গোমতীর পাড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদে হাইকোর্টের নির্দেশ

বাসস
প্রকাশ: ০৩ আগস্ট ২০২৫, ২০:০৮

কুমিল্লা, ৩ আগস্ট ২০২৫ (বাসস): কুমিল্লায় গোমতী নদীর দুই পাড়ে গড়ে ওঠা অবৈধ স্থাপনা আগামী ৬ মাসের মধ্যে উচ্ছেদের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

আজ রোববার দুপুরে বিচারপতি মজিবুর রহমান ও বিচারপতি বশির উল্লাহর সমন্বয়ে গঠিত দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন।  

রিটকারী আইনজীবী একলাছ উদ্দিন ভূঁইয়া তথ্য নিশ্চিত করেছেন। রিটকারীর পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী মনজিল মোরশেদ।

আইনজীবী একলাছ উদ্দিন ভূঁইয়া বলেন, কুমিল্লা সদর, বুড়িচং, ব্রাহ্মণপাড়া, দেবিদ্বার ও মুরাদনগর উপজেলায় গোমতী নদীর দুই পাড়ে তৎকালীন ক্ষমতাসীন রাজনৈতিক দলের লোকেরা দখল করে বাড়ি-ঘরসহ বিভিন্ন স্থাপনা নির্মাণ করেন। 

বিষয়টি আমার নজরে এলে ২০২১ সালে জনস্বার্থে হাইকোর্টে একটি রিট আবেদন করি। অবশেষে আজ রিটের নিষ্পত্তি হলো।

আগামী ছয় মাসের মধ্যে গোমতী নদীর দুই পাশে গড়ে ওঠা সব ধরনের অবৈধ স্থাপনা উচ্ছেদ করে আদালতকে অবহিত করা নির্দেশ দেওয়া হয়েছে। এ জন্য আদালতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। দ্রুত সময়ের মধ্যে উচ্চ আদালতের এই আদেশের কার্যক্রম শুরু হবে প্রত্যাশা করি।


 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ইসরাইলের সাথে যুক্ত ৬ সন্ত্রাসীকে হত্যা করেছে ইরান
গাজায় জিম্মিদের মুক্তির জন্য রাজনৈতিক যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছেন নেতানিয়াহুর প্রতিদ্বন্দ্বী
রপ্তানি ও আয় বেড়েছে হিলি বন্দরে
প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা
হাসিনার আমলের গুম-খুন মামলায় তদন্ত প্রতিবেদন দাখিল ২৬ অক্টোবর
সারাদেশে অপরিবর্তিত থাকতে পারে দিন ও রাতের তাপমাত্রা
খুবিতে বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ 
নতুন দল নির্বাচনকে নস্যাৎ করার ষড়যন্ত্র করছে: হেলেন জেরিন খান
সিরাজগঞ্জে দুদকের ১৮১তম গণশুনানি শুরু
কলম্বিয়ায় বোমা হামলায় খুনের অভিযোগে দুই গেরিলা আটক
১০