ইউপি চেয়ারম্যানের পদ ফিরে পেলেন নেত্রকোণার বিএনপি নেতা আবু তাহের

বাসস
প্রকাশ: ০৭ আগস্ট ২০২৫, ১৮:০২
ছবি : বাসস

নেত্রকোণা, ৭ আগস্ট, ২০২৫ (বাসস) : জেলার নির্বাচন ট্রাইব্যুনালের বিচারক মাহবুব আহমেদ আজ দুপুরে প্রকাশ্য আদালতে ভোট গণনা শেষে আবু তাহেরকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করেছেন।

২০২২ সালে ইউনিয়ন পরিষদ নির্বাচনে ফলাফলে পরাজিত হয়ে মামলা করে দীর্ঘ তিন বছর সাত মাস পর অবশেষে তিনি ইউপি চেয়ারম্যান পদ ফিরে পেয়েছেন।

আবু তাহের আজাদ মদন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক। এর আগে তিনি কমিটির সাংগঠনিক সম্পাদক ছিলেন।

মামলা সূত্রে জানা যায়, ২০২২ সালের ৫ জানুয়ারি অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে মদন উপজেলার কাইটাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী মো. সাফায়াত উল্লাহ রয়েলকে (নৌকা প্রতীক) ৩৫ ভোটের ব্যাবধানে বিজয়ী ঘোষণা করে নির্বাচন কমিশন। 

সে সময় নির্বাচন কমিশন ভোট গণনা শেষে দাবি করে সাফায়াত উল্লাহ পাঁচ হাজার ২২৬ ভোট পেয়েছেন আর আবু তাহের আজাদ (আনারস প্রতীক) পাঁচ হাজার ১৯১ ভোট পেয়েছেন। ওই ফলাফলের বিরুদ্ধে আবু তাহের ২০২২ সালের এপ্রলে নির্বাচন ট্রাইব্যুনালে মামলা করেন। পরে মামলাটি খারিজ হলে আবার তিনি আপিল করেন। 

আজ দুপুরে ধার্য তারিখে আদালতে পুনরায় ভোট গণনা হলে আবু তাহের ৮৩৮ ভোট বেশি পাওয়ায় তাঁকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করেন বিচারক। 

আবু তাহেরের আইনজীবী কায়সার আহমেদ বলেন, আদালতে ভোট গণনা করে সাফায়াত উল্লাহর চেয়ে আবু তাহের ৮৩৮ ভোট বেশি পান। পরে আদালত তাঁকে বিজয়ী ঘোষণা করেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রাজশাহী বিভাগীয় ক্রিকেট স্টেডিয়াম পরিদর্শন করলেন  যুব ও ক্রীড়া উপদেষ্টা
আগামীকাল বগুড়ায় দুদকের গণশুনানি
সিটিটিসির অভিযানে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা গ্রেফতার
গণ-অভ্যুত্থানের মাধ্যমে উদিত গণতন্ত্রের সূর্যকে অস্তমিত হতে দেয়া যাবে না : ড. মঈন খান
অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের সততার ওপর পূর্ণ আস্থা রয়েছে: মির্জা ফখরুল
উত্তর কোরিয়া সীমান্ত থেকে মাইক সরিয়ে নিচ্ছে : সিউল সেনাবাহিনী
সাংবাদিক তুহিন হত্যা: আওয়ামী লীগ নেতার গেস্ট হাউস থেকে শহিদুল গ্রেফতার
পারমাণবিক বোমা হামলার ৮০ বছর পূর্তি স্মরণ করল জাপান
জুলাই গণ-অভ্যুত্থান স্মরণে ডিএসসিসির পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান
বারিধারা পার্কে ‘পল্লী কবি জসীমউদ্দীন পাঠাগার' উদ্বোধন
১০