জয় দিয়ে এশিয়া কাপ শুরু করল বাংলাদেশ

বাসস
প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৫, ০০:২৭ আপডেট: : ১২ সেপ্টেম্বর ২০২৫, ০০:২৯
ছবি : সংগৃহীত

ঢাকা, ১১ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : বোলারদের পর অধিনায়ক লিটন দাসের হাফ-সেঞ্চুরিতে জয় দিয়ে এশিয়া কাপের ১৭তম আসর শুরু করল বাংলাদেশ ক্রিকেট দল। 

‘বি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে আজ বাংলাদেশ ৭ উইকেটে হারিয়েছে হংকংকে। টি-টোয়েন্টিতে দ্বিতীয় দেখায় হংকংয়ের বিপক্ষে প্রথম জয়ের দেখা পেল টাইগাররা। ২০১৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে প্রথম দেখায় হংকংয়ের কাছে ২ উইকেটে হেরেছিল বাংলাদেশ।

আবু ধাবিতে ম্যাচে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস। ইনিংসের দ্বিতীয় ওভারে বাংলাদেশকে প্রথম সাফল্য এনে দেন পেসার তাসকিন আহমেদ। হংকং ওপেনার অংশুমান রাথকে ৪ রানে শিকার করেন তিনি।

শুরুর ধাক্কা কাটিয়ে উঠে দ্বিতীয় উইকেটে ২৩ রান যোগ করেন আরেক ওপেনার জিশান আলি ও বাবর হায়াত। এই জুটি বড় হওয়ার আগে বাংলাদেশকে ব্রেক-থ্রু এনে দেন পেসার তানজিম হাসান সাকিব। বাবরকে ১৪ রানে বোল্ড করেন তানজিম।

৩০ রানে ২ উইকেট পতনের পর বড় জুটি গড়ার চেষ্টা করেন জিশান ও নিজাকাত খান। বলের সাথে পাল্লা দিয়ে ৪১ বলে ৪১ রান যোগ করেন তারা। উইকেটে সেট হয়ে ৩৪ বলে ৩টি চার ও ১টি ছক্কায় ৩০ রান করে মুস্তাফিজের দারুণ ক্যাচে তানজিমের দ্বিতীয় শিকার হন জিশান।

১২তম ওভারে দলীয় ৭১ রানে জিশান ফেরার পর বাংলাদেশি বোলারদের উপর চড়াও হন নিজাকাত ও অধিনায়ক ইয়াসিম মুর্তাজা। ১৫তম ওভারেই ১শ’ পেয়ে যায় হংকং। নিজাকাত ও মুর্তাজা জুটিতে ১৭ ওভার শেষে হংকংয়ের রান ১১৭-এ পৌঁছে যায়।

১৮তম ওভারের প্রথম বলে রান আউট হন মুর্তাজা। ২টি করে চার-ছক্কায় ১৯ বলে ২৮ রান করেন তিনি। নিজাকাতের সাথে ৩৪ বলে ৪৬ রান যোগ করেন মুর্তাজা।

ইনিংসে শেষ দুই ওভারে ৩ উইকেট হারিয়ে ১৮ রান তুলতে পারে হংকং। এতে ২০ ওভারে ৭ উইকেটে ১৪৩ রানের সংগ্রহ পায় তারা। ২টি চার ও ১টি ছক্কায় ৪০ বলে দলের পক্ষে সর্বোচ্চ ৪২ রান করেন নিজাকাত।

বল হাতে বাংলাদেশের তাসকিন, তানজিম ও রিশাদ ২টি করে উইকেট নেন।

জবাবে ৪৭ রানের মধ্যে দুই ওপেনারকে হারায় বাংলাদেশ। দুই ওপেনার পারভেজ হোসেন ইমন ১৯ ও তানজিদ হাসান ১৪ রানে আউট হন। 

এরপর তৃতীয় উইকেটে ৭০ বলে ৯৫ রানের জুটি গড়ে বাংলাদেশকে জয়ের কাছে নিয়ে যান অধিনায়ক লিটন ও তাওহিদ হৃদয়। জয় থেকে ২ রান দূরে থাকতে আউট হন ৩৩ বলে হাফ-সেঞ্চুরি করা লিটন।

৬টি চার ও ১টি ছক্কায় ৩৯ বলে ৫৯ রান করেন তিনি। 

চতুর্থ উইকেটে জাকের আলির সাথে বাকী ২ রান তুলে ১৪ বল হাতে থাকতে বাংলাদেশকে জয়ের বন্দরে নেন হৃদয়। ১ চারে ৩৬ বলে অপরাজিত ৩৫ রান করেন তিনি। হংকংয়ের পেসার আতিক ইকবাল ১৪ রানে ২ উইকেট নেন। 

আগামী ১৩ সেপ্টেম্বর গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলংকার মুখোমুখি হবে বাংলাদেশ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
যৌথ বাহিনীর অভিযানে সারাদেশে আটক ৩৩ জন 
মিছিলের প্রস্তুতিকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১২ নেতাকর্মী গ্রেফতার
দুদকের ৪টি অভিযানে দুর্নীতি ও অনিয়মের প্রাথমিক প্রমাণ মিলেছে
কাঠমান্ডু থেকে দেশে ফিরলেন বাংলাদেশ ফুটবল দল ও আটকে পড়া নাগরিকরা
জয় দিয়ে এশিয়া কাপ শুরু করল বাংলাদেশ
বৈষম্যের শিকার অফিসারদের আবেদনপত্র ২১ সেপ্টেম্বরের মধ্যে জমা দিতে হবে
দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে রাজবাড়িতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত
জামায়াতের আমিরের সঙ্গে রাশিয়ার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
‘পোপ ফেস্ট’ উদযাপনে ভ্যাটিকান রাষ্ট্রদূতের অনুষ্ঠানে জামায়াত প্রতিনিধি দল
ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের কোন বিকল্প আমাদের হাতে নেই : প্রধান উপদেষ্টা
১০