নওগাঁয় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা  

বাসস
প্রকাশ: ০৩ আগস্ট ২০২৫, ১৮:২৫
আজ রোববার নওগাঁয় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা । ছবি : বাসস 

নওগাঁ, ৩ আগস্ট ২০২৫ (বাসস) : জেলার বদলগাছীতে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। 

আজ রোববার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সংবর্ধনা দেওয়া হয়।

জেলা শিক্ষা অফিস ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস এ আয়োজন করে। জেলা শিক্ষা কর্মকর্তা শাহাদৎ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান ছনি।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর এবং শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিমের (এসইডিপি) আওতায় ৩৬ জন কৃতী শিক্ষার্থীকে অনুষ্ঠানে সনদ, ক্রেস্ট ও চেক দেওয়া হয়।  

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধদপ্তরের রাজশাহী অঞ্চলের প্রশিক্ষণ সমন্বয়কারী কর্মকর্তা শাহাদৎ হোসেন, জেলা মাধ্যমিক অফিসের সহকারী পরিদর্শক আসমা সাদিয়া ও মাহমুদা বানু। এ সময় স্বাগত বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাফিউল আলম।

অন্যদের মধ্যে বক্তব্য দেন, বদলগাছী সরকারি মডেল পাইলট হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোজাফফর হোসেন, লাবণ্যপ্রভা পাইলট ও কমিউনিটি গার্লস হাই স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি তরিকুল ইসলাম, জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবুজার গিফারী প্রমুখ।

শিক্ষার্থীদের মধ্যে থেকে অনুভূতি প্রকাশ করেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ৩য় বর্ষের ছাত্র মারুফ হোসেন, চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রী আয়েশা সিদ্দিকা।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
শেখ হাসিনার পতনের দিন মিছিলে মুখরিত ছিল চট্টগ্রাম
ফেনীতে গণঅভ্যুত্থান দিবসে আলোচনা ও দোয়া
রাঙ্গামাটিতে টানা বৃষ্টিতে সাজেকের সাথে সড়ক যোগাযোগ বন্ধ
গাজার সঙ্গে বাণিজ্য আংশিকভাবে পুনরায় চালু করবে ইসরাইল
যথাযোগ্য মর্যাদায় জুলাই গণ-অভ্যুত্থান দিবস উদ্‌যাপন করেছে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ
যাত্রাবাড়ীতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার
সিলেটে কারফিউ ভেঙে মিছিল, রাস্তায় নেমে আসে সর্বস্তরের মানুষ, গুলিতে নিহত ৫
দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ৩, আক্রান্ত ৩১৯
নাটোরে বিষাদে রূপ নেয় বিজয় মিছিল
শেখ হাসিনার পতনের খবরে সাতক্ষীরার রাজপথে মানুষের ঢল 
১০