দাকোপে লজিক প্রকল্পের পানি শোধনাগার পরিদর্শন করলেন ইইউ রাষ্ট্রদূত

বাসস
প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৫, ২৩:১৮
ছবি : বাসস

খুলনা, ১২ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত ও ইইউ প্রতিনিধিদলের প্রধান মাইকেল মিলার খুলনার দাকোপ উপজেলার পানখালী ইউনিয়নের লক্ষ্মীখোলায় লজিক প্রকল্পের আওতায় নির্মিত পানি শোধনাগার পরিদর্শন করেছেন।

আজ শুক্রবার দুপুরে তিনি এ প্রকল্প ঘুরে দেখেন এবং পরে শ্রী শ্রী নিতাই গৌর সেবাশ্রমে সুবিধাভোগীদের সঙ্গে মতবিনিময় করেন।

প্রকল্পের আওতায় নির্মিত এই পানি শোধনাগার প্রতিঘন্টায় এক হাজার লিটার এবং দৈনিক নয় হাজার লিটার সুপেয় পানি উৎপাদন করে। প্রতি লিটার মাত্র ৫০পয়সায় সুবিধাভোগীদের কাছে বিক্রি করা হয় এবং বিক্রয়লব্ধ অর্থ সংস্কার ও রক্ষণাবেক্ষণ কাজে ব্যবহার করা হয়।

মতবিনিময় সভায় রাষ্ট্রদূত মাইকেল মিলার বলেন, বাংলাদেশে জলবায়ু পরির্বতনের ফলে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর মধ্যে খুলনা জেলা অন্যতম। জলবায়ু পরির্বতনের কারণে ক্ষতিগ্রস্ত মানুষের প্রকৃত পরিস্থিতি অনুধাবন করা প্রয়োজন। লজিক প্রকল্প সফলভাবে বাস্তবায়নের ফলে এটি একটি মডেলে পরিণত হয়েছে।

সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়ন প্রতিনিধিদলের ফার্স্ট কাউন্সিলর এডউইন কোয়েক কোয়েক, প্রোগ্রাম ম্যানেজার মেহের নিগার ভূইয়া, জুই চাকমা, ইউএনডিপির সহকারী আবাসিক প্রতিনিধি সরদার এম আসাদুজ্জামান, হেড অব কমিউনিকেশন এম আব্দুল কাইয়ুম, খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার দপ্তরের উপপরিচালক মো. আরিফুল ইসলাম, লজিক প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার একেএম আজাদ রহমান, দাকোপ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসমত হোসেন-সহ লজিক প্রকল্পের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

লজিক প্রকল্প মূলত জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় স্থানীয় সরকারের সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ প্রকল্প। এটি বাংলাদেশ সরকার, ইউএনডিপি, ইউএনসিডিএফ, ইইউ, সুইডেন এবং ডেনমার্ক এর সহযোগিতায় পরিচালিত হয় এবং ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জলবায়ু পরিবর্তন অভিযোজন কৌশল পরিকল্পনা ও অর্থায়নের জন্য স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা জোরদার করে।

উল্লেখ্য, খুলনা, সুনামগঞ্জ, কুড়িগ্রাম, বাগেরহাট, বরগুনা, পটুয়াখালী, ভোলা, বান্দরবন ও রাঙ্গামাটি জেলার ২৯টি উপজেলার ৯৪টি ইউনিয়নে লজিক প্রকল্প বাস্তবায়ন করা চলমান। ২০১৭ সালে এই প্রকল্পের যাত্রা শুরু হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বৈষম্যহীন সমাজ গঠনে মানবতন্ত্র প্রতিষ্ঠার আহ্বান : মানবাধিকার কনভেনশনে বক্তারা
সিআইডির ছায়া তদন্তে ডাকাতির রহস্য উদঘাটন ও ডাকাত সর্দার গ্রেফতার
শহিদুল আলম বাংলাদেশের অবিচল মনোবলের এক উজ্জ্বল প্রতীক : প্রধান উপদেষ্টা
নৌপরিবহন উপদেষ্টার সাথে আইএমও’র মহাসচিবের বৈঠক
ঢাবিতে অনুষ্ঠিত হলো  দুই দিনব্যাপী  জাতীয় বিতর্ক উৎসব
আইনজীবী ফোরামের নেতাদের সঙ্গে পিরোজপুর জেলা বিএনপির মতবিনিময়
ডিএমপির বিশেষ অভিযানে ১৪ জন গ্রেফতার
কন্যাশিশু নির্যাতন ও সহিংসতা থেকে উত্তরণে ১১টি সুপারিশ তুলে ধরেছে জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরাম
ট্রাফিক আইন লঙ্ঘনে গত চার দিনে ডিএমপির ৫,০৯৯টি মামলা
মহানবী (সা.)-এর সীরাতের প্রামাণ্য উপস্থাপন মানুষের অন্তরে প্রোথিত থাকবে : ধর্ম উপদেষ্টা
১০