নানা আয়োজনে লালমনিরহাটে যুব দিবস উদযাপন

বাসস
প্রকাশ: ১২ আগস্ট ২০২৫, ১৭:১৯
আজ নানা আয়োজনে যুব দিবস উদযাপন। ছবি : বাসস

লালমনিরহাট, ১২ আগস্ট, ২০২৫ (বাসস): লালমনিরহাটে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপিত হয়েছে।

দিবসটি পালন উপলক্ষে আজ মঙ্গলবার দুপুরে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও বৃক্ষরোপণ করা হয়েছে। 

‘প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি’ প্রতিপাদ্যে যুব ভবন হলরুমে যুব উন্নয়ন অধিদপ্তর উপপরিচালকের কার্যালয়ের আয়োজনে এ অনুষ্ঠান হয়।

উপপরিচালক আব্দুস সালাম শিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লালমনিরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ রাসেল মিয়া। 

বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শাহাদত হোসেন, কৃষি বিভাগের উপপরিচালক প্রণয় বিষাণ দাস ও জেলা মৎস্য কর্মকর্তা সানজিদা ইয়াসমিন। শপথ বাক্য পাঠ করান লালমনিরহাট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক সবুজ মিয়া।

অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় যুব সমাজের প্রতিনিধিরা অংশ নেন। এ সময় বক্তারা দক্ষ, স্বনির্ভর ও প্রযুক্তি-সমৃদ্ধ যুব সমাজ গড়ে তুলতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান। একইসঙ্গে জাতীয় উন্নয়নে তরুণদের অবদান বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

আলোচনা সভা শেষে প্রশিক্ষণার্থীদের মদ্যে ঋণের চেক ও সনদ বিতরণ করা হয়। পরে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ যুব উন্নয়ন ক্যাম্পাসে বৃক্ষরোপণ করেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সৌদি আরবের গ্র্যান্ড মুফতির মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক
আগামী নির্বাচন হবে গণতন্ত্রের নতুন ভিত্তি : প্যারিসের মেয়রকে অধ্যাপক ইউনূস
অস্ট্রেলিয়ায় অনূর্ধ্ব ১৬ বয়সীদের জন্য নিষিদ্ধ হতে পারে সামাজিক মাধ্যম 
লালমনিরহাটে দুর্গোৎসবের প্রস্তুতি শেষ
জাতিসংঘের জলবায়ু আলোচনায় চীনের গুরুত্ব 
গাজায় ইসরাইলের হামলায় নিহত ১৫
সামাজিক উদ্ভাবন বিষয়ক বৈঠকে প্রধান উপদেষ্টা
জাতিসংঘে সিনিয়র বিশ্বনেতাদের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক
আহত ফায়ার ফাইটারদের চিকিৎসা দিতে ঢাকায় সিঙ্গাপুরের চিকিৎসক
প্রধান উপদেষ্টার বিরুদ্ধে ভুয়া প্রতিবাদ ভিডিও শনাক্ত ফ্যাক্টওয়াচের
১০