দিনাজপুরে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস পালিত

বাসস
প্রকাশ: ০৭ আগস্ট ২০২৫, ১৭:১৮ আপডেট: : ০৭ আগস্ট ২০২৫, ১৭:৪৫
ছবি : বাসস

দিনাজপুর, ৭ আগষ্ট, ২০২৫ (বাসস) : জেলায় জাতীয় রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদের উদ্যোগে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে রবীন্দ্রনাথের প্রয়াণ দিবস পালন করা হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুর আড়াই টায় কবির প্রয়াণ দিবস উপলক্ষে দিনাজপুর শহরের কালিতলায় গ্যালারি ষড়ং কার্যালয়ের হলরুমে রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদ জেলা শাখার সভাপতি মানস ভট্টাচার্যের সভাপতিত্বে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন, সংগঠনের সাধারন সম্পাদক প্রদীপ ঘোষ, সহসভাপতি রাজিউদ্দিন চৌধুরী ডাবলু ও কোষাধ্যক্ষ সুমন কান্তি রায় প্রমুখ। 

বক্তারা বলেন, রবীন্দ্রনাথ ঠাকুর জাতীয়তাবাদ ও আন্তর্জাতিকবাদ একসাধে ধারণ করেছিলেন। কবি বুঝতে পেরেছিলেন ছোট ছোট দেওয়াল মানুষকে বিভাজন করে রাখে। এই দেওয়াল আমাদের তুলে দিতে হবে। সারা বিশ্বের মানুষকে তার সাহিত্যকর্মের মাধ্যমে এক করার চেষ্টা করেছেন।

সভার শুরুতে দিনাজপুরের বিশিষ্ট সঙ্গীত শিল্পী ওস্তাদ বিজন অধিকারীর মৃত্যুতে এক মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়।

অনুষ্ঠানে আলোচনা করেন, সংগঠনের সাবেক সভাপতি রবিউল আউয়াল খোকা, সম্মিলিত সাংস্কৃতকি জোটের সভাপতি সুলতান কামাল উদ্দিন বাচ্চু, সরকারি মহিলা কলেজের প্রফেসর নুর-এ-আল রনি, কবি ও প্রবন্ধিক মাসুদ মুস্তাফিজ প্রমুখ। 

কবিতা আবৃত্তি করেন, কবি ও গবেষক বিধান দত্ত ও সোহাগ কুমার ব্যানার্জী। সঙ্গীত পরিবেশন করেন, বিশিষ্ট কন্ঠশিল্পী মোকসেদ আলী, স্বপ্না রায়, শ্যামলী রায়, সাধনা দাস প্রমুখ। তবলায় ছিলেন রতন দাস। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নারায়ণগঞ্জে গাড়ির ধাক্কায় দুই ট্রাকচালক নিহত
নীলফামারীতে সিঁদুর খেলা ও দেবী বিসর্জনের মধ্য দিয়ে দুর্গোৎসবের সমাপ্তি
টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ
বিশ্বকাপ বাছাইপর্বে জার্মান দল থেকে বাদ পড়লেন ফুয়েলক্রুগ
পিরোজপুরে বিভিন্ন মণ্ডপে জিয়াউর রহমান ফাউন্ডেশনের উপহার প্রদান
পীরগাছা স্বেচ্ছাসেবক লীগ নেতা লিটন গ্রেপ্তার
ব্রাজিল দলে ফিরলেন ভিনিসিয়াস, রডরিগো
গাজাগামী ত্রাণবাহী জাহাজের নিরাপত্তা বিধানের আহ্বান জামায়াতের
ঝিনাইদহে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
হ্যামস্ট্রিং ইনজুরির কারণে বিশ্বকাপ বাছাইপর্বে খেলতে পারছেন না থুরাম
১০