সাংবাদিক তুহিনের হত্যার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন

বাসস
প্রকাশ: ১২ আগস্ট ২০২৫, ১৪:৫৬
ছবি: বাসস

রাজশাহী, ১২ আগস্ট, ২০২৫ (বাসস) : গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় জড়িতদের দ্রুত বিচার ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে রাজশাহীতে মানববন্ধন করা হয়েছে। এ সময় সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নেরও দাবি জানানো হয়।  

রাজশাহী সিটি প্রেসক্লাব ও বাংলাদেশ সাংবাদিক সংস্থা, রাজশাহীর উদ্যোগে আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে সাহেব বাজার জিরো পয়েন্টে এ মানববন্ধন করা হয়।

মানববন্ধনে ছিলেন, রাজশাহী সিটি প্রেসক্লাবের সভাপতি রফিক আলম, সাধারণ সম্পাদক পরিতোষ চৌধুরী আদিত্য, বাংলাদেশ সাংবাদিক সংস্থা জেলার সাধারণ সম্পাদক ফজলুল করিমসহ বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকবৃন্দ।

বক্তারা বলেন, সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে গাজীপুরে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। এই হত্যাকাণ্ড সাংবাদিক সমাজের ওপর বর্বর আক্রমণ। দ্রুত আসামিদের কঠোর শাস্তির দাবি জানাচ্ছি। 

এছাড়া সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে অবিলম্বে সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নের দাবি জানানো হয় মানববন্ধনে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বিএসসিতে যুক্ত হচ্ছে ‘এমবি বাংলার প্রগতি’ ও ‘বাংলার নবযাত্রা’
ম্যাক্স গ্রুপ ৩৪তম জাতীয় সাঁতারের তৃতীয় দিনে আরও তিনটি রেকর্ড
স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণ আরও কঠিন অধ্যায়ের সূচনার ইঙ্গিত দিচ্ছে: আইসিসিবি 
তৃণমূল খেলোয়াড়দের উৎসাহ দিতে জিয়া ফুটবল টুর্নামেন্ট: শামীম
জমকালো আয়োজনে পর্দা উঠলো কাভা আন্তর্জাতিক ভলিবল চ্যাম্পিয়নশীপের
মাংস আমদানি করে দেশের ক্ষতি চাই না : মৎস্য উপদেষ্টা
পোপের সঙ্গে প্রার্থনায় অংশ নেবেন ব্রিটেনের রাজা
আসন্ন ফাজিল পরীক্ষায় অনিয়ম হলেই কঠোর ব্যবস্থা নেবে ইআবি  
ফ্রান্সের ল্যুভর জাদুঘরে নিরাপত্তা জোরদারের নির্দেশ মাখোঁর
সুনামগঞ্জে ‘ইসিএ’ ব্যবস্থাপনা কমিটির সভা 
১০