঠানে সনদ, ক্রেস্ট ও চেক দেওয়া হয়।  

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধদপ্তরের রাজশাহী অঞ্চলের প্রশিক্ষণ সমন্বয়কারী কর্মকর্তা শাহাদৎ হোসেন, জেলা মাধ্যমিক অফিসের সহকারী পরিদর্শক আসমা সাদিয়া ও মাহমুদা বানু। এ সময় স্বাগত বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাফিউল আলম।

অন্যদের মধ্যে বক্তব্য দেন, বদলগাছী সরকারি মডেল পাইলট হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোজাফফর হোসেন, লাবণ্যপ্রভা পাইলট ও কমিউনিটি গার্লস হাই স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি তরিকুল ইসলাম, জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবুজার গিফারী প্রমুখ।

শিক্ষার্থীদের মধ্যে থেকে অনুভূতি প্রকাশ করেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ৩য় বর্ষের ছাত্র মারুফ হোসেন, চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রী আয়েশা সিদ্দিকা।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
কুড়িগ্রামে এনসিপি'র আহ্বায়ক কমিটি গঠন 
জামালপুরে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা
রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ২৫ জন গ্রেফতার
দেশে নারীদের মধ্যে স্বাস্থ্য সচেতনতা দিন দিন বাড়ছে 
তানজানিয়ায় ২শ’ জনেরও বেশি লোকের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা 
নেত্রকোণায় গ্রামীণ ঐতিহ্য ‘কিচ্ছা উৎসব’ অনুষ্ঠিত
সুনামগঞ্জে সাংবাদিক ফজলুল হক সেলবর্ষীর ৫৭তম মৃত্যুবার্ষিকী পালিত
ফিলিপাইনে ধেয়ে আসছে সুপার টাইফুন ফাং-ওং
রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৮
মালয়েশিয়া-থাইল্যান্ড সীমান্তে ৯০ অবৈধ অভিবাসীসহ নৌকাডুবি, এক নারীর মৃত্যু
১০