দিনাজপুর,৭ আগস্ট, ২০২৫(বাসস) : দিনাজপুরে ইন্টারন্যাশনাল পিস স্কুল এন্ড কলেজে উদ্যোগে দিনব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উদ্বোধন ঘোষণা করেন জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম।
আজ বৃহস্পতিবার দুপুর ২ টায় শহরের ঘাসিপাড়ায় ইন্টারন্যাশনাল পিস স্কুল এন্ড কলেজে আয়োজিত বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন জেলা প্রশাসক।
বিজ্ঞান মেলায় ব্যবস্থাপনা পরিচালক মো. সোহেল রানার সভাপতিত্বে বক্তব্য রাখেন,হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. শামসুজ্জুহা,জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. জাকির হোসেন সরকার,দিনাজপুর চেম্বার অব কমার্স এর সাবেক সভাপতি রেজা হুমায়ুন ফারুক চৌধুরী,অধ্যক্ষ মো. মাহাদী হাসান সহ প্রমুখ।
মেলায় দুই শতাধিক শিক্ষার্থীর অংশ গ্রহণে মোট ৪৭ টি স্টল বসেছিল। আলোচনা শেষে অতিথিবৃন্দ স্টল গুলো পরিদর্শন করেন।
অতিথিদের নজর কারে স্মার্ট সিটি, রোবট, ওয়াটার পিউরিফাই,গ্যাস ডিরেক্টর,ওয়ার্কিং জেনারেট প্রজেক্ট গুলো।