ওমানের বিপক্ষে পাকিস্তানের সংগ্রহ ৭ উইকেটে ১৬০ রান

বাসস
প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৫, ২২:৩৮
ছবি : সংগৃহীত

ঢাকা, ১২ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : এশিয়া কাপ টি-টোয়েন্টি টুর্নামেন্টে  ‘এ’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে ওমানের বিপক্ষে প্রথমে ব্যাটিং করে আজ নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৬০ রান করেছে পাকিস্তান। দলের পক্ষে সর্বোচ্চ ৬৬ রান করেন মোহাম্মদ হারিস।

দুবাইয়ে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ইনিংসের দ্বিতীয় বলে উইকেট হারায় পাকিস্তান। খালি হাতে সাজঘরে ফেরেন ওপেনার সাইম আইয়ুব।

দ্বিতীয় উইকেটে ৬৪ বলে ৮৫ রানের জুটিতে শুরুর ধাক্কা সামাল দেন আরেক ওপেনার সাহিবজাদা ফারহান ও উইকেটরক্ষক মোহাম্মদ হারিস। ২৯ রানে ফারহান ফিরলেও টি-টোয়েন্টিতে প্রথম হাফ-সেঞ্চুরি তুলে নেন হারিস।

দলীয় রান ১শ পার করে আউট হন হারিস। ৭টি চার ও ৩টি ছক্কায় ৪৩ বলে ৬৬ রান করেন তিনি।

মিডল অর্ডারে অধিনায়ক সালমান আগা শূন্য ও হাসান নওয়াজ ৯ রানে আউট হলে দলীয়  ১২০ রানে পঞ্চম উইকেট পতনে বড় সংগ্রহের সম্ভাবনা শেষ হয়ে যায় পাকিস্তানের।

তবে ডেথ ওভারে ফখর জামান ও মোহাম্মদ নওয়াজের মারমুখী ইনিংসের উপর ভর করে ২০ ওভারে ৭ উইকেটে ১৬০ রানের লড়াকু সংগ্রহ পায় পাকিস্তান।

ফখর ১৬ বলে অপরাজিত ২৩ এবং মোহাম্মদ ১০ বলে ৪টি চারে ১৯ রান করেন।  শেষ দিকে ফাহিম আশরাফের ব্যাট থেকে আসে ৪ বলে ৮ রান ।

ওমানের শাহ ফয়সাল ও আমির কালিম ৩টি করে উইকেট নেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সুদানের এল-ফাশারে আরএসএফ ড্রোন হামলায় ৩০ জন নিহত
মেক্সিকোতে ভারী বৃষ্টিপাতে ২৮ জনের মৃত্যু
চুয়াডাঙ্গায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা
যুক্তরাষ্ট্রের আইডাহোতে কাতারের বিমান ঘাঁটি নির্মাণে যুক্তরাষ্ট্রের চুক্তি
হাইতিতে অপুষ্টির ঝুঁকিতে প্রায় ৬০ লাখ মানুষ: জাতিসংঘ প্রতিবেদন
মার্কিন বিস্ফোরক কারখানায় বিস্ফোরণে নিখোঁজ ১৯
পিসিএ সমঝোতা দ্রুততম সময়ে সম্পন্ন করতে বাংলাদেশ-ইইউ ঐকমত্য
চুয়াডাঙ্গা বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত
দিনাজপুরে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন,সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় 
লিবিয়ায় আগস্ট মাসে জাতিসংঘ মিশনে রকেট হামলার ঘটনায় আটক ২
১০