ঢাকা (দক্ষিণ), ৬ আগস্ট, ২০২৫ (বাসস): ঢাকার কেরানীগঞ্জে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। এ সময় তাদের মধ্যে পুরস্কার হিসেবে ক্রেস্ট ও সনদ বিতরণ করা হয়।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে আজ বুধবার সকালে উপজেলা পরিষদ হল রুমে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়।
এতে প্রধান অতিথি ছিলেন ঢাকা অঞ্চলের মাধ্যমিক ও উচ্চশিক্ষার পরিচালক প্রফেসর ফকীর মোহাম্মদ নূরুজ্জামান।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস (পিবিজিএসআই) প্রকল্পের আওতায় এ পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে এসএসসি ও এইচএসসি ২০২২ ও ২০২৩ সালের ২৬ জন কৃতী শিক্ষার্থীদের ক্রেস্ট ও সনদ দেওয়া হয়।
কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রিনাত ফৌজিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মাউশির সহকারী পরিচালক প্রফেসর আবু জাফর মো. সেলিম, কেরানীগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ জাকির হোসেন মোল্লা ও মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার হালিমা আক্তার।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে রিনাত ফৌজিয়া বলেন, প্রধান উপদেষ্টা ড. ইউনূস স্যারের নির্দেশনায় শিক্ষার মান আরো বৃদ্ধি পেয়েছে। শিক্ষা ক্ষেত্রে নজরদারী করে সংস্কারের মাধ্যমে দেশে আরও মেধাবী শিক্ষার্থী বৃদ্ধি পাবে।