দিনাজপুরে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস পালিত

বাসস
প্রকাশ: ০৭ আগস্ট ২০২৫, ১৭:১৮ আপডেট: : ০৭ আগস্ট ২০২৫, ১৭:৪৫
ছবি : বাসস

দিনাজপুর, ৭ আগষ্ট, ২০২৫ (বাসস) : জেলায় জাতীয় রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদের উদ্যোগে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে রবীন্দ্রনাথের প্রয়াণ দিবস পালন করা হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুর আড়াই টায় কবির প্রয়াণ দিবস উপলক্ষে দিনাজপুর শহরের কালিতলায় গ্যালারি ষড়ং কার্যালয়ের হলরুমে রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদ জেলা শাখার সভাপতি মানস ভট্টাচার্যের সভাপতিত্বে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন, সংগঠনের সাধারন সম্পাদক প্রদীপ ঘোষ, সহসভাপতি রাজিউদ্দিন চৌধুরী ডাবলু ও কোষাধ্যক্ষ সুমন কান্তি রায় প্রমুখ। 

বক্তারা বলেন, রবীন্দ্রনাথ ঠাকুর জাতীয়তাবাদ ও আন্তর্জাতিকবাদ একসাধে ধারণ করেছিলেন। কবি বুঝতে পেরেছিলেন ছোট ছোট দেওয়াল মানুষকে বিভাজন করে রাখে। এই দেওয়াল আমাদের তুলে দিতে হবে। সারা বিশ্বের মানুষকে তার সাহিত্যকর্মের মাধ্যমে এক করার চেষ্টা করেছেন।

সভার শুরুতে দিনাজপুরের বিশিষ্ট সঙ্গীত শিল্পী ওস্তাদ বিজন অধিকারীর মৃত্যুতে এক মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়।

অনুষ্ঠানে আলোচনা করেন, সংগঠনের সাবেক সভাপতি রবিউল আউয়াল খোকা, সম্মিলিত সাংস্কৃতকি জোটের সভাপতি সুলতান কামাল উদ্দিন বাচ্চু, সরকারি মহিলা কলেজের প্রফেসর নুর-এ-আল রনি, কবি ও প্রবন্ধিক মাসুদ মুস্তাফিজ প্রমুখ। 

কবিতা আবৃত্তি করেন, কবি ও গবেষক বিধান দত্ত ও সোহাগ কুমার ব্যানার্জী। সঙ্গীত পরিবেশন করেন, বিশিষ্ট কন্ঠশিল্পী মোকসেদ আলী, স্বপ্না রায়, শ্যামলী রায়, সাধনা দাস প্রমুখ। তবলায় ছিলেন রতন দাস। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে সেনাবাহিনীকে দায়িত্ব পালনের নির্দেশনা দেয়া হয়নি : আইএসপিআর
ক্রিকেটারদের সারা বছর অনুশীলনে রাখতে উদ্যোগ নিয়েছে বিসিবি
রাঙ্গামাটিতে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
কক্সবাজারে নদীতে নিখোঁজ স্কুল ছাত্রের মরদেহ উদ্ধার
নরসুন্দায় কচুরিপানার মরণফাঁদে দুই ভাই, ডুবুরি দলের উদ্ধার
আবু সাঈদের মৃত্যুর খবর শুনে আমার মাথায় আসমান ভেঙে পড়ে : বাবা
যশোরে স্বর্ণের বারসহ তিন যুবক আটক
খাগড়াছড়িতে মা-মেয়ে হত্যা মামলার আসামি গ্রেফতার
ঝিনাইদহে কৃষকদের দক্ষতা উন্নয়ন বিষয়ক কর্মশালা 
মিনিয়াপোলিসের একটি গির্জায় বন্দুকধারীর গুলিতে ২ শিশু নিহত, আহত ১৭
১০